ETV Bharat / bharat

Navratri 2022: নবরাত্রিতে 16 কেজি ওজনের সোনার শাড়িতে সাজেন দেবী মহালক্ষ্মী - Mahalakshmi wear gold saree in Dussehra and Diwali

দেশ জুড়ে পালিত হচ্ছে নবরাত্রি উৎসব ৷ এই উৎসব কে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরের আলাদা ইতিহাস রয়েছে (History Of Mahalakshmi wear 16 kg gold saree)। পুনের সরসবাগের শ্রী মহালক্ষ্মী মন্দিরের রয়েছে বিশেষ ইতিহাস। প্রতি বছর মন্দির প্রশাসনের মাধ্যমে মন্দিরে দেবীর মূর্তিকে বছরে 16 কেজি সোনার শাড়ি পরানো হয়।

Navratri 2022
নবরাত্রিতে 16 কেজি ওজনের সোনার শাড়িতে সাজেন দেবী মহালক্ষ্মী
author img

By

Published : Oct 1, 2022, 10:25 PM IST

পুনে, 1 অক্টোবর: পুনের সরসবাগে শ্রী মহালক্ষ্মী মন্দিরের দেবীকে একটি সোনার শাড়ি দেওয়া হয়েছে (History Of Mahalakshmi wear 16 kg gold saree) । দেবীকে এই শাড়িটি উপহার দিয়েছেন এক ভক্ত। এই শাড়িটির ওজন প্রায় 16 কেজি ৷ সোনার তৈরি এই শাড়ি বছরে মাত্র দু‘বার অর্থাৎ দশেরা ও লক্ষ্মী পুজায় দেবীকে পরানো হয় (Mahalakshmi wear gold saree in Dussehra and Diwali)। তাই সোনার পোশাকে সাজানো শ্রী মহালক্ষ্মীর রূপ দেখতে ভক্তরা ভিড় করেন। 20 বছর ধরে এই প্রথা চলে আসছে সরসবাগের এই মন্দিরে ৷

শ্রী মহালক্ষ্মী মন্দির, শ্রী বনসিলাল রামনাথ আগরওয়াল ধর্মীয় ও সাংস্কৃতিক ট্রাস্ট চিয়াবটির পক্ষ থেকে নবরাত্রির অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এই নবরাত্রি উৎসবে পদ্ম ফুলের সজ্জায় উপবিষ্ট হন শ্রী মহালক্ষ্মী, শ্রী মহাসরস্বতী, শ্রী মহাকালী দেবী। মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং মহাকালীকে ফুল এবং বিভিন্ন রঙের প্রজাপতি দিয়ে সাজানো হয়। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি দেবী জাগর নৃত্য, নারী পুলিশ ও নারী সাংবাদিককেও সম্মান প্রদান কার হয় ৷ উৎসব চলাকালীন মন্দিরে শ্রীসূক্ত অভিষেক, শ্রী বিষ্ণু সহস্ত্রনাম পাঠ, মহালক্ষ্মী মহাযাগ, মহাআরতির মতো ধর্মীয় অনুষ্ঠানও চলছে।

এই প্রসঙ্গেই ট্রাস্টি তৃপ্তি আগরওয়াল ও ট্রাস্টি অ্যাডভোকেট প্রতাপ পরদেশী জানান, দক্ষিণ ভারতের কারিগররা 20 বছর আগে এই সোনার শাড়িটি 6 মাস ধরে তৈরি করেছিলেন কারিগররা। এই শাড়িটি আকর্ষণীয় এমব্রয়ডারির কাজ রয়েছে সোনার সুতোর ৷ কথিত আছে দশেরার দিনে সোনা লুট করার প্রথা রয়েছে দক্ষিণভারতে ৷ তাই ঘরের সোনাকে রক্ষা করতে মহালক্ষ্মীকে সোনা উপহার দিয়ে সন্তুষ্ঠ করেন ভক্তরা ৷

Navratri 2022
নবরাত্রিতে 16 কেজি ওজনের সোনার শাড়িতে সাজেন দেবী মহালক্ষ্মী

আরও পড়ুন: দেবী কাত্যায়নীকে কীভাবে ভোগ নিবেদন করবেন

উৎসবে নিরাপত্তা ব্যবস্থাও তাকে আঁটোসাটো ৷ এই উৎসব মহারাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা মন্দিরে দর্শনের জন্য আসেন। ভক্তদের নিরাপত্তার জন্য 2 কোটি টাকার বিমা করা হয়েছে ৷ পাশাপাশি মন্দিররের নিরাপত্তা ব্যবস্থাও থাকে কঠোর ৷ কোনওরকম অপ্রিতীকর ঘটনা এড়াতে মন্দির ও আশেপাশে 50টি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয় ৷ 25 টিরও বেশি নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে পালন কার হয় নবরাত্রি ৷

পুনে, 1 অক্টোবর: পুনের সরসবাগে শ্রী মহালক্ষ্মী মন্দিরের দেবীকে একটি সোনার শাড়ি দেওয়া হয়েছে (History Of Mahalakshmi wear 16 kg gold saree) । দেবীকে এই শাড়িটি উপহার দিয়েছেন এক ভক্ত। এই শাড়িটির ওজন প্রায় 16 কেজি ৷ সোনার তৈরি এই শাড়ি বছরে মাত্র দু‘বার অর্থাৎ দশেরা ও লক্ষ্মী পুজায় দেবীকে পরানো হয় (Mahalakshmi wear gold saree in Dussehra and Diwali)। তাই সোনার পোশাকে সাজানো শ্রী মহালক্ষ্মীর রূপ দেখতে ভক্তরা ভিড় করেন। 20 বছর ধরে এই প্রথা চলে আসছে সরসবাগের এই মন্দিরে ৷

শ্রী মহালক্ষ্মী মন্দির, শ্রী বনসিলাল রামনাথ আগরওয়াল ধর্মীয় ও সাংস্কৃতিক ট্রাস্ট চিয়াবটির পক্ষ থেকে নবরাত্রির অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এই নবরাত্রি উৎসবে পদ্ম ফুলের সজ্জায় উপবিষ্ট হন শ্রী মহালক্ষ্মী, শ্রী মহাসরস্বতী, শ্রী মহাকালী দেবী। মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং মহাকালীকে ফুল এবং বিভিন্ন রঙের প্রজাপতি দিয়ে সাজানো হয়। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি দেবী জাগর নৃত্য, নারী পুলিশ ও নারী সাংবাদিককেও সম্মান প্রদান কার হয় ৷ উৎসব চলাকালীন মন্দিরে শ্রীসূক্ত অভিষেক, শ্রী বিষ্ণু সহস্ত্রনাম পাঠ, মহালক্ষ্মী মহাযাগ, মহাআরতির মতো ধর্মীয় অনুষ্ঠানও চলছে।

এই প্রসঙ্গেই ট্রাস্টি তৃপ্তি আগরওয়াল ও ট্রাস্টি অ্যাডভোকেট প্রতাপ পরদেশী জানান, দক্ষিণ ভারতের কারিগররা 20 বছর আগে এই সোনার শাড়িটি 6 মাস ধরে তৈরি করেছিলেন কারিগররা। এই শাড়িটি আকর্ষণীয় এমব্রয়ডারির কাজ রয়েছে সোনার সুতোর ৷ কথিত আছে দশেরার দিনে সোনা লুট করার প্রথা রয়েছে দক্ষিণভারতে ৷ তাই ঘরের সোনাকে রক্ষা করতে মহালক্ষ্মীকে সোনা উপহার দিয়ে সন্তুষ্ঠ করেন ভক্তরা ৷

Navratri 2022
নবরাত্রিতে 16 কেজি ওজনের সোনার শাড়িতে সাজেন দেবী মহালক্ষ্মী

আরও পড়ুন: দেবী কাত্যায়নীকে কীভাবে ভোগ নিবেদন করবেন

উৎসবে নিরাপত্তা ব্যবস্থাও তাকে আঁটোসাটো ৷ এই উৎসব মহারাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা মন্দিরে দর্শনের জন্য আসেন। ভক্তদের নিরাপত্তার জন্য 2 কোটি টাকার বিমা করা হয়েছে ৷ পাশাপাশি মন্দিররের নিরাপত্তা ব্যবস্থাও থাকে কঠোর ৷ কোনওরকম অপ্রিতীকর ঘটনা এড়াতে মন্দির ও আশেপাশে 50টি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয় ৷ 25 টিরও বেশি নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে পালন কার হয় নবরাত্রি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.