ETV Bharat / bharat

Maharashtra Political Crisis: আজই মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্রর, ডেপুটি শিন্ডে ! - সঙ্গে শপথ ডেপুটি শিণ্ডের

আবারও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে (Next Chief Minister of Maharashtra) ফিরতে চলেছেন বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) ৷ দলীয় সূত্রে দাবি, মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) কাটাতে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি ৷ একইসঙ্গে, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে (Eknath Shinde) ৷

sources claim Devendra Fadnavis likely to be Next Chief Minister of Maharashtra
Maharashtra Political Crisis: শুক্রেই মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্রর, সঙ্গে শপথ ডেপুটি শিণ্ডের !
author img

By

Published : Jun 30, 2022, 2:03 PM IST

Updated : Jun 30, 2022, 4:02 PM IST

মুম্বই, 30 জুন: মহারাষ্ট্রে তৈরি হওয়া রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) কি এ বার ক্লাইম্য়াক্সের পথে ? বিজেপি সূত্রে অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ সেই সূত্রের দাবি, বৃহস্পতিবারই মহারাষ্ট্রের 20তম মুখ্যমন্ত্রী (Next Chief Minister of Maharashtra) হিসাবে ক্ষমতায় ফিরছেন বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) ৷ সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি ৷ তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী নেতা তথা বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde) ৷ বৃহস্পতিবারই গোয়া থেকে মুম্বই ফিরেছেন তিনি ৷ এ দিনই রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর ৷ উল্লেখ্য, গেরুয়া শিবিরের এই তৎপরতা শুরু হওয়ার আগে বুধবারই রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র পেশ করেছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷

বৃহস্পতিবার দুপুর 12টা 20 মিনিটে বিমানে গোয়া থেকে মুম্বই ফেরেন একনাথ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর তরফে থাকা বাকি বিদ্রোহী বিধায়করা গোয়ার রিসর্টেই রয়েছেন ৷ উল্লেখ্য, বুধবার রাতেই তাঁরা ওই রিসর্টে এসে ওঠেন ৷

আরও পড়ুন: Maha Political Crisis: আস্থাভোট নয় মহারাষ্ট্রে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী কি ফড়নবিশ ? বাড়ছে জল্পনা

শিন্ডে শিবিরের দাবি ছিল, বৃহস্পতিবারই মহারাষ্ট্র বিধানসভায় আস্থার ভোটের মুখোমুখি হতে হবে উদ্ধবকে ৷ কিন্তু, উদ্ধব শিবিরের তাতে ঘোরতর আপত্তি ছিল ৷ এ নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় তারা ৷ তবে, শীর্ষ আদালত জানিয়ে দেয়, বৃহস্পতিবার আস্থাভোট হলে আইনত কোনও বাধা নেই ৷ এরপর রাতেই ইস্তফা দেন উদ্ধব ৷ ফলে আস্থা ভোটের আর কোনও প্রয়োজন নেই, প্রয়োজন নেই বিধানসভায় বিশেষ কোনও অধিবেশন বসানোরও ৷

অন্যদিকে, এ দিন দুপুরেই বিজেপি-র কোর কমিটির সদস্যরা মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন ৷ আগামী দিনে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ সূত্রের খবর, শিন্ডে শিবিরের বিদ্রোহী বিধায়করা মুম্বই পৌঁছলে এদিনই তাঁদের সঙ্গে বৈঠক করবেন বিজেপি-র কোর কমিটির সদস্যরা ৷ এরপর, রাতের মধ্যে দেবেন্দ্র ফড়ণবীসও রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন ৷

মুম্বই, 30 জুন: মহারাষ্ট্রে তৈরি হওয়া রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) কি এ বার ক্লাইম্য়াক্সের পথে ? বিজেপি সূত্রে অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ সেই সূত্রের দাবি, বৃহস্পতিবারই মহারাষ্ট্রের 20তম মুখ্যমন্ত্রী (Next Chief Minister of Maharashtra) হিসাবে ক্ষমতায় ফিরছেন বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) ৷ সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি ৷ তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী নেতা তথা বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde) ৷ বৃহস্পতিবারই গোয়া থেকে মুম্বই ফিরেছেন তিনি ৷ এ দিনই রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর ৷ উল্লেখ্য, গেরুয়া শিবিরের এই তৎপরতা শুরু হওয়ার আগে বুধবারই রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র পেশ করেছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷

বৃহস্পতিবার দুপুর 12টা 20 মিনিটে বিমানে গোয়া থেকে মুম্বই ফেরেন একনাথ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর তরফে থাকা বাকি বিদ্রোহী বিধায়করা গোয়ার রিসর্টেই রয়েছেন ৷ উল্লেখ্য, বুধবার রাতেই তাঁরা ওই রিসর্টে এসে ওঠেন ৷

আরও পড়ুন: Maha Political Crisis: আস্থাভোট নয় মহারাষ্ট্রে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী কি ফড়নবিশ ? বাড়ছে জল্পনা

শিন্ডে শিবিরের দাবি ছিল, বৃহস্পতিবারই মহারাষ্ট্র বিধানসভায় আস্থার ভোটের মুখোমুখি হতে হবে উদ্ধবকে ৷ কিন্তু, উদ্ধব শিবিরের তাতে ঘোরতর আপত্তি ছিল ৷ এ নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় তারা ৷ তবে, শীর্ষ আদালত জানিয়ে দেয়, বৃহস্পতিবার আস্থাভোট হলে আইনত কোনও বাধা নেই ৷ এরপর রাতেই ইস্তফা দেন উদ্ধব ৷ ফলে আস্থা ভোটের আর কোনও প্রয়োজন নেই, প্রয়োজন নেই বিধানসভায় বিশেষ কোনও অধিবেশন বসানোরও ৷

অন্যদিকে, এ দিন দুপুরেই বিজেপি-র কোর কমিটির সদস্যরা মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন ৷ আগামী দিনে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ সূত্রের খবর, শিন্ডে শিবিরের বিদ্রোহী বিধায়করা মুম্বই পৌঁছলে এদিনই তাঁদের সঙ্গে বৈঠক করবেন বিজেপি-র কোর কমিটির সদস্যরা ৷ এরপর, রাতের মধ্যে দেবেন্দ্র ফড়ণবীসও রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন ৷

Last Updated : Jun 30, 2022, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.