নয়াদিল্লি,16 জুলাই: ফুঁসছে যমুনা ৷ ভাসছে রাজধানী ৷ তার মধ্যেই বাড়ছে সাপের উপদ্রব । জলময় দিল্লির কোনটা রাজপথ আর কোনটা গলি তা আপাতত বোঝা দায় ! এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে সাপ । দিল্লির লোহাপুল এলাকায় একটি বড় আকারের সাপের দেখা মিলল ৷ সংবাদসংস্থা এএননআই সূত্রের খবর, এরকম একাধিক ছোট-বড় সাপ ঘুরে বেড়াচ্ছে দিল্লিজুড়ে। আতঙ্কে বাসিন্দারা।
বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। তারপর থেকেই রাজধানীতে বন্যা পরিস্থিতি। ঘর থেকে বেরোলেই জল। কোথাও আবার ঘরের ভিতরে ঢুকে পড়েছে জল । এই পরিস্থিতিতে সাপের উপদ্রব ঘিরে বাড়তি উদ্বেগ দিল্লিতে । গত বৃহস্পতিবার থেকে যমুনার জল রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ায় পুরাতন দিল্লির যমুনা বাজার পুরোপুরি ভেসে যায় ।
এমনকী ত্রাণ শিবিরেও জল ঢুকে পড়েছে । কোনওরকমে ঠাসাঠাসি করে রাত কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। এবার, সেই সব এলাকাতেই সাপের উপদ্রব বেড়েছে বলে খবর । এএনআই সূত্রের খবর, দিল্লির জলমগ্ন এলাকাতে বেশ বড় আকারের সাপ ঘুরে বেড়াচ্ছে । সেই সংক্রান্ত একটি ভিডিও টুইটারে দিয়েছে এএনআই ৷ দেখা যাচ্ছে একটি সাপ গর্ত থেকে বেরিয়ে জলে মিশছে ।
আরও পড়ুন: ড্রেসিং টেবিলের নীচে 24টি কোবরা, ঘুম উড়েছে নেটপাড়ার; দেখুন ভিডিয়ো
যমুনার জল বৃদ্ধির কারণে দিল্লির খান মার্কেট এলাকা পুরোপুরি জলের তলায় । সেখানেও সাপের উপদ্রবে আতঙ্কিত স্থানীয়রা । দিল্লির বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে ফিরতেই খোঁজ নিয়েছেন । দুই দিনের বিদেশ সফর করে শনিবারই দেশে ফিরেছেন মোদি । তারপরই দিল্লির উপরাজ্যপাল তথা লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে দিল্লির পরিস্থিতি জানতে চান ।
কিন্তু, ফ্রান্স থেকে প্রধানমন্ত্রী যেদিন ফোন করেন সেদিনই ফের বৃষ্টিতে দিল্লির বিপদ আরও বাড়ে বলেই খবর । যমুনার জলস্তর শনিবারের আগে কিছুটা হলেও কমে । নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় এই জলস্তর আবার বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে । এর মধ্যে বন্যা বিধ্বস্ত দিল্লির ঘুম ওড়াচ্ছে সাপের উপদ্রব ।