নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : সম্প্রতি নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে জোট করে আবার বিহারের সরকারের ফিরেছেন আরজেডি (RJD)-র তেজস্বী যাদব (Tejaswi Yadav) ৷ ফের হয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ৷ সেই ঘটনার মাসখানেকের মধ্যেই তাঁর বিরুদ্ধে নতুন করে সক্রিয় হল সিবিআই (CBI) ৷
লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পুত্রের বিরুদ্ধে আইআরসিটিসি দুর্নীতিতে (IRCTC Scam) জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ এই মামলায় তিনি আপাতত জামিনে রয়েছেন ৷ সেই জামিন প্রত্যাহার করার আবেদন নিয়ে দিল্লির বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷
তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় সংশ্লিষ্ট আধিকারিকদের হুমকি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডেপুটি তেজস্বী যাদব ৷ একটি সাংবাদিক বৈঠক থেকে তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ ৷ সেই কারণেই তাঁর জামিন প্রত্যাহারের আবেদন করা হয়েছে ৷
শুনানির পর দিল্লির বিশেষ সিবিআই আদালতের বিচারক গীতাঞ্জলি গোয়েল নোটিশ দিয়েছেন তেজস্বী যাদবকে ৷ সিবিআইয়ের অভিযোগ নিয়ে তেজস্বীর জবাব চেয়েছে আদালত ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, যে সাংবাদিক বৈঠকের প্রসঙ্গ সিবিআই আদালতে তুলেছে, সেখানে তেজস্বী প্রশ্ন তোলেন, ‘‘সিবিআই আধিকারিকদের কি মা ও সন্তান নেই ? তাঁদের কি পরিবার নেই ? তাঁরা কি চিরকাল সিবিআই অফিসার হিসেবেই থেকে যাবেন ? তাঁরা কি অবসর নেবেন না ?’’
এর পর তিনি নাম না করে বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দেগেছিলেন ৷ তিনি প্রশ্ন তোলেন, ‘‘এই দলই কি ক্ষমতায় থেকে যাবে ? আপনারা কি বার্তা দিতে চাইছেন ?’’ এর পর ফের সিবিআইয়ের আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনারা সৎভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিজেদের দায়িত্ব পালন করুন ৷’’
প্রসঙ্গত, যে দুর্নীতিতে তেজস্বী অভিযুক্ত, তা হয়েছিল কংগ্রেস (Congress) নেতৃত্বাধীন ইউপিএ-1 সরকার থাকার সময় ৷ তখন রেলমন্ত্রী ছিলেন তেজস্বীর বাবা লালু প্রসাদ যাদব ৷ অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হয়েছিল ৷ কিন্তু পরে চাকরি দেওয়া হয়নি ৷ সেই নিয়ে চলছে সিবিআই তদন্ত ৷
আরও পড়ুন : সোনিয়া সাক্ষাতেও তেজস্বীর মুখে সেই মোদিই, কাশ্মীর প্রসঙ্গেও কটাক্ষ ছুড়লেন নীতীশের ডেপুটি