ETV Bharat / bharat

Kanpur Body Recovered: দোকানদারের রহস্যমৃত্যু, দেহ মিলল ফ্রিজারে

author img

By

Published : Nov 14, 2022, 10:25 AM IST

Updated : Nov 14, 2022, 10:55 AM IST

কানপুরে এক দোকানদারের দেহ উদ্ধার হল ফ্রিজার থেকে (Shopkeeper Body Recovered from Freezer in Kanpur) ৷ বাড়িতে রাখা ফ্রিজারে প্রায় 4দিন ধরে পড়েছিল ব্যবসায়ী কুবের সিংয়ের দেহ ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Shopkeeper Body Recovered from Freezer in Kanpur
Shopkeeper Body Recovered from Freezer in Kanpur

কানপুর, 14 নভেম্বর: কানপুরে ফ্রিজারের ভিতর থেকে উদ্ধার হল দোকানদারের দেহ (Shopkeeper Body Recovered from Freezer in Kanpur) ৷ উত্তরপ্রদেশের কানপুর শহর সংলগ্ন বিধনু থানার খান্দেশ্বর গ্রামে রবিবার ঘটনাটি ঘটেছে (Kanpur Body Recovered) ৷ মৃতের নাম কুবের সিং। বয়স 52 বছর ৷ তাঁর একটি মুদিখানার দোকান রয়েছে ৷ খান্দেশ্বরের বাড়িতে ভাইপোর সঙ্গে থাকতেন ৷ তবে, ভাইপো কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকেন ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে তথ্যপ্রমাণ ও নমুনা সংগ্রহ করেছে ৷

জানা গিয়েছে, 15 বছর আগে কুবের সিংয়ের স্ত্রী মারা গিয়েছেন ৷ তাঁর এক মেয়ে রয়েছেন । তবে আগেই তাঁর বিয়ে হয়ে গিয়েছে ৷ পুলিশকে স্থানীয়রা জানিয়েছেন, গত 4 দিন ধরে কুবের সিং দোকান খোলেননি ৷ এমনকী তাঁকে কয়েকদিন ধরে দেখাও যায়নি ৷ এর পরেই রবিবার প্রতিবেশীরাই পরিজনকে খবর দেন ৷ তাঁরা খান্দেশ্বরের বাড়িতে পৌঁছে দেখেন, ঘরের মধ্যে রাখা ফ্রিজারের মধ্যে কুবের সিংয়ের দেহ পড়ে রয়েছে ৷

আরও পড়ুন: নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নামখানায়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ফরেন্সিক দলও সেখানে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ৷ এই ঘটনায়, কানপুরের পুলিশ সুপার তেজস্বরূপ সিং জানিয়েছেন, ওই ব্যক্তির দেহ তাঁর বাড়িতে রাখা ফ্রিজারের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ৷ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ফরেন্সিক দলও ঘটনাস্থল থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করেছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

কানপুর, 14 নভেম্বর: কানপুরে ফ্রিজারের ভিতর থেকে উদ্ধার হল দোকানদারের দেহ (Shopkeeper Body Recovered from Freezer in Kanpur) ৷ উত্তরপ্রদেশের কানপুর শহর সংলগ্ন বিধনু থানার খান্দেশ্বর গ্রামে রবিবার ঘটনাটি ঘটেছে (Kanpur Body Recovered) ৷ মৃতের নাম কুবের সিং। বয়স 52 বছর ৷ তাঁর একটি মুদিখানার দোকান রয়েছে ৷ খান্দেশ্বরের বাড়িতে ভাইপোর সঙ্গে থাকতেন ৷ তবে, ভাইপো কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকেন ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে তথ্যপ্রমাণ ও নমুনা সংগ্রহ করেছে ৷

জানা গিয়েছে, 15 বছর আগে কুবের সিংয়ের স্ত্রী মারা গিয়েছেন ৷ তাঁর এক মেয়ে রয়েছেন । তবে আগেই তাঁর বিয়ে হয়ে গিয়েছে ৷ পুলিশকে স্থানীয়রা জানিয়েছেন, গত 4 দিন ধরে কুবের সিং দোকান খোলেননি ৷ এমনকী তাঁকে কয়েকদিন ধরে দেখাও যায়নি ৷ এর পরেই রবিবার প্রতিবেশীরাই পরিজনকে খবর দেন ৷ তাঁরা খান্দেশ্বরের বাড়িতে পৌঁছে দেখেন, ঘরের মধ্যে রাখা ফ্রিজারের মধ্যে কুবের সিংয়ের দেহ পড়ে রয়েছে ৷

আরও পড়ুন: নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নামখানায়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ফরেন্সিক দলও সেখানে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ৷ এই ঘটনায়, কানপুরের পুলিশ সুপার তেজস্বরূপ সিং জানিয়েছেন, ওই ব্যক্তির দেহ তাঁর বাড়িতে রাখা ফ্রিজারের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ৷ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ফরেন্সিক দলও ঘটনাস্থল থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করেছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

Last Updated : Nov 14, 2022, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.