ETV Bharat / bharat

''অন্নদাতাদের সঙ্গে এই ব্যবহার দুঃখজনক'', গাজিপুরে বিরোধীদের আটকাল পুলিশ

গাজিপুরে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছেন 15 বিরোধী দলের সাংসদ। তবে তাঁদের পথ আটকেছে দিল্লি পুলিশ। কৃষকদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা দুঃখজনক বলে জানিয়েছেন বিরোধী সাংসদরা।

"Shocked To See Treatment...": sougata roy and other Opposition MPs Visit Farmers' Protest Site
গাজিপুরে বিরোধী সাংসদরা
author img

By

Published : Feb 4, 2021, 11:53 AM IST

Updated : Feb 4, 2021, 1:08 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি: বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলেন বিরোধী দলের সাংসদরা। তৃণমূল সাংসদ সৌগত রায়-সহ 15টি বিরোধী দলের সাংসদ আজ সকালে যান গাজিপুর সীমানায়। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা দুঃখজনক বলে তোপ দেগেছেন বিরোধীরা।

সৌগত রায় ছাড়াও এ দিন শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল, এনসিপি-র সুপ্রিয়া সুলে, ডিএমকে-র কানিমোঝি ও 15টি বিরোধী দলের প্রতিনিধি একটি বাসে চড়ে যান দিল্লির সীমানায়। তবে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের পথ আটকায় পুলিশ।

এই ঘটনার নিন্দা ক'রে বাদল টুইটে লেখেন, ''গাজিপুর সীমানায় যে পরিস্থিতি তৈরি হল তা প্রত্যক্ষ করলাম। অন্নদাতাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা দুঃখজনক। যুদ্ধক্ষেত্রের মতো ব্যারিকেড ও কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে কৃষকদের। এমনকি বিক্ষোভস্থলে অ্যাম্বুল্যান্স ও দমকলও ঢুকতে দেওয়া হচ্ছে না।'' তিনি আরও বলেন, ''সংসদে যাতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা চালাতে পারি, সে জন্যই এখানে এসেছি। স্পিকার আমাদের এই বিষয়টি তুলতেই দিচ্ছেন না। এখানে কী হচ্ছে তার সবিস্তার রিপোর্ট এ বার দেবে সব রাজনৈতিক দল।''

গাজিপুরে বিরোধীদের আটকাল পুলিশ

আরও পড়ুন: শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন অ্যামেরিকার

আজ সকালেও দিল্লির বিভিন্ন সীমানায় নিরাপত্তার কড়াকড়ি জোরদার করা হয়েছে। তবে বিক্ষোভকারী কৃষকদের আটকাতে রাস্তায় যে পেরেক পোঁতা হয়েছিল, তা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হওয়ার পর পেরেক তুলে নেওয়া হয়েছে।

দিল্লি, 4 ফেব্রুয়ারি: বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলেন বিরোধী দলের সাংসদরা। তৃণমূল সাংসদ সৌগত রায়-সহ 15টি বিরোধী দলের সাংসদ আজ সকালে যান গাজিপুর সীমানায়। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা দুঃখজনক বলে তোপ দেগেছেন বিরোধীরা।

সৌগত রায় ছাড়াও এ দিন শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল, এনসিপি-র সুপ্রিয়া সুলে, ডিএমকে-র কানিমোঝি ও 15টি বিরোধী দলের প্রতিনিধি একটি বাসে চড়ে যান দিল্লির সীমানায়। তবে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের পথ আটকায় পুলিশ।

এই ঘটনার নিন্দা ক'রে বাদল টুইটে লেখেন, ''গাজিপুর সীমানায় যে পরিস্থিতি তৈরি হল তা প্রত্যক্ষ করলাম। অন্নদাতাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা দুঃখজনক। যুদ্ধক্ষেত্রের মতো ব্যারিকেড ও কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে কৃষকদের। এমনকি বিক্ষোভস্থলে অ্যাম্বুল্যান্স ও দমকলও ঢুকতে দেওয়া হচ্ছে না।'' তিনি আরও বলেন, ''সংসদে যাতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা চালাতে পারি, সে জন্যই এখানে এসেছি। স্পিকার আমাদের এই বিষয়টি তুলতেই দিচ্ছেন না। এখানে কী হচ্ছে তার সবিস্তার রিপোর্ট এ বার দেবে সব রাজনৈতিক দল।''

গাজিপুরে বিরোধীদের আটকাল পুলিশ

আরও পড়ুন: শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন অ্যামেরিকার

আজ সকালেও দিল্লির বিভিন্ন সীমানায় নিরাপত্তার কড়াকড়ি জোরদার করা হয়েছে। তবে বিক্ষোভকারী কৃষকদের আটকাতে রাস্তায় যে পেরেক পোঁতা হয়েছিল, তা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হওয়ার পর পেরেক তুলে নেওয়া হয়েছে।

Last Updated : Feb 4, 2021, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.