ETV Bharat / bharat

বাধ্যতামূলক আরটি-পিসিআর, ব্রিটেন থেকে আগত যাত্রীদের জন্য এসওপি জারি

author img

By

Published : Dec 22, 2020, 3:52 PM IST

বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে । যদি কারও শরীরে কোরোনার হদিস মেলে তবে তাঁদের স্পাইক জিন-বেসড আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে ।

New variant of COVID
প্রতীকী ছবি

দিল্লি, 22 ডিসেম্বর : নতুন বছর শুরুর আগে ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে কোরোনা । ব্রিটেনে কোরোনার নতুন এক ধরনের স্ট্রেনের হদিস মিলেছে । ইতিমধ্যেই সেখানকার একাধিক শহরে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে । কোরোনার নতুন স্ট্রেনকে রুখতে তৎপরতা শুরু হয়ে গেছে ভারতেও । আগামীকাল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে সমস্ত উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার ব্রিটেন থেকে আগত যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করল কেন্দ্র ।

আগত প্রত্যেক বিমানযাত্রীকে অবতরণের সঙ্গে সঙ্গে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে । যাঁদের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মিলবে, তাঁদের পৃথক আইসোলেশনে পাঠানো হবে । যে যাত্রীর শরীরে ভাইরাসের হদিস পাওয়া যাবে, তাঁর সহযাত্রীদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে কোয়ারানটিন সেন্টারে থাকতে হবে ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলে বলা হয়েছে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল আশঙ্কা করছে ভাইরাসের এই নতুন স্ট্রেন আগের তুলনায় আরও দ্রুত সংক্রমিত হতে পারে । তুলনামূলকভাবে কমবয়সিদের ক্ষেত্রে সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল ।

স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই স্ট্রেনটিতে 17টি পরিবর্তন লক্ষ্য করা গেছে । সবথেকে বড় যে পরিবর্তনটি এসেছে তা হল এটির সংক্রমণ ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি এবং একজনের থেকে অন্যের শরীরে আরও সহজে ছড়িয়ে পড়তে পারে ।"

আরও পড়ুন : উদ্বেগ বাড়িয়ে লন্ডন থেকে কলকাতায় ফেরা দুই যাত্রীর শরীরে মিলল কোভিড-19

এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে বা ব্রিটেনের কোনও বিমানবন্দর হয়ে যে সকল যাত্রী ভারতে এসেছেন তাঁদের সকলের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করেছে কেন্দ্র । শেষ চার সপ্তাহ অর্থাৎ, 25 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত আগত বিমানযাত্রীদের ক্ষেত্রে এই এসওপি প্রযোজ্য হবে ।

এই সময়ের মধ্যে আগত প্রত্যেক যাত্রীকে তাঁদের শেষ 14 দিনের ট্রাভেল হিস্ট্রি জানাতে হবে । একটি সেল্ফ ডিক্লেয়ারেশন ফর্ম পূরণ করতে হবে । বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে । যদি কারও শরীরে কোরোনার হদিস মেলে তবে তাঁদের স্পাইক জিন-বেসড আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে ।

যদি দেখা যায়, তাঁর শরীরে পুরানো ভাইরাস রয়েছে, তাহলে বর্তমানে যে পদ্ধতিতে চিকিৎসা চলছে সেভাবেই চলবে । সেক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থার ভিত্তিতে হোম আইসোলেশনে বা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে ।

দিল্লি, 22 ডিসেম্বর : নতুন বছর শুরুর আগে ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে কোরোনা । ব্রিটেনে কোরোনার নতুন এক ধরনের স্ট্রেনের হদিস মিলেছে । ইতিমধ্যেই সেখানকার একাধিক শহরে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে । কোরোনার নতুন স্ট্রেনকে রুখতে তৎপরতা শুরু হয়ে গেছে ভারতেও । আগামীকাল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে সমস্ত উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার ব্রিটেন থেকে আগত যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করল কেন্দ্র ।

আগত প্রত্যেক বিমানযাত্রীকে অবতরণের সঙ্গে সঙ্গে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে । যাঁদের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মিলবে, তাঁদের পৃথক আইসোলেশনে পাঠানো হবে । যে যাত্রীর শরীরে ভাইরাসের হদিস পাওয়া যাবে, তাঁর সহযাত্রীদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে কোয়ারানটিন সেন্টারে থাকতে হবে ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলে বলা হয়েছে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল আশঙ্কা করছে ভাইরাসের এই নতুন স্ট্রেন আগের তুলনায় আরও দ্রুত সংক্রমিত হতে পারে । তুলনামূলকভাবে কমবয়সিদের ক্ষেত্রে সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল ।

স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই স্ট্রেনটিতে 17টি পরিবর্তন লক্ষ্য করা গেছে । সবথেকে বড় যে পরিবর্তনটি এসেছে তা হল এটির সংক্রমণ ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি এবং একজনের থেকে অন্যের শরীরে আরও সহজে ছড়িয়ে পড়তে পারে ।"

আরও পড়ুন : উদ্বেগ বাড়িয়ে লন্ডন থেকে কলকাতায় ফেরা দুই যাত্রীর শরীরে মিলল কোভিড-19

এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে বা ব্রিটেনের কোনও বিমানবন্দর হয়ে যে সকল যাত্রী ভারতে এসেছেন তাঁদের সকলের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করেছে কেন্দ্র । শেষ চার সপ্তাহ অর্থাৎ, 25 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত আগত বিমানযাত্রীদের ক্ষেত্রে এই এসওপি প্রযোজ্য হবে ।

এই সময়ের মধ্যে আগত প্রত্যেক যাত্রীকে তাঁদের শেষ 14 দিনের ট্রাভেল হিস্ট্রি জানাতে হবে । একটি সেল্ফ ডিক্লেয়ারেশন ফর্ম পূরণ করতে হবে । বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে । যদি কারও শরীরে কোরোনার হদিস মেলে তবে তাঁদের স্পাইক জিন-বেসড আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে ।

যদি দেখা যায়, তাঁর শরীরে পুরানো ভাইরাস রয়েছে, তাহলে বর্তমানে যে পদ্ধতিতে চিকিৎসা চলছে সেভাবেই চলবে । সেক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থার ভিত্তিতে হোম আইসোলেশনে বা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.