নয়াদিল্লি, 9 মার্চ: মর্মান্তিক পথদুর্ঘটনায় মারা গেলেন দু'জন ৷ জখম 8 জন ৷ এদের মধ্যে শিশুরাও আছে ৷ পুলিশ জানিয়েছে, একটি জিপ খুব দ্রুত গতিতে আসছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বহু লোককে গাড়িটি ধাক্কা দেয় বলে অভিযোগ ৷ পথ দুর্ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির মালাই মন্দির এলাকায় (Thar Driver allegedly crashed many people in New Delhi) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'জন গুরুতর জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন তাঁরা মারা যান ৷ মৃতদের নাম মুন্না ও সমীর ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটির চালক তীব্র গতিতে গাড়িটি চালাচ্ছিলেন ৷ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তার ফলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ থর মডেলের জিপটি আরও দু'টি গাড়িকে ধাক্কা মেরেছে ৷ এক পুলিশ আধিকারিক বলেন, "এইমস-এর ট্রমা সেন্টারে আহতদের চিকিৎসা চলছে ৷" তারা বসন্ত বিহারের শিব ক্যাম্প এবং একতা বিহার, আর কে পুরমের বাসিন্দা ৷
পুলিশ আরও জানায়, এই থর গাড়িটি দু'টি চারচাকার গাড়ি, তিনটি ভেনন্ডর স্টলকেও ধাক্কা মেরেছে ৷ 8 মার্চ হোলির সন্ধেয় সাড়ে 7টা নাগাদ একটি পিসিআর কল আসে দিল্লির বসন্ত বিহার থানায় ৷ সেখানে পুলিশকে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির 304A ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷
আরও পড়ুন: সিমলায় খাদে গাড়ি পড়ে চারজনের মৃত্যু
মঙ্গলবার রাতে প্রায় একই রকম একটি পথদুর্ঘটনায় মারা গিয়েছেন 5 জন ৷ পথ দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের টিকামগড়ে ৷ একটি এসইউভি দ্রুত গতিতে আসছিল ৷ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই গাড়িতে থাকা 5 জন মারা যান ৷ এর মধ্যে 2 জন মহিলা ৷ এই ঘটনায় আরও 8 জন জখম হন ৷ জাতীয় সড়কে হওয়া দুর্ঘটনার সময় রাস্তা ফাঁকা ছিল ৷ পথচারীরাই আহতদের উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতাল থেকে পাওয়া খবর অনুযায়ী, চারজনের অবস্থা গুরুতর ৷ তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঝাঁসিতে পাঠানো হয়েছে ৷ এর আগে 24 ফেব্রুয়ারি জাতীয় সড়কের পাশে বাস দাঁড়িয়ে ছিল ৷ আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে৷ ঘটনাস্থলে প্রাণ হারান 14 জন ৷ পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় ৷ এই পথ দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের সিধি জেলার মোহনিয়া টানেলের কাছে ৷