ETV Bharat / bharat

Sonia-PK Meeting on Gujarat Poll : গুজরাতের ভোট নিয়ে সোনিয়ার ডাকা কংগ্রেসের বৈঠকে হাজির প্রশান্ত কিশোর - Poll Strategist Prashant Kishor

2022 সালের শেষের দিকে গুজরাতের বিধানসভা নির্বাচন হবে ৷ শনিবার সেই ভোট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ বৈঠকে কংগ্রেসের হেভিওয়েট নেতার সঙ্গে হাজির ছিলেন প্রশান্ত কিশোরও (Prashant Kishor role Congress Gujarat deal) ৷

sonia gandhi discuss gujarat poll strategy with prashant kishor and other senior leaders
Sonia-PK Meeting on Gujarat Poll : গুজরাতের ভোট নিয়ে সোনিয়ার ডাকা কংগ্রেসের বৈঠকে হাজির প্রশান্ত কিশোর
author img

By

Published : Apr 16, 2022, 3:34 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল : চলতি বছরের শেষের দিকে গুজরাত বিধানসভা নির্বাচন হবে ৷ সেই ভোটে কংগ্রেসের রণকৌশল কী হবে, তা নিয়ে শনিবার প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করলেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi discuss Gujarat Poll strategy with Prashant Kishor and other senior leaders) ৷ 10 জনপথে হওয়া সেই বৈঠকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও (Congress MP Rahul Gandhi) উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন কেসি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, অম্বিকা সোনি ও দ্বিগ্বিজয় সিং-এর মতো হেভিওয়েট কংগ্রেস নেতারা ৷

এর আগে 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রণকৌশল নির্ধারণের দায়িত্ব ছিল প্রশান্ত কিশোরের (Poll Strategist Prashant Kishor) হাতে ৷ কিন্তু সেই ভোটে কংগ্রেস পর্যুদস্ত হওয়ার পর তাঁর সঙ্গে রাহুল-সোনিয়াদের দূরত্ব তৈরি হয় ৷ সেই দূরত্ব মেটার ইঙ্গিত গত বছর পাওয়া গিয়েছিল ৷ কারণ, রাহুল-প্রিয়াঙ্কাদের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত ৷ কংগ্রেসে যোগদানের ইচ্ছাও প্রকাশ করেন ৷

কিন্তু তার পর বিষয়টি আর এগোয়নি ৷ কংগ্রেসের অন্দরে প্রশান্ত কিশোরকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় ৷ কিন্তু এখন গুজরাতের ভোটের রণকৌশল নির্ধারণের দায়িত্ব প্রশান্ত কিশোরের উপর কংগ্রেস দিতে চায় বলে খবর ৷ আর সেই কারণেই শনিবার তিনি সোনিয়ার বাসভবনে কংগ্রেসের ওই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করেন (Prashant Kishor role Congress Gujarat deal) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2017 সালে গুজরাতে বিজেপির বিরুদ্ধে ভাল লড়াই করেছিল কংগ্রেস ৷ কিন্তু বিজেপিকে হারিয়ে সরকার গড়তে সক্ষম হয়নি ৷ কিন্তু এবার তাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয় ৷ ওই রাজ্যে এবার পা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ দিনকয়েক আগে কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী আপের ভগবন্ত মান গুজরাতে বড় মিছিলও করে এসেছেন ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই বিষয়টি বুঝতে পেরেই কংগ্রেস এখন থেকে আটঘাট বেঁধে নামতে চাইছে (Gujarat Assembly poll Congress strategy) ৷ সেই কারণেই প্রশান্ত কিশোরকে দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে ৷ এখন দেখার যে প্রশান্ত কিশোর কংগ্রেসের সঙ্গে শুধু একজন ভোট-কৌশলী হিসেবে কাজ করেন, নাকি সরাসরি রাহুল-সোনিয়াদের হাত ধরে বিজেপিকে চ্যালেঞ্জ করেন !

আরও পড়ুন : Prashant Kishor Attacks Congress : নেতা হওয়া কারও ঐশ্বরিক অধিকার হতে পারে না, কংগ্রেসকে আক্রমণ প্রশান্তর

নয়াদিল্লি, 16 এপ্রিল : চলতি বছরের শেষের দিকে গুজরাত বিধানসভা নির্বাচন হবে ৷ সেই ভোটে কংগ্রেসের রণকৌশল কী হবে, তা নিয়ে শনিবার প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করলেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi discuss Gujarat Poll strategy with Prashant Kishor and other senior leaders) ৷ 10 জনপথে হওয়া সেই বৈঠকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও (Congress MP Rahul Gandhi) উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন কেসি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, অম্বিকা সোনি ও দ্বিগ্বিজয় সিং-এর মতো হেভিওয়েট কংগ্রেস নেতারা ৷

এর আগে 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রণকৌশল নির্ধারণের দায়িত্ব ছিল প্রশান্ত কিশোরের (Poll Strategist Prashant Kishor) হাতে ৷ কিন্তু সেই ভোটে কংগ্রেস পর্যুদস্ত হওয়ার পর তাঁর সঙ্গে রাহুল-সোনিয়াদের দূরত্ব তৈরি হয় ৷ সেই দূরত্ব মেটার ইঙ্গিত গত বছর পাওয়া গিয়েছিল ৷ কারণ, রাহুল-প্রিয়াঙ্কাদের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত ৷ কংগ্রেসে যোগদানের ইচ্ছাও প্রকাশ করেন ৷

কিন্তু তার পর বিষয়টি আর এগোয়নি ৷ কংগ্রেসের অন্দরে প্রশান্ত কিশোরকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় ৷ কিন্তু এখন গুজরাতের ভোটের রণকৌশল নির্ধারণের দায়িত্ব প্রশান্ত কিশোরের উপর কংগ্রেস দিতে চায় বলে খবর ৷ আর সেই কারণেই শনিবার তিনি সোনিয়ার বাসভবনে কংগ্রেসের ওই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করেন (Prashant Kishor role Congress Gujarat deal) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2017 সালে গুজরাতে বিজেপির বিরুদ্ধে ভাল লড়াই করেছিল কংগ্রেস ৷ কিন্তু বিজেপিকে হারিয়ে সরকার গড়তে সক্ষম হয়নি ৷ কিন্তু এবার তাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয় ৷ ওই রাজ্যে এবার পা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ দিনকয়েক আগে কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী আপের ভগবন্ত মান গুজরাতে বড় মিছিলও করে এসেছেন ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই বিষয়টি বুঝতে পেরেই কংগ্রেস এখন থেকে আটঘাট বেঁধে নামতে চাইছে (Gujarat Assembly poll Congress strategy) ৷ সেই কারণেই প্রশান্ত কিশোরকে দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে ৷ এখন দেখার যে প্রশান্ত কিশোর কংগ্রেসের সঙ্গে শুধু একজন ভোট-কৌশলী হিসেবে কাজ করেন, নাকি সরাসরি রাহুল-সোনিয়াদের হাত ধরে বিজেপিকে চ্যালেঞ্জ করেন !

আরও পড়ুন : Prashant Kishor Attacks Congress : নেতা হওয়া কারও ঐশ্বরিক অধিকার হতে পারে না, কংগ্রেসকে আক্রমণ প্রশান্তর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.