মোগা (পঞ্জাব), 10 জানুয়ারি : রাজনীতির ময়দানে নেমে পড়লেন অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ ৷ সোমবার তিনি যোগ দিলেন কংগ্রেসে (sonu sood sister malvika sood joins congress ahead of punjab assembly election) ৷ এদিন পঞ্জাবের মোগায় কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধু ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির উপস্থিতিতে তিনি হাত শিবিরে যোগদান করেন ৷
তাঁকে দলে নিয়ে উচ্ছ্বসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM Charanjit Singh Channi welcomes Malvika Sood in Congress) ৷ তিনি বলেন, ‘‘এক ভাল পরিবারের সদস্য আমাদের দলে আসা সত্যিই সৌভাগ্যের বিষয় ৷’’ অন্যদিকে নভজ্যোত সিং সিধু বলেন, ‘‘সারা বিশ্বে মানবিকতার নজির গড়েছেন সোনু সুদ ৷ আজ তাঁর পরিবারের সদস্য আমাদের সঙ্গে যুক্ত হলেন ৷ তিনি একজন শিক্ষিত মহিলা ৷’’
শনিবার উত্তর প্রদেশ-সহ চার রাজ্যের সঙ্গেই পঞ্জাবের বিধানসভা ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ পঞ্জাবে এক দফাতেই ভোট হবে ৷ ভোটগ্রহণ আগামী 14 ফেব্রুয়ারি ৷ ভোট গণনা মার্চের 10 তারিখ ৷
তার আগে সোনু সুদের বোনের কংগ্রেসে যোগদান পঞ্জাবের রাজনীতিতে গেম চেঞ্জার হবে বলে মনে করেন সিধু (Punjab Congress Chief Navjot Singh Sidhu welcomes Malvika Sood in Congress) ৷ অন্যদিকে মালবিকা সুদ জানান, সাধারণ মানুষের সেবা করার জন্যই তিনি রাজনীতিতে যোগদান করলেন ৷
মোগায় সোনু সুদের পৈতৃক বাড়ি ৷ সেখানে সোনুও উপস্থিত ছিলেন ৷ তাঁর সঙ্গে দেখা করেন সিধু ও চন্নি ৷ কারও যোগদানের আগে তাঁর বাড়িতে এভাবে কোনও রাজনৈতিক দলের সভাপতি ও মুখ্যমন্ত্রীর যাওয়া বিরল বলেই ব্যাখ্যা করেছেন সিধু ৷ এদিকে বাড়িতে সিধু ও চন্নির সঙ্গে দেখা করলেও যোগদানের সময় উপস্থিত ছিলেন না সোনু ৷
-
Welcoming Malvika Sood Sachar, sister of Social Worker & Actor, @SonuSood , into the party-fold. I am sure Malvika will serve the people with full honesty and integrity and help spread the message of the Congress party at the grass-root level.#SonuSoodWithCongress pic.twitter.com/yqxXV8hHCP
— Charanjit S Channi (@CHARANJITCHANNI) January 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Welcoming Malvika Sood Sachar, sister of Social Worker & Actor, @SonuSood , into the party-fold. I am sure Malvika will serve the people with full honesty and integrity and help spread the message of the Congress party at the grass-root level.#SonuSoodWithCongress pic.twitter.com/yqxXV8hHCP
— Charanjit S Channi (@CHARANJITCHANNI) January 10, 2022Welcoming Malvika Sood Sachar, sister of Social Worker & Actor, @SonuSood , into the party-fold. I am sure Malvika will serve the people with full honesty and integrity and help spread the message of the Congress party at the grass-root level.#SonuSoodWithCongress pic.twitter.com/yqxXV8hHCP
— Charanjit S Channi (@CHARANJITCHANNI) January 10, 2022
গত বছর নভেম্বরে সোনু ঘোষণা করেছিলেন যে, তাঁর বোন মালবিকা রাজনীতিতে যোগদান করবেন ৷ আর পঞ্জাবের ভোটেও লড়াই করবেন ৷ এদিকে সোনুকে পঞ্জাব সরকার আইকন হিসেবে ঘোষণা করেছিল ৷ ভোটের আগে সেখান থেকে সরে এলেন সোনু নিজে ৷
আরও পড়ুন : Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু
প্রসঙ্গত, করোনা মহামারীতে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু ৷ বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন ৷ বহু মানুষের চিকিৎসার খরচ দিয়েছেন ৷ তাই তাঁর বোনকে দলে কংগ্রেস সেই মানবিকতার নজিরের সুফল নিজেদের দিকে টানতে পারে কি না, সেটাই দেখার !