ETV Bharat / bharat

Soumitra attacks Elites of Bengal : ‘চোখে কন্ডোম পরেছেন বুদ্ধিজীবীরা’, সৌমিত্র খাঁ'য়ের পোস্টে শুরু বিতর্ক - চোখে কন্ডোম পরেছেন বুদ্ধিজীবীরা

রামপুরহাটের এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য ৷ সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আশ্চর্যজনকভাবে এই ঘটনায় এখনও নিরব বাংলার বুদ্ধিজীবীমহল ৷ তাঁদের বিঁধতে গিয়েই বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan attacks Elites of Bengal) ।

Soumitra Khan attacks Elites of Bengal
বাংলার বুদ্ধিজীবীমহলকে বিঁধতে গিয়েই বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
author img

By

Published : Mar 23, 2022, 9:03 PM IST

কলকাতা, 23 মার্চ : উপপ্রধানকে খুন ৷ তারপর প্রায় 10টি বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং 12 জনের মৃত্যু (যদিও পুলিশের দাবি, সংখ্যাটা 8) ৷ রামপুরহাটের এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য ৷ যা নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী ৷ আশ্চর্যজনকভাবে এই ঘটনায় এখনও নিরব বাংলার বুদ্ধিজীবীমহল ৷ এই ইস্যুতেই এবার তাঁদের বিঁধলেন সৌমিত্র খাঁ ৷ সোশ্যাল মিডিয়ায় কার্যত কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ ।

রামপুুরহাট হত্যাকাণ্ডে বাংলার বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে সরব হয়েছে বিজেপি । বাম আমলে নন্দীগ্রাম-সহ একাধিক ইস্যুতে রাস্তায় নেমে নামতে দেখা গিয়েছে বুদ্ধিজীবীদের । কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি তাঁদের তরফে ৷ যা নিয়ে নেট মাধ্যমে আলোচনা, সমালোচনার অন্ত নেই ৷ বুধবার সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খাঁ বুদ্ধিজীবীদের একহাত নেন ৷ যদিও তাঁর পোস্টটি-কে অনেকেই কুরুচিকর বলে আখ্যা দিয়েছেন ৷ অনেকের মতে সমালোচনা করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ ৷ তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন : Modi on Rampurhat Massacre : ‘জঘন্যতম অপরাধ’, রামপুরহাট হত্যাকাণ্ডে সরব প্রধানমন্ত্রী

বুদ্ধিজীবিদের নীরবতা নিয়ে সরব হলেও সৌমিত্র খাঁ'য়ের এই বিতর্কিত পোস্টকে অবশ্য সমর্থন করছে না গেরুয়াশিবিরও ৷ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সৌমিত্র খাঁ'র বক্তব্যকে দল সমর্থন করে না । তবে এটাও ঠিক বুদ্ধিজীবীরা প্রতিবাদ করবে কীভাবে ? কারণ ওরা তৃণমূলের থেকে সমস্ত রকম সুবিধা পায় ৷’’

কলকাতা, 23 মার্চ : উপপ্রধানকে খুন ৷ তারপর প্রায় 10টি বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং 12 জনের মৃত্যু (যদিও পুলিশের দাবি, সংখ্যাটা 8) ৷ রামপুরহাটের এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য ৷ যা নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী ৷ আশ্চর্যজনকভাবে এই ঘটনায় এখনও নিরব বাংলার বুদ্ধিজীবীমহল ৷ এই ইস্যুতেই এবার তাঁদের বিঁধলেন সৌমিত্র খাঁ ৷ সোশ্যাল মিডিয়ায় কার্যত কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ ।

রামপুুরহাট হত্যাকাণ্ডে বাংলার বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে সরব হয়েছে বিজেপি । বাম আমলে নন্দীগ্রাম-সহ একাধিক ইস্যুতে রাস্তায় নেমে নামতে দেখা গিয়েছে বুদ্ধিজীবীদের । কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি তাঁদের তরফে ৷ যা নিয়ে নেট মাধ্যমে আলোচনা, সমালোচনার অন্ত নেই ৷ বুধবার সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খাঁ বুদ্ধিজীবীদের একহাত নেন ৷ যদিও তাঁর পোস্টটি-কে অনেকেই কুরুচিকর বলে আখ্যা দিয়েছেন ৷ অনেকের মতে সমালোচনা করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ ৷ তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন : Modi on Rampurhat Massacre : ‘জঘন্যতম অপরাধ’, রামপুরহাট হত্যাকাণ্ডে সরব প্রধানমন্ত্রী

বুদ্ধিজীবিদের নীরবতা নিয়ে সরব হলেও সৌমিত্র খাঁ'য়ের এই বিতর্কিত পোস্টকে অবশ্য সমর্থন করছে না গেরুয়াশিবিরও ৷ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সৌমিত্র খাঁ'র বক্তব্যকে দল সমর্থন করে না । তবে এটাও ঠিক বুদ্ধিজীবীরা প্রতিবাদ করবে কীভাবে ? কারণ ওরা তৃণমূলের থেকে সমস্ত রকম সুবিধা পায় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.