ETV Bharat / bharat

Raut meets Uddhav: জেল থেকে বেরনোর পরদিনই উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ সঞ্জয় রাউতের

বুধবার জামিন পেয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Shiv Sena MP Sanjay Raut) ৷ বৃহস্পতিবার তিনি দেখা করলেন উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে ৷ পরে তিনি এনসিপির শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) সঙ্গেও দেখা করেন ৷

shiv-sena-mp-sanjay-raut-meets-uddhav-thackeray-a-day-after-he-walks-out-from-jail
Raut meets Uddhav: জেল থেকে বেরনোর পরদিনই উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ সঞ্জয় রাউতের
author img

By

Published : Nov 10, 2022, 8:27 PM IST

মুম্বই, 10 নভেম্বর: শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করলেন সঞ্জয় রাউত (Shiv Sena MP Sanjay Raut) ৷ বৃহস্পতিবার মুম্বই শহরতলির বান্দ্রায় উদ্ধবের বাড়ি মাতোশ্রীতে তিনি হাজির হন ৷ এই শিবসেনা সাংসদ অর্থ তছরূপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ৷ বুধবার তিনি জামিন পেয়েছেন ৷ জেল থেক বের হওয়ার পরদিনই হাজির হলেন দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করতে ৷ তাঁকে মাতোশ্রীতে স্বাগত জানান উদ্ধব-পুত্র ও মহারাষ্ট্র সরকারের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) ৷

পরে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেই বৈঠকে সঞ্জয় রাউত নিজেও উপস্থিত ছিলেন ৷ সেখানে তাঁরা নিশানা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে (Kiren Rijiju) ৷ অভিযোগ করেন, আইনমন্ত্রী বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ৷ তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের কথায় নাচছে ৷

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইনমন্ত্রী বিচারব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ মানুষের এটা নিয়ে ভয় পাওয়া উচিত ৷ গতকালে নির্দেশে স্পষ্ট হয়েছে যে কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করছে ৷ আমি বিচারব্যবস্থার কাছে কৃতজ্ঞ ৷’’

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত উদ্ধবের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি জেলে থাকার সময় তাঁর পরিবারের পাশে যে উদ্ধব সর্বদা ছিলেন, সেটাও জানান রাউত ৷ তাঁর দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছিল ৷ এই ধরনের প্রতিহিংসার রাজনীতি দেশে আগে কখনও দেখা যায়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মুম্বইয়ের গোরেগাঁওতে অবস্থিত পাত্রা চল জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সঞ্জয় রাউত ৷ ওই চলের পুনর্নির্মাণে আর্থিক দুর্নীতি (Money Laundering) হয়েছে বলে অভিযোগ ৷ আর্থিক তছরূপ বিরোধী আইনে মামলা দায়ের হয় ৷ তদন্ত শুরু করে ইডি ৷ সেই মামলাতেই অভিযুক্ত উদ্ধব ঘনিষ্ঠ এই শিবসেনা নেতা ৷ গত জুলাইয়ে গ্রেফতার করা হয় সঞ্জয় রাউতকে ৷

বুধবার তিনি জামিন পান ৷ সেদিন মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন যে উদ্ধবের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে ৷ এই কথা বলতে গিয়ে তিনি বেশ কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন ৷ তার পর বৃহস্পতিবার তাঁদের মুখোমুখি সাক্ষাৎ হল ৷ পরে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) সঙ্গেও দেখা করেন সঞ্জয় রাউত ৷

আরও পড়ুন: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের জামিন

মুম্বই, 10 নভেম্বর: শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করলেন সঞ্জয় রাউত (Shiv Sena MP Sanjay Raut) ৷ বৃহস্পতিবার মুম্বই শহরতলির বান্দ্রায় উদ্ধবের বাড়ি মাতোশ্রীতে তিনি হাজির হন ৷ এই শিবসেনা সাংসদ অর্থ তছরূপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ৷ বুধবার তিনি জামিন পেয়েছেন ৷ জেল থেক বের হওয়ার পরদিনই হাজির হলেন দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করতে ৷ তাঁকে মাতোশ্রীতে স্বাগত জানান উদ্ধব-পুত্র ও মহারাষ্ট্র সরকারের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) ৷

পরে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেই বৈঠকে সঞ্জয় রাউত নিজেও উপস্থিত ছিলেন ৷ সেখানে তাঁরা নিশানা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে (Kiren Rijiju) ৷ অভিযোগ করেন, আইনমন্ত্রী বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ৷ তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের কথায় নাচছে ৷

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইনমন্ত্রী বিচারব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ মানুষের এটা নিয়ে ভয় পাওয়া উচিত ৷ গতকালে নির্দেশে স্পষ্ট হয়েছে যে কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করছে ৷ আমি বিচারব্যবস্থার কাছে কৃতজ্ঞ ৷’’

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত উদ্ধবের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি জেলে থাকার সময় তাঁর পরিবারের পাশে যে উদ্ধব সর্বদা ছিলেন, সেটাও জানান রাউত ৷ তাঁর দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছিল ৷ এই ধরনের প্রতিহিংসার রাজনীতি দেশে আগে কখনও দেখা যায়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মুম্বইয়ের গোরেগাঁওতে অবস্থিত পাত্রা চল জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সঞ্জয় রাউত ৷ ওই চলের পুনর্নির্মাণে আর্থিক দুর্নীতি (Money Laundering) হয়েছে বলে অভিযোগ ৷ আর্থিক তছরূপ বিরোধী আইনে মামলা দায়ের হয় ৷ তদন্ত শুরু করে ইডি ৷ সেই মামলাতেই অভিযুক্ত উদ্ধব ঘনিষ্ঠ এই শিবসেনা নেতা ৷ গত জুলাইয়ে গ্রেফতার করা হয় সঞ্জয় রাউতকে ৷

বুধবার তিনি জামিন পান ৷ সেদিন মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন যে উদ্ধবের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে ৷ এই কথা বলতে গিয়ে তিনি বেশ কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন ৷ তার পর বৃহস্পতিবার তাঁদের মুখোমুখি সাক্ষাৎ হল ৷ পরে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) সঙ্গেও দেখা করেন সঞ্জয় রাউত ৷

আরও পড়ুন: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের জামিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.