ETV Bharat / bharat

Road Accident: মন্দির যাওয়ার পথে ভয়ানক দুর্ঘটনা, রাজস্থানে মৃত কমপক্ষে আট

author img

By

Published : Jan 1, 2023, 8:41 PM IST

রবিবার ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) ঘটল রাজস্থানের (Rajasthan) শিকার জেলার (Sikar District) খণ্ডেলা (Khandela) এলাকায় ৷ তাতে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর মিলেছে ৷

several people lost lives in a Road Accident at Khandela of Rajasthan
দুর্ঘটনাগ্রস্ত দু'টি গাড়ি ৷

খণ্ডেলা (রাজস্থান), 1 জানুয়ারি: ইংরেজি নববর্ষের শুরুর দিনেই ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) ৷ তাতে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ জখম হয়েছেন আরও অনেকে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের (Rajasthan) শিকার জেলার (Sikar District) খাণ্ডেলা (Khandela) এলাকায় ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে খাণ্ডেলা থেকে পালসানাগামী সড়কে ৷ ওই পথে মাঝি সাহেব ধানি নামে একটি জায়গা আছে ৷ তার লাগোয়া এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে ৷ একটি পিক-আপ ভ্য়ানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের ৷ এর ফলে দু'টি গাড়িরই মারাত্মক ক্ষতি হয়েছে ৷

আরও পড়ুন: বছর শুরুর দিনেই উপত্যকায় অশান্তি, জওয়ানের হাত থেকে অস্ত্র ছিনতাই

স্থানীয় খাণ্ডেলা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর রয়েছে ৷ নিহতরা সকলেই দুর্ঘটনাগ্রস্ত পিক-আপ ভ্য়ানের যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ নিহতদের মধ্যে দু'জনের দেহ খাণ্ডেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ সেখানেই ওই দেহদু'টির ময়নাতদন্ত করা হবে ৷ অন্য ছ'টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পলসানা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এছাড়া, এই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর ৷

শেষ পাওয়া খবর অনুসারে, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের কারও পরিচয় জানা যায়নি ৷ তবে, তাঁরা সকলেই সামোদ এলাকার বাসিন্দা ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ছুটির দিন উপলক্ষে মন্দির দর্শনে বেরিয়েছিলেন সামোদের কয়েকজন বাসিন্দা ৷ খাণ্ডেলায় একটি মন্দির রয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে সেটি অত্যন্ত জনপ্রিয় ৷ মন্দিরে রোজই ভিড় জমান ভক্তরা ৷ নিয়মিত পুজো দেন অনেকে ৷ ছুটির দিনগুলিতে মন্দিরে ভিড় আরও বাড়ে ৷ রবিবার একটি পিকআপ ভ্যান ভাড়া করে মন্দিরের উদ্দেশে রওনা দেন সামোদ গ্রামের কয়েকজন বাসিন্দা ৷ কিন্তু মন্দিরে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷

তবে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু'টি মুখোমুখি হল কীভাবে, কেন দু'টি গাড়ির চালক সময় থাকতে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারলেন না, সেইসব প্রশ্ন উঠছেই ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রাফিক নিয়ম ভাঙার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ৷ তবু, এর পিছনে অন্য কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

খণ্ডেলা (রাজস্থান), 1 জানুয়ারি: ইংরেজি নববর্ষের শুরুর দিনেই ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) ৷ তাতে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ জখম হয়েছেন আরও অনেকে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের (Rajasthan) শিকার জেলার (Sikar District) খাণ্ডেলা (Khandela) এলাকায় ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে খাণ্ডেলা থেকে পালসানাগামী সড়কে ৷ ওই পথে মাঝি সাহেব ধানি নামে একটি জায়গা আছে ৷ তার লাগোয়া এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে ৷ একটি পিক-আপ ভ্য়ানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের ৷ এর ফলে দু'টি গাড়িরই মারাত্মক ক্ষতি হয়েছে ৷

আরও পড়ুন: বছর শুরুর দিনেই উপত্যকায় অশান্তি, জওয়ানের হাত থেকে অস্ত্র ছিনতাই

স্থানীয় খাণ্ডেলা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর রয়েছে ৷ নিহতরা সকলেই দুর্ঘটনাগ্রস্ত পিক-আপ ভ্য়ানের যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ নিহতদের মধ্যে দু'জনের দেহ খাণ্ডেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ সেখানেই ওই দেহদু'টির ময়নাতদন্ত করা হবে ৷ অন্য ছ'টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পলসানা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এছাড়া, এই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর ৷

শেষ পাওয়া খবর অনুসারে, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের কারও পরিচয় জানা যায়নি ৷ তবে, তাঁরা সকলেই সামোদ এলাকার বাসিন্দা ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ছুটির দিন উপলক্ষে মন্দির দর্শনে বেরিয়েছিলেন সামোদের কয়েকজন বাসিন্দা ৷ খাণ্ডেলায় একটি মন্দির রয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে সেটি অত্যন্ত জনপ্রিয় ৷ মন্দিরে রোজই ভিড় জমান ভক্তরা ৷ নিয়মিত পুজো দেন অনেকে ৷ ছুটির দিনগুলিতে মন্দিরে ভিড় আরও বাড়ে ৷ রবিবার একটি পিকআপ ভ্যান ভাড়া করে মন্দিরের উদ্দেশে রওনা দেন সামোদ গ্রামের কয়েকজন বাসিন্দা ৷ কিন্তু মন্দিরে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷

তবে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু'টি মুখোমুখি হল কীভাবে, কেন দু'টি গাড়ির চালক সময় থাকতে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারলেন না, সেইসব প্রশ্ন উঠছেই ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রাফিক নিয়ম ভাঙার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ৷ তবু, এর পিছনে অন্য কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.