ETV Bharat / bharat

উপাসনা এক্সপ্রেসে চলল গুলি, শিয়ালদায় আনার আগেই পুলিশের হাতছুট অপরাধী - মোকামায় উপাসনা এক্সপ্রেসে চলল গুলি

গুলি লাগেনি অপরাধী কুণাল শর্মার গায়ে ৷ উলটে গুলিতে আহত হন সেই সময় কাছাকাছি থাকা গার্ড নবাল কিশোর ৷

Shots were fired on Upasana Express in Mokama criminal escaped before being brought to Sealdah
Shots were fired on Upasana Express in Mokama criminal escaped before being brought to Sealdah
author img

By

Published : Feb 25, 2021, 11:05 PM IST

মোকামা (বিহার), 25 ফেব্রুয়ারি : বিহারের মোকামা স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব ৷ উপাসনা এক্সপ্রেসে চলল গুলি ৷ এক অপরাধীকে পুলিশি নিরাপত্তায় শিয়ালদায় আনা হচ্ছিল ৷ ট্রেন মোকামা স্টেশনে দাঁড়াতেই চড়াও হয় দুষ্কৃতীরা ৷ ঘটনায় আহত হয়েছেন ট্রেনের গার্ড ৷

জানা গিয়েছে, মোকামা স্টেশনে উপাসনা এক্সপ্রেস দাঁড়াতেই ওই অপরাধীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীদের দল ৷ যদিও গুলি লাগেনি অপরাধী কুণাল শর্মার গায়ে ৷ উলটে গুলিতে আহত হন সেই সময় কাছাকাছি থাকা গার্ড নবাল কিশোর ৷ পরবর্তী একটি স্টেশনে চিকিৎসার জন্য গার্ডকে নামিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এদিকে শিয়ালদায় নিয়ে যাওয়া হচ্ছিল যে অপরাধীকে, সেই কুণাল শর্মা এই সুযোগে পালিয়ে যায় ৷

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মোকামা (বিহার), 25 ফেব্রুয়ারি : বিহারের মোকামা স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব ৷ উপাসনা এক্সপ্রেসে চলল গুলি ৷ এক অপরাধীকে পুলিশি নিরাপত্তায় শিয়ালদায় আনা হচ্ছিল ৷ ট্রেন মোকামা স্টেশনে দাঁড়াতেই চড়াও হয় দুষ্কৃতীরা ৷ ঘটনায় আহত হয়েছেন ট্রেনের গার্ড ৷

জানা গিয়েছে, মোকামা স্টেশনে উপাসনা এক্সপ্রেস দাঁড়াতেই ওই অপরাধীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীদের দল ৷ যদিও গুলি লাগেনি অপরাধী কুণাল শর্মার গায়ে ৷ উলটে গুলিতে আহত হন সেই সময় কাছাকাছি থাকা গার্ড নবাল কিশোর ৷ পরবর্তী একটি স্টেশনে চিকিৎসার জন্য গার্ডকে নামিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এদিকে শিয়ালদায় নিয়ে যাওয়া হচ্ছিল যে অপরাধীকে, সেই কুণাল শর্মা এই সুযোগে পালিয়ে যায় ৷

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.