ETV Bharat / bharat

প্রয়াত 6 বারের কংগ্রেস সাংসদ আর এল ভাটিয়া - রাজ্যপাল

100 বছরে প্রয়াত আর এল ভাটিয়া ৷ মোট ছ’বার কংগ্রেসের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ৷ রাজ্য়পালের দায়িত্ব পালন করেছিলেন দু’বার ৷ শনিবার অমৃতসরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

Six-time Congress MP Bhatia dies at 100
101 তম জন্মদিনের আগেই প্রয়াত আর এল ভাটিয়া
author img

By

Published : May 15, 2021, 1:16 PM IST

চণ্ডীগড়, 15 মে : প্রয়াত আর এল ভাটিয়া ৷ শনিবার অমৃতসরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর পরিবার সূত্রে এমনই জানা গিয়েছে ৷ প্রয়াত এই রাজনীতিক মোট ছ’বার কংগ্রেসের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন ৷ রাজ্য়পালের দায়িত্ব পালন করেছিলেন দু’বার ৷

মৃত্য়ুকালে আর এল ভাটিয়ার বয়স হয়েছিল 100 বছর ৷ একটা সময় কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি ৷ দায়িত্ব সামলেছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ৷ 1972 সাল থেকে মোট ছ’বার অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন আর এল ভাটিয়া ৷ এছাড়াও 2004 থেকে 2008 সাল পর্যন্ত কেরলের রাজ্যপাল ছিলেন তিনি ৷ বিহারে একই দায়িত্ব পালন করেছেন 2008 সাল 2009 সাল পর্যন্ত ৷

একদিন আগে হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করেন ভাটিয়া ৷ দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এবছরের 3 জুলাই তাঁর 101 বছরে পড়ার কথা ছিল ৷ কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি ৷

আরও পড়ুন : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ দেবীপ্রসাদ পাল

উল্লেখ্য গত বছরের ডিসেম্বর মাসেই আর এল ভাটিয়ার সঙ্গে দেখা করতে আসেন সাংসদ মণীশ তিওয়ারি ৷ সঙ্গে ছিলেন অমৃতসরের সাংসদ গুরজিত অউজলা ৷ সেই সাক্ষাতের অভিজ্ঞতা পরে টুইটারে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মণীশ ৷ লিখেছিলেন, ‘‘ওঁর (আর এল ভাটিয়া) সান্নিধ্যে খুব সুন্দর সময় কাটালাম ৷ এই বয়সেও ওঁর স্মৃতিশক্তি অবাক করে দেওয়ার মতো ৷’’

চণ্ডীগড়, 15 মে : প্রয়াত আর এল ভাটিয়া ৷ শনিবার অমৃতসরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর পরিবার সূত্রে এমনই জানা গিয়েছে ৷ প্রয়াত এই রাজনীতিক মোট ছ’বার কংগ্রেসের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন ৷ রাজ্য়পালের দায়িত্ব পালন করেছিলেন দু’বার ৷

মৃত্য়ুকালে আর এল ভাটিয়ার বয়স হয়েছিল 100 বছর ৷ একটা সময় কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি ৷ দায়িত্ব সামলেছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ৷ 1972 সাল থেকে মোট ছ’বার অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন আর এল ভাটিয়া ৷ এছাড়াও 2004 থেকে 2008 সাল পর্যন্ত কেরলের রাজ্যপাল ছিলেন তিনি ৷ বিহারে একই দায়িত্ব পালন করেছেন 2008 সাল 2009 সাল পর্যন্ত ৷

একদিন আগে হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করেন ভাটিয়া ৷ দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এবছরের 3 জুলাই তাঁর 101 বছরে পড়ার কথা ছিল ৷ কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি ৷

আরও পড়ুন : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ দেবীপ্রসাদ পাল

উল্লেখ্য গত বছরের ডিসেম্বর মাসেই আর এল ভাটিয়ার সঙ্গে দেখা করতে আসেন সাংসদ মণীশ তিওয়ারি ৷ সঙ্গে ছিলেন অমৃতসরের সাংসদ গুরজিত অউজলা ৷ সেই সাক্ষাতের অভিজ্ঞতা পরে টুইটারে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মণীশ ৷ লিখেছিলেন, ‘‘ওঁর (আর এল ভাটিয়া) সান্নিধ্যে খুব সুন্দর সময় কাটালাম ৷ এই বয়সেও ওঁর স্মৃতিশক্তি অবাক করে দেওয়ার মতো ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.