ETV Bharat / bharat

South Korean Ambassador রামোজি ফিল্ম সিটিতে এলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

বিশ্বের সর্ববৃহৎ এই ফিল্ম স্টুডিও কমপ্লেক্স রামোজি ফিল্ম সিটির বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন তাঁরা । শুটিংয়ের অত্যাধুনিক ব্যবস্থা থেকে বিভিন্ন লোকেশন- সবই দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা (South Korean Ambassador Chang Jae Bok take a tour of Ramoji Film City)।

South Korean Ambassador
রামোজি ফিল্ম সিটিতে এলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত
author img

By

Published : Aug 19, 2022, 6:58 AM IST

রামোজি ফিল্ম সিটি, 19 অগস্ট: রামোজি ফিল্ম সিটি দেখে গেলেন ভারতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত (Chang Jae Bok ) চ্যাং জায়ে বুক। সে দেশ থেকে আসা আরও কয়েকজন বিশিষ্টও ছিলেন তাঁর সঙ্গে । বিশ্বের সর্ববৃহৎ এই ফিল্ম স্টুডিও কমপ্লেক্সের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন তাঁরা (South Korean Ambassador Chang Jae Bok take a tour of Ramoji Film City) । শুটিংয়ের অত্যাধুনিক ব্যবস্থা থেকে বিভিন্ন লোকেশন- সবই দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা ।

আরও পড়ুন: তেরঙা তুললেন রামোজি রাও, স্বাধীনতা উদযাপনে মাতল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি

শুটিংয়ের বিভিন্ন স্তরে বিভিন্ন জিনিসের প্রয়োজন পরে। প্রতিটি কাজ ভালো ভাবে শেষ করতে দরকার হয় অভিজ্ঞতা এবং দক্ষতার । পাশাপাশি পরিকাঠামো ভালো হওয়াও একান্ত দরকার । সেদিক থেকে এই ফিল্ম সিটিতে (Ramoji Film City) একই ছাদের তলায় সমস্ত ব্যবস্থা দেখে খুশি প্রতিনিধি দলের সদস্যরা । প্রোডাকশনের সঙ্গে জড়িত বিভিন্ন জিনিস খতিয়ে দেখার পাশাপাশি 'মায়া'-তেও যান রাষ্ট্রদূত । সেটের নকশা তৈরি থেকে শুরু করে সাজসজ্জার কাজ হয় এখানে। বড় পর্দা বা ছোট পর্দায় যে সমস্ত দৃশ্য দেখে আমরা উচ্ছ্বসিত হই তারই সাজসজ্জার কাজ হয় 'মায়া'-য়। এসব দেখে স্বভাবকই খুশি রাষ্ট্রদূত ।

রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওয়ের সঙ্গেও দেখা করেন রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন গু জাং হিউন, রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর বিজয়েশ্বরী চেরিকুরি এবং ডিরেক্টর সোহানা চেরিকুরি ।

রামোজি ফিল্ম সিটি, 19 অগস্ট: রামোজি ফিল্ম সিটি দেখে গেলেন ভারতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত (Chang Jae Bok ) চ্যাং জায়ে বুক। সে দেশ থেকে আসা আরও কয়েকজন বিশিষ্টও ছিলেন তাঁর সঙ্গে । বিশ্বের সর্ববৃহৎ এই ফিল্ম স্টুডিও কমপ্লেক্সের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন তাঁরা (South Korean Ambassador Chang Jae Bok take a tour of Ramoji Film City) । শুটিংয়ের অত্যাধুনিক ব্যবস্থা থেকে বিভিন্ন লোকেশন- সবই দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা ।

আরও পড়ুন: তেরঙা তুললেন রামোজি রাও, স্বাধীনতা উদযাপনে মাতল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি

শুটিংয়ের বিভিন্ন স্তরে বিভিন্ন জিনিসের প্রয়োজন পরে। প্রতিটি কাজ ভালো ভাবে শেষ করতে দরকার হয় অভিজ্ঞতা এবং দক্ষতার । পাশাপাশি পরিকাঠামো ভালো হওয়াও একান্ত দরকার । সেদিক থেকে এই ফিল্ম সিটিতে (Ramoji Film City) একই ছাদের তলায় সমস্ত ব্যবস্থা দেখে খুশি প্রতিনিধি দলের সদস্যরা । প্রোডাকশনের সঙ্গে জড়িত বিভিন্ন জিনিস খতিয়ে দেখার পাশাপাশি 'মায়া'-তেও যান রাষ্ট্রদূত । সেটের নকশা তৈরি থেকে শুরু করে সাজসজ্জার কাজ হয় এখানে। বড় পর্দা বা ছোট পর্দায় যে সমস্ত দৃশ্য দেখে আমরা উচ্ছ্বসিত হই তারই সাজসজ্জার কাজ হয় 'মায়া'-য়। এসব দেখে স্বভাবকই খুশি রাষ্ট্রদূত ।

রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওয়ের সঙ্গেও দেখা করেন রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন গু জাং হিউন, রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর বিজয়েশ্বরী চেরিকুরি এবং ডিরেক্টর সোহানা চেরিকুরি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.