ETV Bharat / bharat

Car Hits Bike in Gurugram: বেপরোয়া গাড়ির ধাক্কা বাইকে, 2 যুবককে 4 কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ - দিল্লির খাঞ্জাওয়ালার ঘটনার পুনরাবৃত্তি

গুরুগ্রামে বাইকে ধাক্কা বেপরোয়া গাড়ির (Car Hits Bike in Gurugram) ৷ ধাক্কা মারার পর বাইক-সহ দুই যুবককে 4 কিলোমিটার পথ টেনে নিয়ে গেলেন গাড়ির চালক ৷ বুধবার রাতের ঘটনায় অজ্ঞাত পরিচয় গাড়ি ও চালকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

Car Hits Bike in Gurugram ETV BHARAT
Car Hits Bike in Gurugram
author img

By

Published : Feb 3, 2023, 10:10 AM IST

Updated : Feb 3, 2023, 1:03 PM IST

4 কিলোমিটার পথ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সেই মুহূর্ত (ইটিভি ভারত ফুটেজের সত্যতা যাচাই করেনি)

গুরুগ্রাম (হরিয়ানা), 3 ফেব্রুয়ারি: দিল্লির কাঞ্জাওয়ালার ঘটনার পুনরাবৃত্তি গুরুগ্রামে ৷ বাইক আরোহী 2 যুবককে ধাক্কা মারার পর প্রায় 4 কিলোমমিটার পথ টেনে নিয়ে গেল বেপরোয়া গাড়ি (Speeding Car Hits Bike Drags Youths for 4km in Gurugram) ৷ তবে, কপাল জোড়ে প্রাণে বেঁচে গিয়েছেন ওই 2 যুবক ৷ পুলিশের তরফে জানানো হয়েছে বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর 62 এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ অভিযুক্ত গাড়ি চালককে ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

গুরুগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে, দুই যুবক অফিস থেকে রাতে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় গুরুগ্রাম সেক্টর 62 এলাকায় একটি বেপরোয়া গাড়ি তাঁদের বাইকে পেছন থেকে ধাক্কা মারে ৷ ওই দুই যুবক পুলিশকে জানিয়েছেন, বাইকে ধাক্কা মারার পর তাঁরা রাস্তায় পড়ে যান ৷ কিন্তু, বাইকে থাকায় ঘাতক গাড়ির সামনের বনেটে আটকে যান তাঁরা ৷ এই অবস্থায় গাড়িটি তাঁদের প্রায় 4 কিলোমিটার পথ টানতে টানতে নিয়ে যায় ৷

অভিযোগ, বাইক-সহ তাঁরা গাড়ির সামনে আটকে গেলেও, চালক গাড়ি থামাননি ৷ এমনকী বাইক রাস্তায় ঘষা খেয়ে বিকট শব্দ হচ্ছিল ৷ তাতেও চালক গাড়ি থামাননি ৷ দুই যুবক অভিযোগ করেছেন, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তাঁরা চিৎকার করছিলেন ৷ কিন্তু, তাঁদের চিৎকার কানেও তোলেননি অভিযুক্ত গাড়ি চালক ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, আশ্চর্যজনকভাবে এমন ভয়াবহ দুর্ঘটনার পরেও ওই দুই যুবকের মারাত্মক কোনও আঘাত লাগেনি ৷

আরও পড়ুন: মপেডচালককে বেপরোয়া গাড়ির ধাক্কা, 15 ফুট 'উড়ে' রাস্তায় মুখ থুবড়ে পড়লেন প্রৌঢ়

তবে, গাড়ির নিচে আটকে যাওয়ার মুহূর্তের ছবি তুলেছেন ওই দুই যুবক ৷ সেটি পুলিশকে দিয়েছেন তাঁরা ৷ পুলিশ অজ্ঞাত পরিচয় ওই গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে ৷ অভিযোগের ভিত্তিতে ওই গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ ৷ উল্লেখ্য, ইংরেজি নববর্ষের রাতে দিল্লির খাঞ্জাওয়ালা এলাকায় একটি গাড়ি বছর 20’র এক তুরুণীকে ধাক্কা মারে ৷ তরুণীর দেহ গাড়ির নিচে আটকে যায় ৷ সেই অবস্থায় বেশ কয়েক কিলোমিটার পথ ঘাতক গাড়ি তরুণীকে টানতে টানতে নিয়ে যায় ৷ যে ঘটনায় পুলিশের পেট্রোলিং গাড়ির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ৷

4 কিলোমিটার পথ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সেই মুহূর্ত (ইটিভি ভারত ফুটেজের সত্যতা যাচাই করেনি)

গুরুগ্রাম (হরিয়ানা), 3 ফেব্রুয়ারি: দিল্লির কাঞ্জাওয়ালার ঘটনার পুনরাবৃত্তি গুরুগ্রামে ৷ বাইক আরোহী 2 যুবককে ধাক্কা মারার পর প্রায় 4 কিলোমমিটার পথ টেনে নিয়ে গেল বেপরোয়া গাড়ি (Speeding Car Hits Bike Drags Youths for 4km in Gurugram) ৷ তবে, কপাল জোড়ে প্রাণে বেঁচে গিয়েছেন ওই 2 যুবক ৷ পুলিশের তরফে জানানো হয়েছে বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর 62 এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ অভিযুক্ত গাড়ি চালককে ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

গুরুগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে, দুই যুবক অফিস থেকে রাতে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় গুরুগ্রাম সেক্টর 62 এলাকায় একটি বেপরোয়া গাড়ি তাঁদের বাইকে পেছন থেকে ধাক্কা মারে ৷ ওই দুই যুবক পুলিশকে জানিয়েছেন, বাইকে ধাক্কা মারার পর তাঁরা রাস্তায় পড়ে যান ৷ কিন্তু, বাইকে থাকায় ঘাতক গাড়ির সামনের বনেটে আটকে যান তাঁরা ৷ এই অবস্থায় গাড়িটি তাঁদের প্রায় 4 কিলোমিটার পথ টানতে টানতে নিয়ে যায় ৷

অভিযোগ, বাইক-সহ তাঁরা গাড়ির সামনে আটকে গেলেও, চালক গাড়ি থামাননি ৷ এমনকী বাইক রাস্তায় ঘষা খেয়ে বিকট শব্দ হচ্ছিল ৷ তাতেও চালক গাড়ি থামাননি ৷ দুই যুবক অভিযোগ করেছেন, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তাঁরা চিৎকার করছিলেন ৷ কিন্তু, তাঁদের চিৎকার কানেও তোলেননি অভিযুক্ত গাড়ি চালক ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, আশ্চর্যজনকভাবে এমন ভয়াবহ দুর্ঘটনার পরেও ওই দুই যুবকের মারাত্মক কোনও আঘাত লাগেনি ৷

আরও পড়ুন: মপেডচালককে বেপরোয়া গাড়ির ধাক্কা, 15 ফুট 'উড়ে' রাস্তায় মুখ থুবড়ে পড়লেন প্রৌঢ়

তবে, গাড়ির নিচে আটকে যাওয়ার মুহূর্তের ছবি তুলেছেন ওই দুই যুবক ৷ সেটি পুলিশকে দিয়েছেন তাঁরা ৷ পুলিশ অজ্ঞাত পরিচয় ওই গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে ৷ অভিযোগের ভিত্তিতে ওই গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ ৷ উল্লেখ্য, ইংরেজি নববর্ষের রাতে দিল্লির খাঞ্জাওয়ালা এলাকায় একটি গাড়ি বছর 20’র এক তুরুণীকে ধাক্কা মারে ৷ তরুণীর দেহ গাড়ির নিচে আটকে যায় ৷ সেই অবস্থায় বেশ কয়েক কিলোমিটার পথ ঘাতক গাড়ি তরুণীকে টানতে টানতে নিয়ে যায় ৷ যে ঘটনায় পুলিশের পেট্রোলিং গাড়ির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ৷

Last Updated : Feb 3, 2023, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.