ETV Bharat / bharat

ED Detained Sanjay Raut: দুর্নীতি মামলায় আটক সঞ্জয় রাউত, আনা হল ইডি দফতরে - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

জমি দুর্নীতি ও সেই সংক্রান্ত হাওয়ালা মামলায় শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে আটক করল ইডি (Shiv Sena MP Sanjay Raut Detain by ED in Mumbai Patra Chawl Land Scam) ৷ আজ সকালে তাঁর বাড়িতে হানা দেয় এই কেন্দ্রীয় সংস্থা ৷

Shiv Sena MP Sanjay Raut Detain by ED in Mumbai Patra Chawl Land Scam
Shiv Sena MP Sanjay Raut Detain by ED in Mumbai Patra Chawl Land Scam
author img

By

Published : Jul 31, 2022, 4:49 PM IST

Updated : Jul 31, 2022, 5:50 PM IST

মুম্বই, 31 জুলাই: সকালে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে হানা ৷ আর তার প্রায় 9 ঘণ্টা পরে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Shiv Sena MP Sanjay Raut Detain by ED in Mumbai Patra Chawl Land Scam) ৷ মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়নে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে ইডি আটক করেছে ৷ আটক করার পরে রাাজ্যসভার এই সাংসদকে নিয়ে মুম্বইয়ে নিজেদের দফতরে আসেন ইডির আধিকারিকরা ৷

এ দিন সকাল 7টায় সঞ্জয় রাউতের বাড়িতে যায় ইডির আধিকারিকরা ৷ সঙ্গে ছিল সিআইএসএফ এর জওয়ানরা ৷ সঞ্জয় রাউতকে মুম্বইয়ের বস্তির জমি দুর্নীতি এবং হাওয়ালা মামলায় প্রায় 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, ইডি’র সঙ্গে সহযোগিতা করছিলেন না শিবসেনা সাংসদ ৷ তার পরেই তাঁকে আটক করে ইডি ৷

মুম্বইয়ের পাত্রা বস্তি সংস্কারে জমি দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই মামলার তদন্তে জানা যায়, কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে ৷ ইডি তদন্তে সঞ্জয় রাউতের নাম উঠে আসে ৷ এর আগে গত 27 জুন সঞ্জয় রাউতকে নোটিশ পাঠিয়ে মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ 1 জুলাই সঞ্জয় রাউত হাজিরা দেনও ৷ সেদিনও প্রায় 10 ঘণ্টা শিবসেনার এই শীর্ষনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এর পর গত 20 ও 27 জুলাই ফের ইডি তাঁকে হাজিরা দিতে বলে নোটিশ পাঠায় ৷ কিন্তু, সঞ্জয় রাউত ইডির হাজিরা এড়িয়ে যান ৷

আরও পড়ুন: মিথ্যে তথ্য, মিথ্যে পদক্ষেপ; বাড়িতে ইডি হানা নিয়ে টুইট সঞ্জয় রাউতের

এর পরেই আজ সকালে তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা ৷ ইডির তরফে তাঁকে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় ৷ কিন্তু অভিযোগ শিবসেনা মুখপাত্র ইডির বহু প্রশ্নের জবাব এড়িয়ে যান ৷ তার পরেই তাঁকে বিকেল 4টের পর আটক করে ইডি ৷ নতুন করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে ৷

আরও পড়ুন: ঠাকরে-সেনার বাড়িতে ইডি, 'লড়াই চালিয়ে যাব' হুঙ্কার সঞ্জয় রাউতের

অন্যদিকে, এ দিন সকাল থেকেই সঞ্জয় রাউতের বাড়ির সামনে শিবসেনা কর্মীরা ভিড় করেন ৷ লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ মাঝে বাড়ির ব্যালকনি থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাতও দেখান সাংসদ ৷ এসবের মাঝে বেশ কয়েকটি টুইটও করেন সঞ্জয় রাউত ৷ বালাসাহেব ঠাকরের নামে শপথ করে জানান, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন ৷ এমনকি ইডি মিথ্যা তথ্য নিয়ে তাঁকে ফাঁসাচ্ছে বলে অভিযোগ করেন সঞ্জয় রাউত ৷

মুম্বই, 31 জুলাই: সকালে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে হানা ৷ আর তার প্রায় 9 ঘণ্টা পরে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Shiv Sena MP Sanjay Raut Detain by ED in Mumbai Patra Chawl Land Scam) ৷ মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়নে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে ইডি আটক করেছে ৷ আটক করার পরে রাাজ্যসভার এই সাংসদকে নিয়ে মুম্বইয়ে নিজেদের দফতরে আসেন ইডির আধিকারিকরা ৷

এ দিন সকাল 7টায় সঞ্জয় রাউতের বাড়িতে যায় ইডির আধিকারিকরা ৷ সঙ্গে ছিল সিআইএসএফ এর জওয়ানরা ৷ সঞ্জয় রাউতকে মুম্বইয়ের বস্তির জমি দুর্নীতি এবং হাওয়ালা মামলায় প্রায় 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, ইডি’র সঙ্গে সহযোগিতা করছিলেন না শিবসেনা সাংসদ ৷ তার পরেই তাঁকে আটক করে ইডি ৷

মুম্বইয়ের পাত্রা বস্তি সংস্কারে জমি দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই মামলার তদন্তে জানা যায়, কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে ৷ ইডি তদন্তে সঞ্জয় রাউতের নাম উঠে আসে ৷ এর আগে গত 27 জুন সঞ্জয় রাউতকে নোটিশ পাঠিয়ে মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ 1 জুলাই সঞ্জয় রাউত হাজিরা দেনও ৷ সেদিনও প্রায় 10 ঘণ্টা শিবসেনার এই শীর্ষনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এর পর গত 20 ও 27 জুলাই ফের ইডি তাঁকে হাজিরা দিতে বলে নোটিশ পাঠায় ৷ কিন্তু, সঞ্জয় রাউত ইডির হাজিরা এড়িয়ে যান ৷

আরও পড়ুন: মিথ্যে তথ্য, মিথ্যে পদক্ষেপ; বাড়িতে ইডি হানা নিয়ে টুইট সঞ্জয় রাউতের

এর পরেই আজ সকালে তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা ৷ ইডির তরফে তাঁকে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় ৷ কিন্তু অভিযোগ শিবসেনা মুখপাত্র ইডির বহু প্রশ্নের জবাব এড়িয়ে যান ৷ তার পরেই তাঁকে বিকেল 4টের পর আটক করে ইডি ৷ নতুন করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে ৷

আরও পড়ুন: ঠাকরে-সেনার বাড়িতে ইডি, 'লড়াই চালিয়ে যাব' হুঙ্কার সঞ্জয় রাউতের

অন্যদিকে, এ দিন সকাল থেকেই সঞ্জয় রাউতের বাড়ির সামনে শিবসেনা কর্মীরা ভিড় করেন ৷ লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ মাঝে বাড়ির ব্যালকনি থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাতও দেখান সাংসদ ৷ এসবের মাঝে বেশ কয়েকটি টুইটও করেন সঞ্জয় রাউত ৷ বালাসাহেব ঠাকরের নামে শপথ করে জানান, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন ৷ এমনকি ইডি মিথ্যা তথ্য নিয়ে তাঁকে ফাঁসাচ্ছে বলে অভিযোগ করেন সঞ্জয় রাউত ৷

Last Updated : Jul 31, 2022, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.