ETV Bharat / bharat

Delta Variant : ডেল্টা ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে কার্যকর হতে পারে স্পুটনিক ভি

author img

By

Published : Jul 13, 2021, 7:50 AM IST

Updated : Jul 13, 2021, 8:53 AM IST

আলফা বি.1.1.7 (যা প্রথম ব্রিটেনে হদিশ মিলেছিল), বিটা বি.1.351 (যা প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল), গামা পি.1 (প্রথম হদিশ মিলেছিল ব্রাজ়িলে), ডেল্টা বি.1.617.2 এবং বি.1.617.3 (প্রথম হদিশ পাওয়া গিয়েছে ভারতে) -- করোনার এই ভ্যারিয়্যান্টগুলির বিরুদ্ধে বিশেষ কার্যকর হয়ে উঠতে পারে স্পুটনিক ভি ।

স্পুটনিক ভি
ফাইল ছবি

নয়াদিল্লি, 13 জুলাই : করোনার নতুন ভ্যারিয়্যান্টগুলির (Coronavirus Variants) বিরুদ্ধে ভাল কাজ দিচ্ছে স্পুটনিক ভি (Sputnik V) । গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF) তরফে এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গিয়েছে । দেখা গিয়েছে, যাঁদের শরীরে স্পুটনিক ভি প্রয়োগ করা হয়েছে, তাঁরা করোনার নতুন ভ্যারিয়ান্টগুলির বিরুদ্ধে ভাল সারা দিচ্ছেন ।

বিশেষ করে আলফা বি.1.1.7 (যা প্রথম ব্রিটেনে হদিশ মিলেছিল), বিটা বি.1.351 (যা প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল), গামা পি.1 (প্রথম হদিশ মিলেছিল ব্রাজ়িলে), ডেল্টা বি.1.617.2 এবং বি.1.617.3 (প্রথম হদিশ পাওয়া গিয়েছে ভারতে) -- করোনার এই ভ্যারিয়্যান্টগুলির বিরুদ্ধে বিশেষ কার্যকর স্পুটনিক ভি । এছাড়া মস্কোর এনডেমিক ভ্যারিয়্যান্ট বি.1.1.141 এবং বি.1.1.317 -- এই দুইয়ের বিরুদ্ধেও ভাল ফল দেখাতে সক্ষম স্পুটনিক ভি ।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে । আর এর মধ্যেই নতুন আশঙ্কা তৈরি হচ্ছে তৃতীয় ঢেউ নিয়ে । অনেকেই বলছেন, করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের হাত ধরেই ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে । এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যগুলির কাছেও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ডেল্টা ভ্যারিয়্যান্ট । এই মুহূর্তে ভারত সহ আরও অনেকগুলি দেশ রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি ব্যবহার করছে । স্পুটনিক ভি-এর এই রিপোর্ট নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে সাধারণ নাগরিকদের । যদিও এই গবেষণার সঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, স্পুটনিক ভি নিয়ে আরও গবেষণা চালাবে তারা ।

নয়াদিল্লি, 13 জুলাই : করোনার নতুন ভ্যারিয়্যান্টগুলির (Coronavirus Variants) বিরুদ্ধে ভাল কাজ দিচ্ছে স্পুটনিক ভি (Sputnik V) । গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF) তরফে এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গিয়েছে । দেখা গিয়েছে, যাঁদের শরীরে স্পুটনিক ভি প্রয়োগ করা হয়েছে, তাঁরা করোনার নতুন ভ্যারিয়ান্টগুলির বিরুদ্ধে ভাল সারা দিচ্ছেন ।

বিশেষ করে আলফা বি.1.1.7 (যা প্রথম ব্রিটেনে হদিশ মিলেছিল), বিটা বি.1.351 (যা প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল), গামা পি.1 (প্রথম হদিশ মিলেছিল ব্রাজ়িলে), ডেল্টা বি.1.617.2 এবং বি.1.617.3 (প্রথম হদিশ পাওয়া গিয়েছে ভারতে) -- করোনার এই ভ্যারিয়্যান্টগুলির বিরুদ্ধে বিশেষ কার্যকর স্পুটনিক ভি । এছাড়া মস্কোর এনডেমিক ভ্যারিয়্যান্ট বি.1.1.141 এবং বি.1.1.317 -- এই দুইয়ের বিরুদ্ধেও ভাল ফল দেখাতে সক্ষম স্পুটনিক ভি ।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে । আর এর মধ্যেই নতুন আশঙ্কা তৈরি হচ্ছে তৃতীয় ঢেউ নিয়ে । অনেকেই বলছেন, করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের হাত ধরেই ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে । এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যগুলির কাছেও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ডেল্টা ভ্যারিয়্যান্ট । এই মুহূর্তে ভারত সহ আরও অনেকগুলি দেশ রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি ব্যবহার করছে । স্পুটনিক ভি-এর এই রিপোর্ট নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে সাধারণ নাগরিকদের । যদিও এই গবেষণার সঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, স্পুটনিক ভি নিয়ে আরও গবেষণা চালাবে তারা ।

Last Updated : Jul 13, 2021, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.