ETV Bharat / bharat

'ধর্ম নিয়ে রাজনীতি নয়', রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও থাকছেন না সীতারাম ইয়েচুরি - religion personal choice

Sitaram Yechury turns down Ram temple inauguration invite: রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন না প্রবীণ বাম নেতা সীতারাম ইয়েচুরি ৷ দলের তরফে জানানো হয়েছে, দল ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করে ৷ তবে রাজনৈতিক দল হিসেবে সিপিআই(এম) ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখবে ৷

ETV Bharat
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না সীতারাম ইয়েচুরি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 7:18 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করলেন না সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ মঙ্গলবার দলের পক্ষ জানানো হয়েছে, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয় ৷ একে হাতিয়ার করে রাজনৈতিক সুবিধা নেওয়া উচিত নয় ৷ তাই অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন অনুষ্ঠানে দলের কেউ উপস্থিত থাকবে না ৷

  • CPI(M) believes that religion is a personal choice not to be converted into an instrument for political gain. Therefore, we will not be attending the inauguration of the Ram temple in Ayodhya. pic.twitter.com/glF4gluMzi

    — CPI (M) (@cpimspeak) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সোশাল মিডিয়ায় জানায়, "আমাদের নীতি, ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করা এবং প্রত্যেকের এই অধিকার আছে ৷ ধর্ম ব্যক্তিগত পছন্দের বিষয় ৷ একে হাতিয়ার করে রাজনৈতিক লাভ করা উচিত নয় ৷ কমরেড সীতারাম ইয়েচুরি আমন্ত্রণ পেয়েছেন ৷ কিন্তু তিনি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন না ৷"

পলিটব্যুরোর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন সীতারাম ইয়েচুরি ৷ বিবৃতিতে আরও জানানো হয়, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্য সরকারি আধিকারিকদের জড়িয়েছে ৷ এই অনুষ্ঠানকে সরাসরি রাজ্য-সরকারের অনুষ্ঠানে পরিণত করেছে ৷

  • VIDEO | "The CPI(M) general secretary did receive an invitation to attend the inaugural ceremony of the Ram Mandir in Ayodhya. The CPI(M) will not be attending the ceremony. The politburo today issued a statement that, as far as the CPI(M) policy is concerned, we respect… pic.twitter.com/HJMiUxFiKY

    — Press Trust of India (@PTI_News) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিপি(আই)এম নেত্রী বৃন্দা কারাট রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, "সিপিআই(এম) সাধারণ সম্পাদক অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন ৷ সিপিআই(এম) এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে না ৷ পলিটব্যুরো একটি বিবৃতি জারি করে জানিয়েছে, সিপিআই(এম)-এর নীতি অনুযায়ী, আমরা ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি ৷ তবে রাজনৈতিক দল হিসেবে ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখি ৷" আগামী 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ৷ অনুমান, এই অনুষ্ঠানে 6 হাজারেরও বেশি মানুষ হাজির থাকবেন ৷

আরও পড়ুন:

  1. অভিষেকের নবজোয়ার থেকে শাহের টার্গেট 35 ও হিংসাদীর্ণ পঞ্চায়েত ভোট
  2. অযোধ্যার হোটেলে ঘরভাড়া চড়ল 1 লাখে ! রামমন্দির উদ্বোধনের মুখে তুঙ্গে অগ্রিম বুকিং
  3. শ্রীরামের দর্শনে মুর্শিদাবাদ থেকে অযোধ্যার উদ্দেশে খালি পায়ে যাত্রা ব্যক্তির

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করলেন না সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ মঙ্গলবার দলের পক্ষ জানানো হয়েছে, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয় ৷ একে হাতিয়ার করে রাজনৈতিক সুবিধা নেওয়া উচিত নয় ৷ তাই অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন অনুষ্ঠানে দলের কেউ উপস্থিত থাকবে না ৷

  • CPI(M) believes that religion is a personal choice not to be converted into an instrument for political gain. Therefore, we will not be attending the inauguration of the Ram temple in Ayodhya. pic.twitter.com/glF4gluMzi

    — CPI (M) (@cpimspeak) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সোশাল মিডিয়ায় জানায়, "আমাদের নীতি, ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করা এবং প্রত্যেকের এই অধিকার আছে ৷ ধর্ম ব্যক্তিগত পছন্দের বিষয় ৷ একে হাতিয়ার করে রাজনৈতিক লাভ করা উচিত নয় ৷ কমরেড সীতারাম ইয়েচুরি আমন্ত্রণ পেয়েছেন ৷ কিন্তু তিনি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন না ৷"

পলিটব্যুরোর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন সীতারাম ইয়েচুরি ৷ বিবৃতিতে আরও জানানো হয়, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্য সরকারি আধিকারিকদের জড়িয়েছে ৷ এই অনুষ্ঠানকে সরাসরি রাজ্য-সরকারের অনুষ্ঠানে পরিণত করেছে ৷

  • VIDEO | "The CPI(M) general secretary did receive an invitation to attend the inaugural ceremony of the Ram Mandir in Ayodhya. The CPI(M) will not be attending the ceremony. The politburo today issued a statement that, as far as the CPI(M) policy is concerned, we respect… pic.twitter.com/HJMiUxFiKY

    — Press Trust of India (@PTI_News) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিপি(আই)এম নেত্রী বৃন্দা কারাট রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, "সিপিআই(এম) সাধারণ সম্পাদক অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন ৷ সিপিআই(এম) এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে না ৷ পলিটব্যুরো একটি বিবৃতি জারি করে জানিয়েছে, সিপিআই(এম)-এর নীতি অনুযায়ী, আমরা ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি ৷ তবে রাজনৈতিক দল হিসেবে ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখি ৷" আগামী 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ৷ অনুমান, এই অনুষ্ঠানে 6 হাজারেরও বেশি মানুষ হাজির থাকবেন ৷

আরও পড়ুন:

  1. অভিষেকের নবজোয়ার থেকে শাহের টার্গেট 35 ও হিংসাদীর্ণ পঞ্চায়েত ভোট
  2. অযোধ্যার হোটেলে ঘরভাড়া চড়ল 1 লাখে ! রামমন্দির উদ্বোধনের মুখে তুঙ্গে অগ্রিম বুকিং
  3. শ্রীরামের দর্শনে মুর্শিদাবাদ থেকে অযোধ্যার উদ্দেশে খালি পায়ে যাত্রা ব্যক্তির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.