ETV Bharat / bharat

Migrant Worker Death: কেরলে নির্মীয়মাণ বিল্ডিংয়ের একাংশ ভেঙে মৃত বাংলার শ্রমিক - কেরলে মৃত বাংলার পরিয়ায়ী শ্রমিক

নির্মীয়মাণ বিল্ডিংয়ের ছাদ ভেঙে কেরলে মৃত্য়ু হল দুই শ্রমিকের (Migrant Workers Death in kelara) ৷ আহত 1 শ্রমিক ৷ মৃত শ্রমিকদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ আর এক আহত শ্রমিকও বাংলার ৷

Migrant Worker Death
নির্মীয়মাণ বিল্ডিং-এর স্ল্যাব ভেঙে দুর্ঘটনা
author img

By

Published : Mar 21, 2023, 9:21 PM IST

এরনাকুলাম, 21 মার্চ: নির্মীয়মাণ বহুতলের স্ল্যাব ভেঙে মৃত্যু হল দুই শ্রমিকের ৷ গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক (Slab of the Building Under Construction Collapsed in kerala) ৷ মঙ্গলবার কেরলের এরনাকুলাম জেলার অর্ন্তগত অঙ্গমালি এলাকার ঘটনা ৷ মৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

জানা গিয়েছে, এরনাকুলামের অঙ্গমালি এলাকায় একটি বহুতল বিল্ডিং তৈরির কাজ চলছিল ৷ বর্তমানে বিল্ডিংটির দ্বিতীয় তলায় কাজ চলাকালীন এদিন হঠাৎই নির্মীয়মাণ বিল্ডিংয়ের একটি স্ল্যাব ভেঙে পড়ে নির্মাণকর্মীদের উপর ৷ গুরুতর জখম হন আলিশান (30), জনি অ্যান্থনি (52) ও কাল্লু (30) নামের তিন শ্রমিক ৷ গুরুতর জখম অবস্থায় আলিশান ও জনিস অ্যান্থনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ কাল্লু স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ আগামী 24 ঘণ্টা কাল্লুর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা ৷ মৃত আলিশান ও আহত কাল্লু দু‘জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

প্রতিদিনের মতো এদিনও কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা ৷ নির্মীয়মাণ বিল্ডিংটির দ্বিতীয় তলায় ওঠার জন্য একটি স্ল্যাব রাখা হয়েছিল ৷ এক শ্রমিক স্ল্যাবটির উপর উঠতেই সেটি ভেঙে যায় ৷ নীচে কাজ করা শ্রমিকদের উপর ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন: ওড়িশায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত উত্তর 24 পরগনার সাত শ্রমিক

প্রসঙ্গত, বাংলা থেকে ভিন রাজ্যে রুটি-রুজির সন্ধানে যান একাধিক শ্রমিক ৷ সেখানে গিয়ে তাঁরা দুর্ঘটনারও শিকার হন ৷ তবে পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে বাড়ি-ঘর ছেড়ে ভিন রাজ্যে একটু ভালো থাকার আশায় পাড়ি দেন এই পরিয়ায়ী শ্রমিকরা ৷ সেখানে চলে প্রতিনিয়ত যুদ্ধ ৷ অন্ধকার কুঠুরির স্যাঁতস্যাঁতে ঘরে কোনও রকমে দিন গুজরায় এই পরিয়ায়ী শ্রমিকদের ৷ অসুস্থ হলে কিংবা মৃত্যু হলে পরিবারের পরিবারের লোকজন শেষ দেখা দেখতে পাবেন কি না, তাও নিশ্চিত নয় ৷ প্রতিনিয়ত অনিশ্চয়তা সঙ্গী পরিয়ায়ী শ্রমিকদের ৷ সম্প্রতি তামিলনাড়ুতে বাংলার দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় ৷

এরনাকুলাম, 21 মার্চ: নির্মীয়মাণ বহুতলের স্ল্যাব ভেঙে মৃত্যু হল দুই শ্রমিকের ৷ গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক (Slab of the Building Under Construction Collapsed in kerala) ৷ মঙ্গলবার কেরলের এরনাকুলাম জেলার অর্ন্তগত অঙ্গমালি এলাকার ঘটনা ৷ মৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

জানা গিয়েছে, এরনাকুলামের অঙ্গমালি এলাকায় একটি বহুতল বিল্ডিং তৈরির কাজ চলছিল ৷ বর্তমানে বিল্ডিংটির দ্বিতীয় তলায় কাজ চলাকালীন এদিন হঠাৎই নির্মীয়মাণ বিল্ডিংয়ের একটি স্ল্যাব ভেঙে পড়ে নির্মাণকর্মীদের উপর ৷ গুরুতর জখম হন আলিশান (30), জনি অ্যান্থনি (52) ও কাল্লু (30) নামের তিন শ্রমিক ৷ গুরুতর জখম অবস্থায় আলিশান ও জনিস অ্যান্থনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ কাল্লু স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ আগামী 24 ঘণ্টা কাল্লুর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা ৷ মৃত আলিশান ও আহত কাল্লু দু‘জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

প্রতিদিনের মতো এদিনও কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা ৷ নির্মীয়মাণ বিল্ডিংটির দ্বিতীয় তলায় ওঠার জন্য একটি স্ল্যাব রাখা হয়েছিল ৷ এক শ্রমিক স্ল্যাবটির উপর উঠতেই সেটি ভেঙে যায় ৷ নীচে কাজ করা শ্রমিকদের উপর ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন: ওড়িশায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত উত্তর 24 পরগনার সাত শ্রমিক

প্রসঙ্গত, বাংলা থেকে ভিন রাজ্যে রুটি-রুজির সন্ধানে যান একাধিক শ্রমিক ৷ সেখানে গিয়ে তাঁরা দুর্ঘটনারও শিকার হন ৷ তবে পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে বাড়ি-ঘর ছেড়ে ভিন রাজ্যে একটু ভালো থাকার আশায় পাড়ি দেন এই পরিয়ায়ী শ্রমিকরা ৷ সেখানে চলে প্রতিনিয়ত যুদ্ধ ৷ অন্ধকার কুঠুরির স্যাঁতস্যাঁতে ঘরে কোনও রকমে দিন গুজরায় এই পরিয়ায়ী শ্রমিকদের ৷ অসুস্থ হলে কিংবা মৃত্যু হলে পরিবারের পরিবারের লোকজন শেষ দেখা দেখতে পাবেন কি না, তাও নিশ্চিত নয় ৷ প্রতিনিয়ত অনিশ্চয়তা সঙ্গী পরিয়ায়ী শ্রমিকদের ৷ সম্প্রতি তামিলনাড়ুতে বাংলার দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.