ETV Bharat / bharat

Sonia Gandhi : এবার বিরোধীদের একজোট করতে ডিনার পার্টি সোনিয়া গান্ধির - বিজেপি বিরোধী নেতা

এবার বিজেপি বিরোধীদের একজোট করতে ডিনার পার্টির আয়োজন করতে চলেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেখানে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হবে বলে সূত্রের খবর ৷

sonia-gandhi-to-invite-opposition-leaders-for-dinner-party-sources
Sonia Gandhi : বিজেপি বিরোধীদের নিয়ে ডিনার পার্টি আয়োজন করছেন সোনিয়া গান্ধি
author img

By

Published : Aug 12, 2021, 2:06 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট : বিজেপি (BJP) বিরোধীদের একজোট করতে এবার উদ্যোগী হলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে, বিজেপি বিরোধী নেতাদের (Opposition Leaders) নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন হতে চলেছে সোনিয়া গান্ধির তরফে ৷ সেখানে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হবে ৷

সংসদে বাদল অধিবেশনের (Monsoon Session) শুরু থেকেই বিরোধীদের খুব সক্রিয়ভাবে দেখা যাচ্ছে ৷ রোজই সংসদ অচল করে রেখেছে বিরোধীরা ৷ একদিকে পেগাসাস (Pegasus Spyware) নিয়ে তদন্তের দাবিতে সরব তারা ৷ অন্যদিকে কেন্দ্রের তৈরি করা তিনটি কৃষি আইন (Farm Laws) বাতিলের দাবি তুলেছে তারা ৷ এই পরিস্থিতিতে রোজই দফা দফায় বন্ধ হয়েছে অধিবেশন ৷ বৃহস্পতিবার বিরোধী নেতাদের একটি দল রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর (Venkaiah Naidu) সঙ্গে দেখা করে ৷

আরও পড়ুন : Twitter on Congress : নিয়মভঙ্গের অভিযোগ, ব্লক করা হল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল

সংসদে বাদল অধিবেশন মুলতবি করা এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এদিন বিরোধী নেতারা বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রাও করেন ৷ সেখানে অন্তত 15টি দলের নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই 15টি দলের তালিকায় রয়েছে, ডিএমকে (DMK), তৃণমূল কংগ্রেস (TMC), সমাজবাদী পার্টি (SP), শিবসেনা (Shiv Sena), ন্যাশনাল কনফারেন্স (National Conference), সিপিএম (CPM), সিপিআই (CPI), রাষ্ট্রীয় জনতা দল (RJD), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML), আম আদমি পার্টি (AAP), আরএসপি (RSP), ভিসিকে (VCK), কেরল কংগ্রেস (মনি) (Kerala Congress Mani) এবং লোকতান্ত্রিক জনতা দল (LJD) ৷

বুধবার ধ্বনি ভোটে রাজ্যসভায় পাস হয়ে যায় বিমা বিল ৷ তার পর মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে ৷ ওই বিল রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ তিনিই ওই বিল পাস করানোর আবেদন জানান ৷ সেই সময় বিরোধীরা সংসদের উচ্চকক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় ৷ তাদের কাগজ ছিঁড়তেও দেখা যায় ৷

আরও পড়ুন : Opposition leaders march: কৃষি আইন বাতিলের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ বিরোধীদের

সেই সময় রাজ্যসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে বিরোধীরা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র (NCP) সুপ্রিমো শরদ পাওয়ারের (Sharad Pawar) অভিযোগ, রাজ্যসভায় মহিলা সাংসদরা আক্রান্ত হয়েছেন ৷ বাইরে থেকে অন্তত 40 জন পুরুষ ও মহিলাকে আনা হয়েছিল বিরোধীদের নিয়ন্ত্রণ করার জন্য ৷

তাই এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধির ডাকা ডিনার পার্টির যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ তবে সেখানে কারা উপস্থিত হবেন, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে ৷ কারণ, ইদানীং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) ডাকা বৈঠক অনেক বিরোধী নেতা উপস্থিত থাকছেন না ৷ আবার কপিল সিব্বলের বাসভবনের পার্টিতে প্রায় সকলেই উপস্থিত ছিলেন ৷ তাই নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে বিরোধীদের ঐক্য কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷

আরও পড়ুন : Adhir Chowdhury : বিরোধীদের খাটো করতেই সময়ের আগে শেষ লোকসভা, কেন্দ্রকে তোপ অধীরের

নয়াদিল্লি, 12 অগস্ট : বিজেপি (BJP) বিরোধীদের একজোট করতে এবার উদ্যোগী হলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে, বিজেপি বিরোধী নেতাদের (Opposition Leaders) নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন হতে চলেছে সোনিয়া গান্ধির তরফে ৷ সেখানে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হবে ৷

সংসদে বাদল অধিবেশনের (Monsoon Session) শুরু থেকেই বিরোধীদের খুব সক্রিয়ভাবে দেখা যাচ্ছে ৷ রোজই সংসদ অচল করে রেখেছে বিরোধীরা ৷ একদিকে পেগাসাস (Pegasus Spyware) নিয়ে তদন্তের দাবিতে সরব তারা ৷ অন্যদিকে কেন্দ্রের তৈরি করা তিনটি কৃষি আইন (Farm Laws) বাতিলের দাবি তুলেছে তারা ৷ এই পরিস্থিতিতে রোজই দফা দফায় বন্ধ হয়েছে অধিবেশন ৷ বৃহস্পতিবার বিরোধী নেতাদের একটি দল রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর (Venkaiah Naidu) সঙ্গে দেখা করে ৷

আরও পড়ুন : Twitter on Congress : নিয়মভঙ্গের অভিযোগ, ব্লক করা হল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল

সংসদে বাদল অধিবেশন মুলতবি করা এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এদিন বিরোধী নেতারা বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রাও করেন ৷ সেখানে অন্তত 15টি দলের নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই 15টি দলের তালিকায় রয়েছে, ডিএমকে (DMK), তৃণমূল কংগ্রেস (TMC), সমাজবাদী পার্টি (SP), শিবসেনা (Shiv Sena), ন্যাশনাল কনফারেন্স (National Conference), সিপিএম (CPM), সিপিআই (CPI), রাষ্ট্রীয় জনতা দল (RJD), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML), আম আদমি পার্টি (AAP), আরএসপি (RSP), ভিসিকে (VCK), কেরল কংগ্রেস (মনি) (Kerala Congress Mani) এবং লোকতান্ত্রিক জনতা দল (LJD) ৷

বুধবার ধ্বনি ভোটে রাজ্যসভায় পাস হয়ে যায় বিমা বিল ৷ তার পর মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে ৷ ওই বিল রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ তিনিই ওই বিল পাস করানোর আবেদন জানান ৷ সেই সময় বিরোধীরা সংসদের উচ্চকক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় ৷ তাদের কাগজ ছিঁড়তেও দেখা যায় ৷

আরও পড়ুন : Opposition leaders march: কৃষি আইন বাতিলের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ বিরোধীদের

সেই সময় রাজ্যসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে বিরোধীরা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র (NCP) সুপ্রিমো শরদ পাওয়ারের (Sharad Pawar) অভিযোগ, রাজ্যসভায় মহিলা সাংসদরা আক্রান্ত হয়েছেন ৷ বাইরে থেকে অন্তত 40 জন পুরুষ ও মহিলাকে আনা হয়েছিল বিরোধীদের নিয়ন্ত্রণ করার জন্য ৷

তাই এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধির ডাকা ডিনার পার্টির যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ তবে সেখানে কারা উপস্থিত হবেন, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে ৷ কারণ, ইদানীং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) ডাকা বৈঠক অনেক বিরোধী নেতা উপস্থিত থাকছেন না ৷ আবার কপিল সিব্বলের বাসভবনের পার্টিতে প্রায় সকলেই উপস্থিত ছিলেন ৷ তাই নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে বিরোধীদের ঐক্য কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷

আরও পড়ুন : Adhir Chowdhury : বিরোধীদের খাটো করতেই সময়ের আগে শেষ লোকসভা, কেন্দ্রকে তোপ অধীরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.