ETV Bharat / bharat

Srinagar's Tulip Garden: ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলল ভূস্বর্গের টিউলিপ গার্ডেন - ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন

1.5 মিলিয়ন টিউলিপ অ্যারে দিয়ে সজ্জিত, 68টি স্বতন্ত্র জাতের টিউলিপ রয়েছে এখানে ৷ এবার ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলল ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 19, 2023, 11:08 PM IST

Updated : Aug 19, 2023, 11:25 PM IST

শ্রীনগর, 19 অগস্ট: জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ৷ ভূস্বর্গের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বাগানটি ৷ শনিবার ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে’ (লন্ডন) নাম তুলেছে কাশ্মীরের এই ফুলের বাগান। এই মুহূর্তে এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ বাগানটি 1.5 মিলিয়ন টিউলিপ অ্যারে দিয়ে সজ্জিত, যেখানে রয়েছে 68টি স্বতন্ত্র প্রজাতির টিউলিপ ৷

টিউলিপ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে গার্ডেনস অ্যান্ড পার্কের কমিশনার সেক্রেটারি ফ্লোরিকালচার শেখ ফায়াজ আহমেদকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন)-এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্তোষ শুক্লা সম্মানিত করেন। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন)-এর সম্পাদক দিলীপ এন পণ্ডিত, ডিরেক্টর ফ্লোরিকালচার কাশ্মীর, অন্যান্য কর্মকর্তা এবং বাগান কর্মীরা উপস্থিত ছিলেন । এই রেকর্ড প্রাপ্তির কথা বলতে গিয়ে কমিশনার সেক্রেটারি, ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেনের অসাধারণত্বকে স্বীকৃতি জানানোর জন্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন) টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

তিনি এটিকে স্মরণীয় কৃতিত্ব বলে মনে করেন ৷ যা শুধুমাত্র শ্রীনগরের মর্যাদাকে উন্নত করবে না বরং উপত্যকায় অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতেও অবদান রাখবে বলে মনে করেন। তিনি বলেন, 'ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্তি শুধুমাত্র শ্রীনগরের টিউলিপ গার্ডেনের স্বীকৃতি নয় ৷ বরং মানবতা এবং প্রকৃতির মধ্যে মুগ্ধকর বন্ধনের উদযাপনও ।'

ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, তার অসাধারণ সৌন্দর্যের জন্য পরিচিত ৷ বাগানটি বিভিন্ন জাতের টিউলিপের একটি দুর্দান্ত সংগ্রহের জন্যই বিখ্যাত নয় বরং এটি অসংখ্য ফুলের প্রজাতির জন্য একটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে । ড্যাফোডিল, হায়াসিন্থস, গোলাপ, রানুনকুলি, মুসকরিয়া, এবং আইরিস ফুলগুলি আইকনিক টিউলিপের পাশাপাশি সৌন্দর্যকে আরও কয়েকগুন বাড়িয়ে দে ৷ রঙ এবং সুগন্ধের মেলবন্ধন টিউলিপ গার্ডেনটিকে অতুলনীয় করে তুলেছে ।

আরও পড়ুন: জন্মমাস অনুযায়ী কোন ফুল মেলে আপনার ব্যক্তিত্বর সঙ্গে, দেখে নিন

শ্রীনগর, 19 অগস্ট: জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ৷ ভূস্বর্গের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বাগানটি ৷ শনিবার ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে’ (লন্ডন) নাম তুলেছে কাশ্মীরের এই ফুলের বাগান। এই মুহূর্তে এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ বাগানটি 1.5 মিলিয়ন টিউলিপ অ্যারে দিয়ে সজ্জিত, যেখানে রয়েছে 68টি স্বতন্ত্র প্রজাতির টিউলিপ ৷

টিউলিপ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে গার্ডেনস অ্যান্ড পার্কের কমিশনার সেক্রেটারি ফ্লোরিকালচার শেখ ফায়াজ আহমেদকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন)-এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্তোষ শুক্লা সম্মানিত করেন। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন)-এর সম্পাদক দিলীপ এন পণ্ডিত, ডিরেক্টর ফ্লোরিকালচার কাশ্মীর, অন্যান্য কর্মকর্তা এবং বাগান কর্মীরা উপস্থিত ছিলেন । এই রেকর্ড প্রাপ্তির কথা বলতে গিয়ে কমিশনার সেক্রেটারি, ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেনের অসাধারণত্বকে স্বীকৃতি জানানোর জন্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন) টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

তিনি এটিকে স্মরণীয় কৃতিত্ব বলে মনে করেন ৷ যা শুধুমাত্র শ্রীনগরের মর্যাদাকে উন্নত করবে না বরং উপত্যকায় অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতেও অবদান রাখবে বলে মনে করেন। তিনি বলেন, 'ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্তি শুধুমাত্র শ্রীনগরের টিউলিপ গার্ডেনের স্বীকৃতি নয় ৷ বরং মানবতা এবং প্রকৃতির মধ্যে মুগ্ধকর বন্ধনের উদযাপনও ।'

ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, তার অসাধারণ সৌন্দর্যের জন্য পরিচিত ৷ বাগানটি বিভিন্ন জাতের টিউলিপের একটি দুর্দান্ত সংগ্রহের জন্যই বিখ্যাত নয় বরং এটি অসংখ্য ফুলের প্রজাতির জন্য একটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে । ড্যাফোডিল, হায়াসিন্থস, গোলাপ, রানুনকুলি, মুসকরিয়া, এবং আইরিস ফুলগুলি আইকনিক টিউলিপের পাশাপাশি সৌন্দর্যকে আরও কয়েকগুন বাড়িয়ে দে ৷ রঙ এবং সুগন্ধের মেলবন্ধন টিউলিপ গার্ডেনটিকে অতুলনীয় করে তুলেছে ।

আরও পড়ুন: জন্মমাস অনুযায়ী কোন ফুল মেলে আপনার ব্যক্তিত্বর সঙ্গে, দেখে নিন

Last Updated : Aug 19, 2023, 11:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.