ETV Bharat / bharat

Tragic Bus Accident in Jammu: সেতু থেকে বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 10

দর্শনার্থী সমেত বাস খাদে পড়ে দুর্ঘটনা জম্মুতে ৷ কাটরার দিকে যাচ্ছিল বাসটি ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 10, আহত 20 জন ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাডতে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

author img

By

Published : May 30, 2023, 9:19 AM IST

Updated : May 30, 2023, 9:31 AM IST

Bus Accident
বাস দুর্ঘটনা

জম্মু, 30 মে: বাস দুর্ঘটনায় কমপক্ষে 10 জনের মৃত্যু হল ৷ আহত কমপক্ষে 20 জম্মুতে একটি বাস সেতু থেকে নীচে গর্তের মধ্যে পড়ে যায় । বাসটি কাটরা যাচ্ছিল ৷ কোটলি এলাকায় বাস দুর্ঘটনাটি ঘটে ৷ কাটরা থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব 15 কিমি ৷ সরকারি সূত্র অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে ৷ অনেকেই গুরুতর জখম হয়েছে ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বাসে দর্শনার্থীরা ছিলেন ৷ তাঁরা মাতা বৈষ্ণো দেবীর মন্দির দর্শনে যাচ্ছিলেন ৷ ত্রিকুটা পাহাড়ে অবস্থিত এই মন্দিরের বেস ক্যাম্প হল কাটরা ৷ বাসটি কাটরার উদ্দেশ্যে দর্শনার্থীদের নিয়ে রওনা দেয় ৷ জম্মুতে ঢোকার আগে আরও বেশ কয়েকটি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে বাসটি৷ অমৃতসর থেকে দর্শনার্থীদের নিয়ে যাত্রা শুরু করে এটি বিহার, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যায়৷ মনে করা হচ্ছে, সেখানেও বেশ কিছু মন্দির দর্শন করেছিলেন পুণ্যার্থীরা৷ তারপর জম্মুতে প্রবেশ করে ওই বাস ৷

একটি সংবাদসংস্থায় জম্মুর উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের মধ্যে 20 জন জখম হয়েছেন৷ উদ্ধারকার্য শুরু হয়েছে৷ স্থানীয়রা প্রথমে দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকার্য শুরু করে৷ এরপর পুলিশে খবর দিলে তারাও সেখানে পৌঁছয়৷ আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

  • #WATCH | J&K | A bus going from Amritsar to Katra fell into a deep gorge. As per Jammu DC, 10 people died in the accident. More details awaited.

    Visuals from the spot. pic.twitter.com/fM2rN0fMSN

    — ANI (@ANI) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিআরপিএফের আধিকারিক অশোক চৌধুরী জানান, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং অন্য দলের ঘটনাস্থলে রয়েছে ৷ শবদেহগুলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ একটি ক্রেন আনা হয়েছে ৷ বাসের তোলায় কোথাও কেউ আটকে আছে কি না, তা দেখা হচ্ছে ৷ তিনি আরও জানান, বাসটি অমৃতসর থেকে আসছিল এবং তাতে বিহারের বাসিন্দারা ছিলেন ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷

আরও পড়ুন: কিস্তওয়ারে মর্মান্তিক পথদুর্ঘটনা, অন্তত 7 জনের মৃত্যু

এর আগে 21 মে জম্মু ও কাশ্মীরের রেইসি জেলায় একটি বাস দুর্ঘটনা ঘটে ৷ 27 বছর বয়সি এক মহিলার মৃত্যু হয় ৷ 24 জন জখম হন ৷ তাঁরাও মাতা বৈষ্ণো দেবীর মন্দির দর্শন করে রাজস্থানে ফিরছিলেন ৷ পথে জম্মুতে বাসটি উলটে যায় ৷

জম্মু, 30 মে: বাস দুর্ঘটনায় কমপক্ষে 10 জনের মৃত্যু হল ৷ আহত কমপক্ষে 20 জম্মুতে একটি বাস সেতু থেকে নীচে গর্তের মধ্যে পড়ে যায় । বাসটি কাটরা যাচ্ছিল ৷ কোটলি এলাকায় বাস দুর্ঘটনাটি ঘটে ৷ কাটরা থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব 15 কিমি ৷ সরকারি সূত্র অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে ৷ অনেকেই গুরুতর জখম হয়েছে ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বাসে দর্শনার্থীরা ছিলেন ৷ তাঁরা মাতা বৈষ্ণো দেবীর মন্দির দর্শনে যাচ্ছিলেন ৷ ত্রিকুটা পাহাড়ে অবস্থিত এই মন্দিরের বেস ক্যাম্প হল কাটরা ৷ বাসটি কাটরার উদ্দেশ্যে দর্শনার্থীদের নিয়ে রওনা দেয় ৷ জম্মুতে ঢোকার আগে আরও বেশ কয়েকটি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে বাসটি৷ অমৃতসর থেকে দর্শনার্থীদের নিয়ে যাত্রা শুরু করে এটি বিহার, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যায়৷ মনে করা হচ্ছে, সেখানেও বেশ কিছু মন্দির দর্শন করেছিলেন পুণ্যার্থীরা৷ তারপর জম্মুতে প্রবেশ করে ওই বাস ৷

একটি সংবাদসংস্থায় জম্মুর উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের মধ্যে 20 জন জখম হয়েছেন৷ উদ্ধারকার্য শুরু হয়েছে৷ স্থানীয়রা প্রথমে দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকার্য শুরু করে৷ এরপর পুলিশে খবর দিলে তারাও সেখানে পৌঁছয়৷ আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

  • #WATCH | J&K | A bus going from Amritsar to Katra fell into a deep gorge. As per Jammu DC, 10 people died in the accident. More details awaited.

    Visuals from the spot. pic.twitter.com/fM2rN0fMSN

    — ANI (@ANI) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিআরপিএফের আধিকারিক অশোক চৌধুরী জানান, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং অন্য দলের ঘটনাস্থলে রয়েছে ৷ শবদেহগুলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ একটি ক্রেন আনা হয়েছে ৷ বাসের তোলায় কোথাও কেউ আটকে আছে কি না, তা দেখা হচ্ছে ৷ তিনি আরও জানান, বাসটি অমৃতসর থেকে আসছিল এবং তাতে বিহারের বাসিন্দারা ছিলেন ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷

আরও পড়ুন: কিস্তওয়ারে মর্মান্তিক পথদুর্ঘটনা, অন্তত 7 জনের মৃত্যু

এর আগে 21 মে জম্মু ও কাশ্মীরের রেইসি জেলায় একটি বাস দুর্ঘটনা ঘটে ৷ 27 বছর বয়সি এক মহিলার মৃত্যু হয় ৷ 24 জন জখম হন ৷ তাঁরাও মাতা বৈষ্ণো দেবীর মন্দির দর্শন করে রাজস্থানে ফিরছিলেন ৷ পথে জম্মুতে বাসটি উলটে যায় ৷

Last Updated : May 30, 2023, 9:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.