দিল্লি, 11 জানুয়ারি : নয়া কৃষি আইন নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে ময়দানে নামলেন সোনিয়া গান্ধি। সূত্রের খবর, তিনি সব বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। যেখানে তিনটি নয়া কৃষি আইনের বিরুদ্ধে ‘যৌথ কর্মসূচি’ নেওয়ার পরামর্শ দিয়েছেন সোনিয়া গান্ধি। ইতিমধ্যে এদিন কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছে শীর্ষ আদালত।
এদিন কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, তারা কয়েকদিনের মধ্যে একটি বুকলেট প্রকাশ করবে। সেখানে কৃষি আইনের কোন বিষয়ে এবং কেন কৃষকদের আপত্তি তা তুলে ধরা হবে। এমনকী আইনের পিছনে বিজেপি সরকারের উদ্দেশ্যও সেখানে তুলে ধরবে কংগ্রেস।
ইতিমধ্যে কৃষকদের প্রতি কংগ্রেস তাদের সমর্থনের কথা জানিয়েছে। আর সেই কারণে, আগামী 15 জানুয়ারি ‘কিষান অধিকার দিবস’ পালন করবে কংগ্রেস। সব রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতারা রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হবেন।
ইতিমধ্যে, ইউপিএ-র প্রতিনিধি হিসেবে শরদ পাওয়ার বাম নেতা সীতারাম ইয়েচুরি এবং ডি রাজার সঙ্গে আলোচনা করেছেন। যেখানে বামেরা জানিয়েছে, কৃষকদের অবস্থান অনুযায়ী, তাঁদের নীতি নির্ধারণ করা হবে।