কলকাতা, 28 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিষ্ঠান প্রসার ভারতীর সঙ্গে 'হিন্দুস্তান সমাচার'-এর চুক্তি নিয়ে সরব বিরোধীরা ৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ, 2024 সালের ভোটের আগে বিজেপি সরকার এখন থেকে সরাসরি বিদ্বেষমূলক প্রচার চালাবে ৷ কোনওরকম রাখঢাক না-করে আরএসএস নির্দেশিত খবর সম্প্রচার করা হবে বলেই মত প্রবীণ বামনেতা সীতারাম ইয়েচুরির ৷ কারণ, হিসাবে 'হিন্দুস্তান সমাচার'-র সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের-র প্রতিষ্ঠাতা মাধব সদাশিব গোলওয়ালকর এবং শিবরাম শঙ্কর আপ্তে-র যুক্ত থাকার বিষয়টি তুলে ধরা হচ্ছে (Senior CPM Leader Sitaram Yechury slams BJP Government over Prasar Bharati contract) ৷
এ নিয়ে সীতারাম ইয়েচুরি একটি টুইট করেন, "এটা এখন সরকারি ! দূরদর্শন (Doordarshan) এবং অল ইন্ডিয়া রেডিয়ো (All India Radio, AIR) এবার থেকে একচেটিয়া আরএসএস-এর 'সংবাদগুলি' সম্প্রচার করবে ৷ প্রসার ভারতী পিটিআই-এর সঙ্গে তার চুক্তি বাতিল করেছে এবং নিউজ ফিড দেওয়ার জন্য বিএইচপি-র প্রতিষ্ঠাতা গোলওয়ালকর এবং আপ্তে-র প্রতিষ্ঠিত হিন্দুস্তান সমাচারকে নিযুক্ত করেছে ৷" এথেকে প্রমাণ হয়ে যায়, কেন্দ্রে বিজেপি সরকার কী করতে চাইছে, কটাক্ষ ইয়েচুরির ৷
আরেকটি টুইটে তিনি লেখেন, "2024 সালের নির্বাচন আসছে ৷ তার আগে মিডিয়ার বাস্তুতন্ত্রে উত্তেজনা সৃষ্টিকারী ভুলতথ্য প্রচার করা হবে ৷ সঙ্গে বিদ্বেষমূলক প্রচারও চলবে ৷" এ থেকে বাঁচতে তিনি সম্মানজনক ব্যতিক্রমী খবরগুলিকে বাঁচানোর বার্তা দিয়েছেন ৷ প্রসার ভারতী দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিয়ো নিয়ন্ত্রণ করে ৷ আর কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীন প্রসার ভারতী ৷ কিন্তু, মজার বিষয়, এই সংস্থাগুলিকেই আবার স্বশাসিত বলা হয় ৷ যার রাশ 2014 সাল থেকে বকলমে কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের হাতে ৷
-
It's now official!
— Sitaram Yechury (@SitaramYechury) February 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
DD & AIR will exclusively broadcast as "news" only the content fed by RSS! Prasar Bharati has terminated its contract with PTI & engaged Hindustan Samachar established by Golwalkar & Apte, founder of VHP, to provide news feed. https://t.co/OPmPzLd12k
">It's now official!
— Sitaram Yechury (@SitaramYechury) February 26, 2023
DD & AIR will exclusively broadcast as "news" only the content fed by RSS! Prasar Bharati has terminated its contract with PTI & engaged Hindustan Samachar established by Golwalkar & Apte, founder of VHP, to provide news feed. https://t.co/OPmPzLd12kIt's now official!
— Sitaram Yechury (@SitaramYechury) February 26, 2023
DD & AIR will exclusively broadcast as "news" only the content fed by RSS! Prasar Bharati has terminated its contract with PTI & engaged Hindustan Samachar established by Golwalkar & Apte, founder of VHP, to provide news feed. https://t.co/OPmPzLd12k
আরও পড়ুন: রাজ্যে আরএসএসের বাড়বাড়ন্তের দায় মমতারই, দলীয় সভায় দাবি বৃন্দার
বিভিন্ন মহলের দাবি, হিন্দুস্থান সমাচারের সঙ্গে চলতি মাসের 14 ফেব্রুয়ারি থেকে আগামী দু'বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে প্রসার ভারতী ৷ অর্থাৎ 2025 সালের 31 মার্চ পর্যন্ত হিন্দুস্তান সমাচার প্রসার ভারতীকে আঞ্চলিক ও জাতীয় স্তরের সংবাদ সরবরাহ করবে ৷ এর জন্য মোদি সরকারের কোষাগার থেকে হিন্দুস্থান সমাচারকে 7.7 কোটি টাকা দেওয়া হবে ৷ তার বিনিময়ে হিন্দুস্থান সমাচার দৈনিক কমপক্ষে 100টি খবর প্রসার ভারতীকে দেবে ৷ যার মধ্যে অনন্তপক্ষে 10টি জাতীয় স্তরের খবর এবং 40টি আঞ্চলিক খবর থাকবে ৷
উল্লেখ্য, 1948 সালে শিবরাম শঙ্কর আপ্তের হাত ধরে প্রতিষ্ঠিত হয় হিন্দুস্থান সমাচার ৷ শিবরাম শঙ্কর সাংবাদিক ছাড়াও আরএসএস-এর প্রচারক বলেই বেশি পরিচিত ৷ তিনি আবার বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ৷ কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত সময়কালে প্রসার ভারতীর মাধ্যমে দেশের মানুষ কোন ধারার খবর দেখবেন, তা সহজেই বোঝা যাচ্ছে ৷