ETV Bharat / bharat

Siena Chopra of Karnal: আফ্রিকার কিলিমাঞ্জারো জয়ের উদ্দেশে পাড়ি জমাচ্ছে 6 বছরের সিয়েনা - ভারতের খুদের কিলিমাঞ্জারো পর্বতাভিযান

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জোরো অভিযানে যেতে চলেছে 6 বছরের সিয়েনা চোপড়া ৷ লক্ষ্য 26 জানুয়ারি ওই পর্বতশৃঙ্গে জাতীয় পতাকা উত্তোলন (Indian kid to climb mount kilimanjaro)৷

ETV Bharat
কিলিমাঞ্জারো জয়ের লক্ষ্যে সিয়েনা চোপড়া
author img

By

Published : Jan 19, 2023, 10:30 PM IST

করনাল, 19 জানুয়ারি: সিয়েনা চোপড়া ৷ বয়স মাত্র 6 বছর ৷ কিন্তু এর মধ্যেই এই বালিকা উঠে এসেছে সংবাদ শিরোনামে ৷ কারণ এত অল্প বয়সেই সে পাড়ি দিতে চলেছে পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশ্যে ৷ তবে ভারতে নয়, সিয়েনা তার পর্বাতারোহনের লক্ষ্যে যেতে চলেছে সুদুর আফ্রিকায় ৷ আফ্রিকার উচ্চতম শৃঙ্গ বলা হয় মাউন্ট কিলিমাঞ্জারোকে ৷ তানজানিয়ায় অবস্থিত এই শৃঙ্গ জয় করে সেখানে ভারতের তেরঙা পতাকা ওড়াতে চায় 6 বছরের এই খুদে ৷

26 জানুয়ারি অর্থাৎ ভারতের গণতন্ত্র দিবসের দিন 19 হাজার 341 ফুট উঁচু এই পর্বতশৃঙ্গে তেরঙা ওড়ানোর স্বপ্ন দেখছে সিয়েনা ও অভিভাবকরা (Kilimanjaro highest peak of Africa continent)৷ হরিয়ানার করনালের ইন্দ্রী এলাকার গৌরগড় গ্রামের বাসিন্দা সিয়েনা চোপড়া ৷ 6 বছরের এই বালিকা যদি তাঁর লক্ষ্যে সফল হয়, তবে তা হবে দেশের পর্বতারোহীদের গর্বের ইতিহাসে নয়া সংযোজন ৷

তবে এর আগেও এত অল্প বয়সে একাধিক নজির তৈরি করেছে সিয়েনা ৷ তার বাবা প্রদীপ চোপড়া জানিয়েছেন, এর আগে চারবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সিয়েনা ৷ তিনবার তার নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডসে ৷ সিয়েনার এই পর্বতারোহন অভিযানে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন গৌরব নামে এক ব্যক্তি ৷

আরও পড়ুন: বোরখা পরেছিলেন ! উত্তরপ্রদেশের কলেজে ঢুকতে বাধা ছাত্রীদের

এই প্রসঙ্গে সিয়েনার মা মনিকা চোপড়া জানিয়েছেন, একটি ভিডিয়ো দেখে এই পর্বতারোহণের ইচ্ছা প্রকাশ করেছিল সিয়েনা ৷ তার সেই ইচ্ছাই এতদিন পর সফল হতে চলেছে ৷ তিনি জানিয়েছেন, এমনিতে টেনিস খেলতে ভালোবাসে ছোট্ট এই কন্যা ৷ তাই তার ফিটনেস ও শারীরিক গঠন কিলিমাঞ্জারোতে চড়তে সহায়ক হবে ৷ তাঁর দাবি, এখনও পর্যন্ত এত কম বসয়ে কোনও ভারতীয় এই শৃঙ্গ জয় করতে পারেনি ৷ সিয়েনা তা করলে তা রেকর্ড তো বটেই দেশের জন্য গর্বেরও হবে ৷

করনাল, 19 জানুয়ারি: সিয়েনা চোপড়া ৷ বয়স মাত্র 6 বছর ৷ কিন্তু এর মধ্যেই এই বালিকা উঠে এসেছে সংবাদ শিরোনামে ৷ কারণ এত অল্প বয়সেই সে পাড়ি দিতে চলেছে পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশ্যে ৷ তবে ভারতে নয়, সিয়েনা তার পর্বাতারোহনের লক্ষ্যে যেতে চলেছে সুদুর আফ্রিকায় ৷ আফ্রিকার উচ্চতম শৃঙ্গ বলা হয় মাউন্ট কিলিমাঞ্জারোকে ৷ তানজানিয়ায় অবস্থিত এই শৃঙ্গ জয় করে সেখানে ভারতের তেরঙা পতাকা ওড়াতে চায় 6 বছরের এই খুদে ৷

26 জানুয়ারি অর্থাৎ ভারতের গণতন্ত্র দিবসের দিন 19 হাজার 341 ফুট উঁচু এই পর্বতশৃঙ্গে তেরঙা ওড়ানোর স্বপ্ন দেখছে সিয়েনা ও অভিভাবকরা (Kilimanjaro highest peak of Africa continent)৷ হরিয়ানার করনালের ইন্দ্রী এলাকার গৌরগড় গ্রামের বাসিন্দা সিয়েনা চোপড়া ৷ 6 বছরের এই বালিকা যদি তাঁর লক্ষ্যে সফল হয়, তবে তা হবে দেশের পর্বতারোহীদের গর্বের ইতিহাসে নয়া সংযোজন ৷

তবে এর আগেও এত অল্প বয়সে একাধিক নজির তৈরি করেছে সিয়েনা ৷ তার বাবা প্রদীপ চোপড়া জানিয়েছেন, এর আগে চারবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সিয়েনা ৷ তিনবার তার নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডসে ৷ সিয়েনার এই পর্বতারোহন অভিযানে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন গৌরব নামে এক ব্যক্তি ৷

আরও পড়ুন: বোরখা পরেছিলেন ! উত্তরপ্রদেশের কলেজে ঢুকতে বাধা ছাত্রীদের

এই প্রসঙ্গে সিয়েনার মা মনিকা চোপড়া জানিয়েছেন, একটি ভিডিয়ো দেখে এই পর্বতারোহণের ইচ্ছা প্রকাশ করেছিল সিয়েনা ৷ তার সেই ইচ্ছাই এতদিন পর সফল হতে চলেছে ৷ তিনি জানিয়েছেন, এমনিতে টেনিস খেলতে ভালোবাসে ছোট্ট এই কন্যা ৷ তাই তার ফিটনেস ও শারীরিক গঠন কিলিমাঞ্জারোতে চড়তে সহায়ক হবে ৷ তাঁর দাবি, এখনও পর্যন্ত এত কম বসয়ে কোনও ভারতীয় এই শৃঙ্গ জয় করতে পারেনি ৷ সিয়েনা তা করলে তা রেকর্ড তো বটেই দেশের জন্য গর্বেরও হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.