রাজকোট, 18 ফেব্রুয়ারি: গুজরাতের রাজকোটে পৌর ও পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে নিশানা করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ৷ 2013 সালে সংসদের ভিতরেই অর্ডিন্য়ান্সের একটি প্রতিলিপি ছিঁড়ে ফেলেছিলেন রাহুল ৷ বৃহস্পতিবার সেই প্রসঙ্গ টেনে আনেন স্মৃতি ৷ বলেন, ‘‘মনমোহনজির পাস করা আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেলেছিলেন গান্ধি পরিবারের যুবরাজ ৷ এমনকী, মনমোহনকে বাধ্য করেন তাঁর এবং তাঁর মায়ের সামনে মাথানত করতে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন সংসদে গেলেন, তিনি নিজেকে প্রধান সেবক হিসাবে ঘোষণা করেন৷’’
স্মৃতির অভিযোগ, রাহুল গান্ধি ও তাঁর দল গুজরাতের মানুষকে হিংসা করেন ৷ কেন্দ্রীয়মন্ত্রীর দাবি, ক্ষমতায় থাকাকাকলীন গুজরাতের বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য ন্যূনতম সহায়কমূল্যও ঘোষণা করেনি কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার ৷
এই প্রসঙ্গে স্মৃতি বলেন, ‘‘গুজরাতের কৃষকদের কাছ থেকে ন্য়ূনতম সহায়ক মূল্য়ে কখনও তুলো কেনেনি কংগ্রেস ৷ কিন্তু নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর গুজরাতের চাষিরা এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত 6 হাজার কোটি টাকা পেয়েছেন ৷’’
রাহুল গান্ধি তথা কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হন স্মৃতি ৷ তিনি বলেন, ‘‘গত আটমাস ধরে দেশের প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্য়ে রেশন দিচ্ছেন নরেন্দ্র ভাই ৷ লকডাউন চলাকালীন কেন্দ্রীয় সরকার ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের মাধ্যমে 22 কোটি মহিলাকে 30 হাজার কোটি টাকা দিয়েছে ৷’’
আরও পড়ুন: রাহুলকে ‘ভারতে বিপর্যয়ের শেষতম ব্যক্তি’ বলায় নির্মলার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস কংগ্রেসের
তাঁর মতে, যাঁরা রামায়ণের প্রধান চরিত্রের বাস্তব বা ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন, ভোটের ময়দানে একমাত্র বিজেপিকে জিতিয়েই তার জবাব দেওয়া সম্ভব ৷
প্রসঙ্গত, চলতি মাসেই দু’দফায় গুজরাতে পৌর ও পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে ৷ প্রথম পর্যায়ে ভোট হবে 21 ফেব্রুয়ারি ৷ এর সাতদিন পর 28 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় দফার ভোট ৷ নির্বাচন হবে ছ’টি পৌরনিগম, 81টি পৌরসভা, 31টি জেলা পঞ্চায়েত এবং 231টি তালুক পঞ্চায়েতে ৷ পৌরনিগম নির্বাচনের ফল প্রকাশ হবে 23 ফেব্রুয়ারি ৷ বাকিগুলির ক্ষেত্রে ফলপ্রকাশের তারিখ নির্দিষ্ট হয়েছে 2 মার্চ ৷