নয়া দিল্লি, 7 জুন : করোনায় আক্রান্ত হওয়া থেকে মৃত্যু । স্বাস্থ্য পরীক্ষা করানো থেকে শ্মশানে শবদেহ নিয়ে অপেক্ষা করা । রাজধানী দিল্লির প্রতিদিনের এই করুণ যাত্রা ফ্রেমবন্দি করার উদ্যোগ নিল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া । সোশ্যাল মিডিয়ায় গত 3 মে থেকে চলছে শুটিং কোভিড-19 অনলাইন প্রদর্শনী ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দিল্লিসহ দেশের অন্যান্য শহর । কোথাও বেড নেই । কোথাও অক্সিজেনের অভাব । চিকিৎসা পরিষেবা দিতে নাজেহাল স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা । এমনকি শ্মশানে কাঠের অভাবে বাড়ির আসবাবপত্র ব্যবহার করতে দেখা গিয়েছে । ইলেকট্রিক চুল্লির সামনেও রেশন দোকানের মতো লাইন । কেন্দ্র সরকারের বুলেটিনে প্রকাশ, লাখের উপর দৈনিক সংক্রমণ । স্বাস্থ্যকর্মী থেকে রোগী ও রোগীর পরিবারের অসহায়তার ছবি ফ্রেমবন্দি দিল্লির ফটোগ্রাফারদের ক্যামেরায় ।
-
Shooting Covid-19
— Press Club of India (@PCITweets) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Exasperated frontline workers, a patient left to check his own health, the wait for the final journey and the cremation — @AmarjeetKSingh_ continues to click the endless cycle of tragedy that repeats every day in Delhi pic.twitter.com/yF3Csf2STa
">Shooting Covid-19
— Press Club of India (@PCITweets) May 3, 2021
Exasperated frontline workers, a patient left to check his own health, the wait for the final journey and the cremation — @AmarjeetKSingh_ continues to click the endless cycle of tragedy that repeats every day in Delhi pic.twitter.com/yF3Csf2STaShooting Covid-19
— Press Club of India (@PCITweets) May 3, 2021
Exasperated frontline workers, a patient left to check his own health, the wait for the final journey and the cremation — @AmarjeetKSingh_ continues to click the endless cycle of tragedy that repeats every day in Delhi pic.twitter.com/yF3Csf2STa
রাজধানীতে করোনার পরিস্থিতির করুণ ছবি তুলে ধরতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার অনলাইন প্রদর্শনীর আয়োজন । 3 মে টুইট করে জানানো হয়, দিল্লির ফটোগ্রাফারদের এই কোভিড-19 অনলাইন প্রদর্শনী দেখতে লগ ইন করুন @PCITweets ।
আরও পড়ুন : করোনায় শিশুদের হোমের অবস্থা নিয়ে সুপ্রিম কোর্টে শুরু স্বতঃপ্রণোদিত মামলার শুনানি