নাগপুর, 16 ডিসেম্বর: ছ'জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় ৷ শুক্রবার মধ্যরাতের কিছু পরে মহারাষ্ট্রের নাগরপুরের শহরতলিতে এই দুর্ঘটনা ঘটেছে ৷ একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এতে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি কাটোল-কালমেশ্বর রোডের মাঝে সোনখম্ব গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে রাত 12.15 মিনিট থেকে 2টোর মধ্যে ৷ ওই গাড়িতে 7 জন যাত্রী ছিল ৷ তাঁরা সবাই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ৷ ফেরার পথে একটি সোয়াবিন বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী গাড়িটির ৷
ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয় ৷ দু'জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত্যু হয় ৷ তিনজনকে চিকিৎসার জন্য নাগপুরে নিয়ে আসা হয় ৷ তাঁদের মধ্যে 2 জনের সেখানে মৃত্যু হয় ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ট্রাকটির চালককে গ্রেফতার করা হয়েছে ৷
এর আগে 10 ডিসেম্বর ছত্তিশগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান নববধূ ৷ তাঁকে নিয়ে গাড়িটি পাকারিয়া গ্রামে ফিরছিল ৷ সেই সময় গাড়িটিতে ধাক্কা মারে একটি ট্রাক ৷ জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গাড়িতে ধাক্কা মারে ৷ এর পরিণতিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নববধূ-সহ 4 জনের ৷ সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়ির সামনে অংশ পিছনের সিটের কাছে চলে যায় ৷
নভেম্বরের শেষ দিকে 400 ফুট নীচে খাদের জলে পড়ে যায় একটি গাড়ি ৷ এরপর গাড়িটি তিস্তা নদীতে পড়ে ৷ দুর্ঘটনাটি ঘটে কালিম্পংয়ের লিকুভিড় এলাকার 10 নম্বর জাতীয় সড়কে ৷ ওই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয় ৷ ডিসেম্বরের প্রথম দিকে শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান 3 জন ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে ৷
আরও পড়ুন: