হায়দরাবাদ, 16 জুন : হায়দরাবাদে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ফাইভ দেওয়া হয়েছে ৷ এবার কলকাতাতেও তা দেওয়া হবে বলে জানাল ভারতে এই ভ্যাকসিনের পরিবেশক ড. রেড্ডি (DR. Reddy) ৷
এদিন ড. রেড্ডির তরফে জানানো হয়েছে, দেশের 9টি শহরে এবার স্পুটনিক ফাইভ দেওয়া হবে ৷ সেই শহরগুলি হল কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, বিশাখাপটনাম, বড্ডি, কোলাপুর, ও মিরইয়ালাগুড়া ৷
এখনও অবধি কোউইন অ্যাপের মাধ্যমে স্পুটনিক ভি টিকা নথিবদ্ধ করা সম্ভব না ৷ দেশে বাণিজ্যিকভাবে রাশিয়ান ভ্যাকসিনটিকে আনা হলে তবেই তা সম্ভব হবে ৷ জানিয়েছে ড. রেড্ডি ৷ ভ্যাকসিনটিকে বাজারে আনতে শেষ দফার কাজ চলছে ৷ সেই সূত্রেই এবার কলকাতা সহ 9টি শহরে পরীক্ষামূলকভাবে স্পুটনিক ফাইভ টিকা দেওয়া হবে ৷
আরও পড়ুন: Corona in Bengal : করোনায় সুস্থতার হার পৌঁছাল 97.40 শতাংশে
ইতিমধ্যে দেশের ড্রাগ রেগুলেটরি কন্ট্রোলের ছাড়পত্র পেয়েছে স্পুটনিক ফাইভ ৷ গত 17 মে অ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় ভ্যাকসিনের প্রাথমিক প্রয়োগ করেছে সংস্থা ড. রেড্ডি ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতের প্রধান শহরগুলিতে ভ্যাকসিনটির কিছু প্রয়োগের পর, ভ্যাকসিনটির জন্য প্রয়োজনীয় কোল্ড স্টোরেজ়ের ব্যবস্থার পরেই তা বাজারে সুলভ হবে ৷