ETV Bharat / bharat

J-K Shopian Blast : সোপিয়ানে গাড়িতে বিস্ফোরণ, জখম তিন জওয়ান - জম্মু ও কাশ্মীরে বিস্ফোরণ

হয়তো গ্রেনেড রাখা ছিল অথবা গাড়িটির ভিতরেই আগে থেকে আইডি রেখে দেওয়া হয়েছিল ৷ আবার খারাপ ব্যাটারি থেকেও বিস্ফোরণ হতে পারে ৷ তা খতিয়ে দেখছেন নিরাপত্তাকর্মীরা ৷ সোপিয়ানে বিস্ফোরণে আহত সেনা জওয়ান (J-K Shopian Blast) ৷

Soldiers injured in Shopian Blast
সোপিয়ানে গাড়ি বিস্ফোরণ
author img

By

Published : Jun 2, 2022, 9:00 AM IST

Updated : Jun 2, 2022, 1:10 PM IST

সোপিয়ান, 2 জুন : বিস্ফোরণে জখম তিনজন জওয়ান ৷ মঙ্গলবার তাঁরা একটি প্রাইভেট গাড়িতে সোপিয়ানের সেডোয় ঘুরছিলেন, জানিয়েছেন কাশ্মীরের আইজিপি ৷ আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নিরাপত্তাকর্মীরা বিস্ফোরণের কারণ এবং ঘটনাস্থল খতিয়ে দেখছে (Three soldiers were injured in a blast while travelling in a private vehicle at Sedow in Shopian) ৷

মনে করা হচ্ছে, গ্রেনেড থেকে অথবা গাড়িটির মধ্যেই রাখা আইইডি বা সমস্যাজনক ব্যাটারির ফলে এই বিস্ফোরণ ৷ পুলিশ জানিয়েছে, তদন্ত এগোলে বিস্তারিত জানা যাবে ৷ আইজিপি কাশ্মীর টুইট করে বলেন, "সোপিয়ানে সেডোয় একটি প্রাইভেট গাড়িতে বিস্ফোরণ হয়েছে ৷ 3 জন সেনাজওয়ান আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই বিস্ফোরণের উৎস এবং প্রকৃতি কী, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷"

  • A #blast took place inside a private hired vehicle at Sedow, #Shopian. 03 soldiers injured & shifted to Hospital. Nature & source (blast due to grenade or already planted IED inside vehicle or malfunctioning of battery) of blast being investigated & will be shared: IGP Kashmir

    — Kashmir Zone Police (@KashmirPolice) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : J-K Kupwara Encounter : কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা, এনকাউন্টারে মৃত 3 লস্কর-ই-তইবা জঙ্গি

সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটিতে 15 জন সেনা জওয়ান ছিলেন ৷ তাঁরা দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে যাচ্ছিলেন ৷ জখমদের সঙ্গে সঙ্গে শ্রীনগরের 92 বেস মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়িটির খারাপ ব্যাটারি এই বিস্ফোরণের জন্য দায়ী ৷ এর আগে বুধবার সোপিয়ানে কয়েকজন অপরিচিত বন্দুকধারী এক নাগরিককে হত্যা করে ৷ নিহতের নাম ফারুক আহমেদ শেখ ৷

সোপিয়ান, 2 জুন : বিস্ফোরণে জখম তিনজন জওয়ান ৷ মঙ্গলবার তাঁরা একটি প্রাইভেট গাড়িতে সোপিয়ানের সেডোয় ঘুরছিলেন, জানিয়েছেন কাশ্মীরের আইজিপি ৷ আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নিরাপত্তাকর্মীরা বিস্ফোরণের কারণ এবং ঘটনাস্থল খতিয়ে দেখছে (Three soldiers were injured in a blast while travelling in a private vehicle at Sedow in Shopian) ৷

মনে করা হচ্ছে, গ্রেনেড থেকে অথবা গাড়িটির মধ্যেই রাখা আইইডি বা সমস্যাজনক ব্যাটারির ফলে এই বিস্ফোরণ ৷ পুলিশ জানিয়েছে, তদন্ত এগোলে বিস্তারিত জানা যাবে ৷ আইজিপি কাশ্মীর টুইট করে বলেন, "সোপিয়ানে সেডোয় একটি প্রাইভেট গাড়িতে বিস্ফোরণ হয়েছে ৷ 3 জন সেনাজওয়ান আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই বিস্ফোরণের উৎস এবং প্রকৃতি কী, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷"

  • A #blast took place inside a private hired vehicle at Sedow, #Shopian. 03 soldiers injured & shifted to Hospital. Nature & source (blast due to grenade or already planted IED inside vehicle or malfunctioning of battery) of blast being investigated & will be shared: IGP Kashmir

    — Kashmir Zone Police (@KashmirPolice) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : J-K Kupwara Encounter : কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা, এনকাউন্টারে মৃত 3 লস্কর-ই-তইবা জঙ্গি

সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটিতে 15 জন সেনা জওয়ান ছিলেন ৷ তাঁরা দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে যাচ্ছিলেন ৷ জখমদের সঙ্গে সঙ্গে শ্রীনগরের 92 বেস মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়িটির খারাপ ব্যাটারি এই বিস্ফোরণের জন্য দায়ী ৷ এর আগে বুধবার সোপিয়ানে কয়েকজন অপরিচিত বন্দুকধারী এক নাগরিককে হত্যা করে ৷ নিহতের নাম ফারুক আহমেদ শেখ ৷

Last Updated : Jun 2, 2022, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.