নয়াদিল্লি, 28 মে: 75 টাকার কয়েন ৷ নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে রবিবার এই বিশেষ মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বাধীনতার 75তম বছর উদযাপনের মাঝেই আনা হল এই বিশেষ 75 টাকার কয়েন । এই উপলক্ষে একটি বিশেষ ডাকটিকিটও চালু করা হয় ।
এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার নতুন সংসদ ভবনটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন ৷ লোকসভা চেম্বারে ঐতিহাসিক 'সেঙ্গল'ও স্থাপন করেন তিনি ৷ দাবি করা হচ্ছে, 1947 সালে ব্রিটিশদের থেকে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরকে চিহ্নিত করে এই ঐতিহ্যবাহী সেঙ্গল ।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যে 75 টাকার বিশেষ মুদ্রার উদ্বোধন হয়, তার এক দিকে মাঝখানে রয়েছে 'অশোক স্তম্ভ' ৷ তার নীচে লেখা রয়েছে 'সত্যমেব জয়তে'। অশোক স্তম্ভটির বামদিকে দেবনাগরী লিপিতে 'ভারত' শব্দটি লেখা রয়েছে এবং ডান প্রান্তে ইংরেজিতে লেখা 'ইন্ডিয়া'৷
মুদ্রার উলটো দিকে সংসদ ভবনের ছবি রয়েছে । তার নীচে ইংরেজিতে লেখা ‘PARLIAMENT COMPLEX’ । আর সেটাই উপরে লেখা দেবনাগরীতে ৷ এছাড়াও সংসদ ভবনের ছবির নীচে '2023' বছরটি লেখা আছে । মুদ্রাটির আকৃতি 44 মিলিমিার ব্যাসের বৃত্তাকার এবং এর ওজন প্রায় 35 গ্রাম । এই মুদ্রায় 50 শতাংশ রূপা, 40 শতাংশ তামা, 5 শতাংশ নিকেল এবং 5 শতাংশ দস্তা রয়েছে ।
পূর্ববর্তী সংসদ ভবনটি 1927 সালে 18 জানুয়ারি উদ্বোধন করেছিলেন তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড আরউইন । নতুন সংসদ ভবনের লোকসভায় 888 জন এবং রাজ্যসভায় 300 জন সদস্য বসার আসন রয়েছে । সংসদের আগের ভবনে লোকসভায় 543 জন এবং রাজ্যসভায় 250 জন সদস্যের বসার ব্যবস্থা ছিল । ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সংসদের নবনির্মিত ভবনে লোকসভায় 888 জন এবং রাজ্যসভায় 384 জন সদস্যের বসার ব্যবস্থা করা হয়েছে । উভয় কক্ষের যৌথ অধিবেশন এখন লোকসভা চেম্বারে অনুষ্ঠিত হতে পারে ।
আরও পড়ুন: নতুন সংসদ ভবন 140 কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষার প্রতীক, প্রথম বক্তৃতায় বললেন মোদি