মোকামা (বিহার), 25 ফেব্রুয়ারি : বিহারের মোকামা স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব ৷ উপাসনা এক্সপ্রেসে চলল গুলি ৷ এক অপরাধীকে পুলিশি নিরাপত্তায় শিয়ালদায় আনা হচ্ছিল ৷ ট্রেন মোকামা স্টেশনে দাঁড়াতেই চড়াও হয় দুষ্কৃতীরা ৷ ঘটনায় আহত হয়েছেন ট্রেনের গার্ড ৷
জানা গিয়েছে, মোকামা স্টেশনে উপাসনা এক্সপ্রেস দাঁড়াতেই ওই অপরাধীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীদের দল ৷ যদিও গুলি লাগেনি অপরাধী কুণাল শর্মার গায়ে ৷ উলটে গুলিতে আহত হন সেই সময় কাছাকাছি থাকা গার্ড নবাল কিশোর ৷ পরবর্তী একটি স্টেশনে চিকিৎসার জন্য গার্ডকে নামিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এদিকে শিয়ালদায় নিয়ে যাওয়া হচ্ছিল যে অপরাধীকে, সেই কুণাল শর্মা এই সুযোগে পালিয়ে যায় ৷
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷