ETV Bharat / bharat

100 কোটি টাকার জিএসটি ফাঁকি মামলায় নিহত মাফিয়া আতিক আহমেদের আত্মীয় এবার শ্রীঘরে - 100 কোটি টাকার জিএসটি ফাঁকি মামলা

Rs 100 crore GST evasion case: 100 কোটি টাকার জিএসটি ফাঁকি মামলায় নিহত মাফিয়া আতিক আহমেদের আত্মীয়কে এ বার শ্রীঘরে পাঠাল পুলিশ ৷

Rs 100 crore GST evasion case
মাফিয়া আতিক আহমেদের আত্মীয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 11:21 AM IST

মেরঠ, 24 ডিসেম্বর: 100 কোটি টাকার জিএসটি ফাঁকির মামলায় নিহত মাফিয়া আতিক আহমেদের দূর সম্পর্কের আত্মীয় কামার কাজমিকে সংশোধনাগারে পাঠানো হল । এর আগে, উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বৃহস্পতিবার রাতে মেরঠ থেকে কামার আহমেদকে গ্রেফতার করে ।

এসটিএফ আধিকারিক ব্রজেশ কুমার সিং বলেছেন, "কামার আহমেদ কাজমি এবং তাঁর সহযোগীরা কয়েকটি প্যান কার্ড ও অন্যান্য নথি থেকে নম্বর নিয়ে একটি জাল কোম্পানি গঠন করেছিল । আমরা মামলাটি তদন্ত করছি ।"

রাতভর সিভিল লাইন থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁকে । এসটিএফ কাজমির বিদেশি তহবিলের শিকড়ের কাছে যাওয়ার চেষ্টা করছে ৷ যিনি আগে মেরঠ উন্নয়ন কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা হিসাবে কাজ করেছেন । দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে ।

কাজমি হোটেল ব্রডওয়ে ইন-সহ বেশ কয়েকটি বড় কোম্পানির মালিক ও অংশীদার ৷ তিনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে প্যান কার্ড এবং অন্যান্য নথিপত্র জাল করে ভুয়ো ই-ওয়ে বিল এবং জিএসটি বিল তৈরি করে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি করার অভিযোগ রয়েছে । তদন্তকারী সংস্থা দুবাইয়ের সঙ্গে কাজমির সংযোগ খতিয়ে দেখছে । গুপ্তচরদের মতে, দুবাই কোম্পানিগুলিও কাজমির সঙ্গে সম্পর্কিত একটি জালিয়াতির সঙ্গে জড়িত ছিল । কাজমি তাঁর কিছু ভুয়ো প্যান কার্ড ও অন্যান্য নথি দিয়ে একটি জিএসটি নম্বর দিয়ে একটি জাল কোম্পানি খোলেন বলে জানিয়েছে সূত্র । জাল ই-বিল তৈরি করে কর ফাঁকি দিতে ভুয়ো সেল ব্যবহার করা হয় । সম্প্রতি, কামার আহমেদ কাজমির দুবাই থেকে ভারতে ফিরে আসা নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহের জন্ম দিয়েছে ৷

জিজ্ঞাসাবাদে কাজমি সাহেবাবাদে তাঁর ফার্মের কথা বলেছেন । তাঁর মতে, দিল্লির নিউ রাজেন্দ্র নগরের বাসিন্দা সর্দার সত্যপাল সিংয়ের ছেলে দলজিৎ সিং এবং দিল্লির কৃতি নগরের বাসিন্দা আনন্দের ছেলে ঋষি অংশীদার । এছাড়াও, প্যারাগন ইন্ডাস্ট্রি লিমিটেড, একটি রুরকি-ভিত্তিক সংস্থা, গুরগাঁওয়ের মাইক্রো গ্লাস ইন্ডাস্ট্রিয়াল, মেরঠের গুডেক্স গ্লাস এবং হোটেল ব্রডওয়ে ইনের নাম প্রকাশ পেয়েছে ।

তদন্তে জানা গিয়েছে, দলজিৎ সিং কাজমির অংশীদার । অভিযুক্তরা কর ফাঁকির জন্য তাঁদের ফার্মে ভুয়ো ফার্মের সরবরাহ দেখিয়েছিলেন । ভুয়ো বিল আদান প্রদান করা হয় । সরবরাহের জন্য জাল ই-বিল তৈরি করে যানবাহন চলাচল বৃদ্ধি করা হয়েছিল । এসব বিলের মাধ্যমে কর ফাঁকি দেওয়া হত । তদন্তকারীরা বলেছেন, কাজমি এবং তাঁর সহযোগীরা 100 কোটি টাকার কর ফাঁকি দিয়েছে ।

আরও পড়ুন:

  1. বাংলার পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে খুন, হত্যার পর দেহ পুঁতে দিল বন্ধুরা !
  2. শান্তিনিকেতনে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মহিলা-সহ এসটিএফের জালে 4
  3. নির্যাতিতা কিশোরীর বয়ান বদলাতে রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গিয়েছে পুলিশ-তৃণমূল ! পথ অবরোধে অগ্নিমিত্রা

মেরঠ, 24 ডিসেম্বর: 100 কোটি টাকার জিএসটি ফাঁকির মামলায় নিহত মাফিয়া আতিক আহমেদের দূর সম্পর্কের আত্মীয় কামার কাজমিকে সংশোধনাগারে পাঠানো হল । এর আগে, উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বৃহস্পতিবার রাতে মেরঠ থেকে কামার আহমেদকে গ্রেফতার করে ।

এসটিএফ আধিকারিক ব্রজেশ কুমার সিং বলেছেন, "কামার আহমেদ কাজমি এবং তাঁর সহযোগীরা কয়েকটি প্যান কার্ড ও অন্যান্য নথি থেকে নম্বর নিয়ে একটি জাল কোম্পানি গঠন করেছিল । আমরা মামলাটি তদন্ত করছি ।"

রাতভর সিভিল লাইন থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁকে । এসটিএফ কাজমির বিদেশি তহবিলের শিকড়ের কাছে যাওয়ার চেষ্টা করছে ৷ যিনি আগে মেরঠ উন্নয়ন কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা হিসাবে কাজ করেছেন । দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে ।

কাজমি হোটেল ব্রডওয়ে ইন-সহ বেশ কয়েকটি বড় কোম্পানির মালিক ও অংশীদার ৷ তিনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে প্যান কার্ড এবং অন্যান্য নথিপত্র জাল করে ভুয়ো ই-ওয়ে বিল এবং জিএসটি বিল তৈরি করে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি করার অভিযোগ রয়েছে । তদন্তকারী সংস্থা দুবাইয়ের সঙ্গে কাজমির সংযোগ খতিয়ে দেখছে । গুপ্তচরদের মতে, দুবাই কোম্পানিগুলিও কাজমির সঙ্গে সম্পর্কিত একটি জালিয়াতির সঙ্গে জড়িত ছিল । কাজমি তাঁর কিছু ভুয়ো প্যান কার্ড ও অন্যান্য নথি দিয়ে একটি জিএসটি নম্বর দিয়ে একটি জাল কোম্পানি খোলেন বলে জানিয়েছে সূত্র । জাল ই-বিল তৈরি করে কর ফাঁকি দিতে ভুয়ো সেল ব্যবহার করা হয় । সম্প্রতি, কামার আহমেদ কাজমির দুবাই থেকে ভারতে ফিরে আসা নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহের জন্ম দিয়েছে ৷

জিজ্ঞাসাবাদে কাজমি সাহেবাবাদে তাঁর ফার্মের কথা বলেছেন । তাঁর মতে, দিল্লির নিউ রাজেন্দ্র নগরের বাসিন্দা সর্দার সত্যপাল সিংয়ের ছেলে দলজিৎ সিং এবং দিল্লির কৃতি নগরের বাসিন্দা আনন্দের ছেলে ঋষি অংশীদার । এছাড়াও, প্যারাগন ইন্ডাস্ট্রি লিমিটেড, একটি রুরকি-ভিত্তিক সংস্থা, গুরগাঁওয়ের মাইক্রো গ্লাস ইন্ডাস্ট্রিয়াল, মেরঠের গুডেক্স গ্লাস এবং হোটেল ব্রডওয়ে ইনের নাম প্রকাশ পেয়েছে ।

তদন্তে জানা গিয়েছে, দলজিৎ সিং কাজমির অংশীদার । অভিযুক্তরা কর ফাঁকির জন্য তাঁদের ফার্মে ভুয়ো ফার্মের সরবরাহ দেখিয়েছিলেন । ভুয়ো বিল আদান প্রদান করা হয় । সরবরাহের জন্য জাল ই-বিল তৈরি করে যানবাহন চলাচল বৃদ্ধি করা হয়েছিল । এসব বিলের মাধ্যমে কর ফাঁকি দেওয়া হত । তদন্তকারীরা বলেছেন, কাজমি এবং তাঁর সহযোগীরা 100 কোটি টাকার কর ফাঁকি দিয়েছে ।

আরও পড়ুন:

  1. বাংলার পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে খুন, হত্যার পর দেহ পুঁতে দিল বন্ধুরা !
  2. শান্তিনিকেতনে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মহিলা-সহ এসটিএফের জালে 4
  3. নির্যাতিতা কিশোরীর বয়ান বদলাতে রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গিয়েছে পুলিশ-তৃণমূল ! পথ অবরোধে অগ্নিমিত্রা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.