মুম্বই, 31 জুলাই: সকালে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে হানা ৷ আর তার প্রায় 9 ঘণ্টা পরে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Shiv Sena MP Sanjay Raut Detain by ED in Mumbai Patra Chawl Land Scam) ৷ মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়নে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে ইডি আটক করেছে ৷ আটক করার পরে রাাজ্যসভার এই সাংসদকে নিয়ে মুম্বইয়ে নিজেদের দফতরে আসেন ইডির আধিকারিকরা ৷
এ দিন সকাল 7টায় সঞ্জয় রাউতের বাড়িতে যায় ইডির আধিকারিকরা ৷ সঙ্গে ছিল সিআইএসএফ এর জওয়ানরা ৷ সঞ্জয় রাউতকে মুম্বইয়ের বস্তির জমি দুর্নীতি এবং হাওয়ালা মামলায় প্রায় 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, ইডি’র সঙ্গে সহযোগিতা করছিলেন না শিবসেনা সাংসদ ৷ তার পরেই তাঁকে আটক করে ইডি ৷
মুম্বইয়ের পাত্রা বস্তি সংস্কারে জমি দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই মামলার তদন্তে জানা যায়, কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে ৷ ইডি তদন্তে সঞ্জয় রাউতের নাম উঠে আসে ৷ এর আগে গত 27 জুন সঞ্জয় রাউতকে নোটিশ পাঠিয়ে মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ 1 জুলাই সঞ্জয় রাউত হাজিরা দেনও ৷ সেদিনও প্রায় 10 ঘণ্টা শিবসেনার এই শীর্ষনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এর পর গত 20 ও 27 জুলাই ফের ইডি তাঁকে হাজিরা দিতে বলে নোটিশ পাঠায় ৷ কিন্তু, সঞ্জয় রাউত ইডির হাজিরা এড়িয়ে যান ৷
আরও পড়ুন: মিথ্যে তথ্য, মিথ্যে পদক্ষেপ; বাড়িতে ইডি হানা নিয়ে টুইট সঞ্জয় রাউতের
এর পরেই আজ সকালে তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা ৷ ইডির তরফে তাঁকে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় ৷ কিন্তু অভিযোগ শিবসেনা মুখপাত্র ইডির বহু প্রশ্নের জবাব এড়িয়ে যান ৷ তার পরেই তাঁকে বিকেল 4টের পর আটক করে ইডি ৷ নতুন করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে ৷
আরও পড়ুন: ঠাকরে-সেনার বাড়িতে ইডি, 'লড়াই চালিয়ে যাব' হুঙ্কার সঞ্জয় রাউতের
অন্যদিকে, এ দিন সকাল থেকেই সঞ্জয় রাউতের বাড়ির সামনে শিবসেনা কর্মীরা ভিড় করেন ৷ লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ মাঝে বাড়ির ব্যালকনি থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাতও দেখান সাংসদ ৷ এসবের মাঝে বেশ কয়েকটি টুইটও করেন সঞ্জয় রাউত ৷ বালাসাহেব ঠাকরের নামে শপথ করে জানান, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন ৷ এমনকি ইডি মিথ্যা তথ্য নিয়ে তাঁকে ফাঁসাচ্ছে বলে অভিযোগ করেন সঞ্জয় রাউত ৷