ETV Bharat / bharat

Sexual Assault in Delhi: রাজধানীতে নিরাপদ নয় পুরুষরাও, যৌন নির্যাতনের পর বালককে আধমরা ফেলে পালাল দুষ্কৃতীরা! - স্বাতী মালিওয়াল

12 বছরের এক বালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠল রাজধানী দিল্লিতে (Sexual Assault with A 12 Year Boy in Delhi) ৷ 4 ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি 3 এখনও পলাতক ৷

Sexual Assault with A 12 Year Boy in Delhi
Sexual Assault with A 12 Year Boy in Delhi
author img

By

Published : Sep 25, 2022, 5:57 PM IST

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: দিল্লিতে নিরাপদ নয় ছেলেরাও ! রাজধানীতে 12 বছরের বালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে (Sexual Assault with A 12 Year Boy in Delhi) ৷ শুধু তাই নয় নির্যাতনের পর তাকে লাঠি দিয়ে মারধর করে ফেলে রাখা হয় বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ এই ঘটনায় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, বাকি 3 জন পলাতক ৷

  • 12 साल के लड़के से बलात्कार के मामले में दिल्ली पुलिस को नोटिस जारी किया है. सभी आरोपी जल्द से जल्द गिरफ्तार हों और बच्चे को न्याय मिले. pic.twitter.com/352eWsL1pD

    — Swati Maliwal (@SwatiJaiHind) September 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাতী মালিওয়াল (Swati Maliwal) তাঁর টুইটারে অভিযোগ করেছেন, ‘‘দিল্লিতে মেয়েরা তো দূর, ছেলেরাও নিরাপদ নয় ৷ এক 12 বছরের বালকের সঙ্গে যৌন নির্যাতন করেছেন 4 ব্যক্তি ৷ তার পর তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আধমরা করে ফেলে রাখা হয় ৷ আমাদের দল এই ঘটনায় পুলিশে এফআইআর দায়ের করেছে ৷ এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে ৷ 3 জন অভিযুক্ত এখনও পলাতক ৷ দিল্লি পুলিশকে এ নিয়ে চিঠি দিয়েছি ৷’’ ইতিমধ্যে দিল্লি পুলিশকে এই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে ৷

  • दिल्ली में लड़की तो क्या लड़के भी सुरक्षित नहीं हैं। एक 12 साल के लड़के के साथ 4 लोगों ने बुरी तरह से रेप किया और डंडों से पीटकर अधमरी हालत में छोड़कर चले गए। हमारी टीम ने मामले में FIR दर्ज करवाई। 1 आरोपी गिरफ़्तार, 3 अब भी फ़रार, दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। pic.twitter.com/tXrqK7xkwm

    — Swati Maliwal (@SwatiJaiHind) September 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক

যৌন নির্যাতনের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই বালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তাঁর শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে ৷ লাঠি দিয়ে মারার কারণে, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে তার ৷ ঘটনায় পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশের উপরে চাপ তৈরি করেছে বেশ কয়েকটি সমাজসেবী ও শিশু অধিকার সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন ৷

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: দিল্লিতে নিরাপদ নয় ছেলেরাও ! রাজধানীতে 12 বছরের বালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে (Sexual Assault with A 12 Year Boy in Delhi) ৷ শুধু তাই নয় নির্যাতনের পর তাকে লাঠি দিয়ে মারধর করে ফেলে রাখা হয় বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ এই ঘটনায় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, বাকি 3 জন পলাতক ৷

  • 12 साल के लड़के से बलात्कार के मामले में दिल्ली पुलिस को नोटिस जारी किया है. सभी आरोपी जल्द से जल्द गिरफ्तार हों और बच्चे को न्याय मिले. pic.twitter.com/352eWsL1pD

    — Swati Maliwal (@SwatiJaiHind) September 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাতী মালিওয়াল (Swati Maliwal) তাঁর টুইটারে অভিযোগ করেছেন, ‘‘দিল্লিতে মেয়েরা তো দূর, ছেলেরাও নিরাপদ নয় ৷ এক 12 বছরের বালকের সঙ্গে যৌন নির্যাতন করেছেন 4 ব্যক্তি ৷ তার পর তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আধমরা করে ফেলে রাখা হয় ৷ আমাদের দল এই ঘটনায় পুলিশে এফআইআর দায়ের করেছে ৷ এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে ৷ 3 জন অভিযুক্ত এখনও পলাতক ৷ দিল্লি পুলিশকে এ নিয়ে চিঠি দিয়েছি ৷’’ ইতিমধ্যে দিল্লি পুলিশকে এই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে ৷

  • दिल्ली में लड़की तो क्या लड़के भी सुरक्षित नहीं हैं। एक 12 साल के लड़के के साथ 4 लोगों ने बुरी तरह से रेप किया और डंडों से पीटकर अधमरी हालत में छोड़कर चले गए। हमारी टीम ने मामले में FIR दर्ज करवाई। 1 आरोपी गिरफ़्तार, 3 अब भी फ़रार, दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। pic.twitter.com/tXrqK7xkwm

    — Swati Maliwal (@SwatiJaiHind) September 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক

যৌন নির্যাতনের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই বালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তাঁর শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে ৷ লাঠি দিয়ে মারার কারণে, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে তার ৷ ঘটনায় পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশের উপরে চাপ তৈরি করেছে বেশ কয়েকটি সমাজসেবী ও শিশু অধিকার সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.