ETV Bharat / bharat

শোপিয়ানে এনকাউন্টার, খতম 1 জঙ্গি - গুলি বিনিময়

শোপিয়ানে গুলি বিনিময় ৷ একজন জঙ্গিকে খতম করেছে পুলিশ ৷

shopian
ফাইল ফোটো
author img

By

Published : Mar 14, 2021, 1:41 PM IST

শোপিয়ান, 14 মার্চ : ফের গুলি বিনিময় জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ৷ গতরাতে ঘটনাটি ঘটে ৷ আজ সকাল পর্যন্ত সেখানে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে ৷ এক জঙ্গিকে খতম করা গেছে ৷

আরও পড়ুন- অনন্তনাগে এনকাউন্টারে মৃত 4 জঙ্গি

পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে দু-তিন জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায় ৷ সঙ্গে সঙ্গে সেই জায়গাটি ঘিরে ফেলা হয় ৷ জঙ্গিদের আত্মসমর্পণের জন্য় সময় দেওয়া হয়৷ কিন্তু তাতে সাড়া না দিয়ে আচমকা গুলি চালাতে শুরু করে তারা ৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ ঘটনার পর থেকে সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আজ সকাল পর্যন্ত গুলি চলার খবর পাওয়া গেছে ৷

আরও পড়ুন- শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 জঙ্গি, বদগামে শহিদ পুলিশকর্তা

পুলিশের ধারণা, জঙ্গিরা সকলেই জইশ-ই-মহম্মদের সদস্য় ৷ কয়েকদিন আগেও আচমকা গুলি চালায় জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় পুলিশ ৷ তিন জঙ্গিকে খতম করে তারা ৷

শোপিয়ান, 14 মার্চ : ফের গুলি বিনিময় জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ৷ গতরাতে ঘটনাটি ঘটে ৷ আজ সকাল পর্যন্ত সেখানে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে ৷ এক জঙ্গিকে খতম করা গেছে ৷

আরও পড়ুন- অনন্তনাগে এনকাউন্টারে মৃত 4 জঙ্গি

পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে দু-তিন জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায় ৷ সঙ্গে সঙ্গে সেই জায়গাটি ঘিরে ফেলা হয় ৷ জঙ্গিদের আত্মসমর্পণের জন্য় সময় দেওয়া হয়৷ কিন্তু তাতে সাড়া না দিয়ে আচমকা গুলি চালাতে শুরু করে তারা ৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ ঘটনার পর থেকে সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আজ সকাল পর্যন্ত গুলি চলার খবর পাওয়া গেছে ৷

আরও পড়ুন- শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 জঙ্গি, বদগামে শহিদ পুলিশকর্তা

পুলিশের ধারণা, জঙ্গিরা সকলেই জইশ-ই-মহম্মদের সদস্য় ৷ কয়েকদিন আগেও আচমকা গুলি চালায় জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় পুলিশ ৷ তিন জঙ্গিকে খতম করে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.