ETV Bharat / bharat

Vaniyambadi Bus Accident: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত 5, আহত 40 জন চিকিৎসাধীন - দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ

Bus Accident in Tamil Nadu: শুক্রবার রাতে তামিলনাড়ুর তিরুপাতুর জেলার ভানিয়ামবাড়ি এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ একটি বাস চেন্নাই থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল ৷ অন্যটি উলটোদিক থেকে চেন্নাইয়ের দিকে আসছিল ৷ দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ আহত 40 জন ৷

Vaniyambadi Bus Accident
Vaniyambadi Bus Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 1:01 PM IST

তিরুপাতুর (তামিলনাড়ু), 11 নভেম্বর: জাতীয় সড়কে বাস দুর্ঘটনা ৷ ওই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ অন্তত 40 জন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁরা প্রক্যেতেই হাসপাতালে ভরতি ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থল তামিলনাড়ুর তিরুপাতুর জেলার ভানিয়ামবাড়ি ৷

একটি সরকারি বাস ও একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা হয় ৷ সরকারি বাসটি বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল ৷ সরকারি বাসটি হঠাৎ চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় ৷ তার পর উলটোদিকে লেনে চলে যায় ৷ তখন উলটোদিক থেকে চেন্নাই থেকে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি বিলাসবহুল বাস আসছিল ৷ দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষের জোরে বিকট শব্দ হয় ৷ রাতের অন্ধকারে এমন বিকট শব্দে কার্যত কেঁপে ওঠে আশপাশের এলাকা ৷ কিছুক্ষণের মধ্য়ে চিৎকার-কান্নার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষ ৷ তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে ৷

উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ৷ নিহতদের মধ্যে রয়েছেন উলুন্দুরপেটের বাসিন্দা সরকারি বাসের চালক ইলুমলাইও, কোলারের বেসরকারি বাসের চালক মহম্মদ নাদিম, ওই বাসের ক্লিনার ভানিয়ামবাড়ির বাসিন্দা মহম্মদ বাইরোস, চিত্তুরের অজিত কুমার ও চেন্নাইয়ের কৃতিকা নামে এক মহিলা ৷

এছাড়াও এই দুর্ঘটনায় 40 জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন । তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ভানিয়ামবাড়ি সরকারি হাসপাতালে পাঠানো হয় । গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে আরও চিকিৎসার জন্য ভেলোর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যানজট তৈরি হয় ৷ পরে পুলিশ গিয়ে দু’টি বাসের ধ্বংসাবশেষ রাস্তা থেকে সরিয়ে দেয় ৷ তার পর আবার যান চলাচল শুরু হয় ৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকঘণ্টা লেগে যায় ৷ ঘটনাস্থলে যান ভানিয়ামবাড়ির বিধায়ক সেন্থিল কুমার, তিরুপাতুরের জেলাশাসক বাস্কারা পান্ডিয়ান এবং জেলা পুলিশ সুপার অ্যালবার্ট ৷ তাঁরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গেও কথা বলেন ।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন কৃতিকা ৷ তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে বেঙ্গালুরু থেকে চেন্নাই যাচ্ছিলেন । তাঁর দুই সন্তানই গুরুতর আহত হয়েছে ৷ তারা এখন ভানিয়ামবাড়ি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ওই শিশুরা যন্ত্রণায় ছটফট করতে করতে শুধু মাকে খুঁজছে ৷ পুলিশ জানিয়েছে, অন্য আহতদের মতো তাদেরও পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বাড়ছে পথ দুর্ঘটনা ! প্রশ্নের মুখে পরিবহণ ব্যবস্থা, দায়ী নাগরিকরাও
  2. দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, পুড়ে মৃত 2; জখম বহু
  3. বাসস্ট্যান্ডে প্রতীক্ষারত যাত্রীদের পিষে দিল বাস, গুজরাতে মৃত কমপক্ষে 10

তিরুপাতুর (তামিলনাড়ু), 11 নভেম্বর: জাতীয় সড়কে বাস দুর্ঘটনা ৷ ওই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ অন্তত 40 জন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁরা প্রক্যেতেই হাসপাতালে ভরতি ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থল তামিলনাড়ুর তিরুপাতুর জেলার ভানিয়ামবাড়ি ৷

একটি সরকারি বাস ও একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা হয় ৷ সরকারি বাসটি বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল ৷ সরকারি বাসটি হঠাৎ চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় ৷ তার পর উলটোদিকে লেনে চলে যায় ৷ তখন উলটোদিক থেকে চেন্নাই থেকে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি বিলাসবহুল বাস আসছিল ৷ দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষের জোরে বিকট শব্দ হয় ৷ রাতের অন্ধকারে এমন বিকট শব্দে কার্যত কেঁপে ওঠে আশপাশের এলাকা ৷ কিছুক্ষণের মধ্য়ে চিৎকার-কান্নার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষ ৷ তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে ৷

উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ৷ নিহতদের মধ্যে রয়েছেন উলুন্দুরপেটের বাসিন্দা সরকারি বাসের চালক ইলুমলাইও, কোলারের বেসরকারি বাসের চালক মহম্মদ নাদিম, ওই বাসের ক্লিনার ভানিয়ামবাড়ির বাসিন্দা মহম্মদ বাইরোস, চিত্তুরের অজিত কুমার ও চেন্নাইয়ের কৃতিকা নামে এক মহিলা ৷

এছাড়াও এই দুর্ঘটনায় 40 জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন । তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ভানিয়ামবাড়ি সরকারি হাসপাতালে পাঠানো হয় । গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে আরও চিকিৎসার জন্য ভেলোর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যানজট তৈরি হয় ৷ পরে পুলিশ গিয়ে দু’টি বাসের ধ্বংসাবশেষ রাস্তা থেকে সরিয়ে দেয় ৷ তার পর আবার যান চলাচল শুরু হয় ৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকঘণ্টা লেগে যায় ৷ ঘটনাস্থলে যান ভানিয়ামবাড়ির বিধায়ক সেন্থিল কুমার, তিরুপাতুরের জেলাশাসক বাস্কারা পান্ডিয়ান এবং জেলা পুলিশ সুপার অ্যালবার্ট ৷ তাঁরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গেও কথা বলেন ।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন কৃতিকা ৷ তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে বেঙ্গালুরু থেকে চেন্নাই যাচ্ছিলেন । তাঁর দুই সন্তানই গুরুতর আহত হয়েছে ৷ তারা এখন ভানিয়ামবাড়ি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ওই শিশুরা যন্ত্রণায় ছটফট করতে করতে শুধু মাকে খুঁজছে ৷ পুলিশ জানিয়েছে, অন্য আহতদের মতো তাদেরও পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বাড়ছে পথ দুর্ঘটনা ! প্রশ্নের মুখে পরিবহণ ব্যবস্থা, দায়ী নাগরিকরাও
  2. দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, পুড়ে মৃত 2; জখম বহু
  3. বাসস্ট্যান্ডে প্রতীক্ষারত যাত্রীদের পিষে দিল বাস, গুজরাতে মৃত কমপক্ষে 10
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.