ETV Bharat / bharat

Horrible Shootout: দুই পরিবারের বিবাদে চলল গুলি ! পড়ল 6টি লাশ, জখম 3 - দুই পরিবারের শত্রুতায় চলল গুলি

মধ্যপ্রদেশে একটি পরিবারের 9 জনকে গুলি ৷ ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 3 জন ৷ পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Shootout at Morena ETV BHARAT
Shootout at Morena
author img

By

Published : May 5, 2023, 2:50 PM IST

Updated : May 5, 2023, 6:03 PM IST

গুলি চলার মুহূর্তের ভিডিয়ো

মোরেনা (মধ্যপ্রদেশ), 5 মে: একই পরিবারের 6 সদস্যকে গুলি করে হত্যা ৷ মোরেনা জেলার লেপা গ্রামের ঘটনায় গুলিবিদ্ধ আরও 3 জন । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি তাঁরা ৷ শুক্রবার সকালের এই নারকীয় অপরাধের পিছনে পুরনো শত্রুতা রয়েছে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ৷ পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ এই ঘটনায় মোট 8 জন জড়িত বলে জানা গিয়েছে ৷ পুলিশ তাঁদের চিহ্নিত করেছে ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আজ সকাল 10টার সময় মোরেনা জেলার পুলিশের হেড কোয়ার্টারের 50-60 কিলোমিটার দূরে অবস্থিত লেপা গ্রামে একটি পরিবারের উপর 8 জন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, 3 জন ঘটনাস্থলেই মারা যান ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে 3 জন মহিলা রয়েছে ৷ প্রাথমিকভাবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুলেটের ক্ষত এবং তার জেরে হওয়া রক্তক্ষরণের কারণেই সকলের মৃত্যু হয়েছে ৷

মধ্যপ্রদেশ পুলিশের চম্বল জোনের আইজি এস সাক্সেনা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, আহতরা হাসপাতালে ভরতি রয়েছেন ৷ পুলিশ তদন্তে নেমে মোট 8 জনকে চিহ্নিত করেছে ইতিমধ্যে ৷ তাঁদের বিরুদ্ধে এই গণহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুনের মামলা রুজু করা হয়েছে ৷ কী কারণে এই পরিবারের উপর হামলা চালানো হল ? পুলিশের ওই কর্তা জানিয়েছেন, মৃতদের সঙ্গে মূল অভিযুক্তের একটি পুরনো শত্রুতা রয়েছে ৷

আরও পড়ুন: দিল্লির সাকেত আদালতে মহিলাকে লক্ষ্য করে গুলি বহিষ্কৃত আইনজীবীর !

কিন্তু, কী সেই শত্রুতা ? জানা গিয়েছে, আজ যে পরিবারের উপর হামলা করা হয়েছে ৷ তাঁদের এক আত্মীয়ের বিরুদ্ধেও খুনের অভিযোগ রয়েছে ৷ সেই ব্যক্তি আজকের ঘটনায় অভিযুক্তদের পরিবারের কয়েকজন সদস্যকে হত্যা করেছিলেন ৷ সেই ঘটনার প্রতিশোধ নিতেই আজকের এই হামলা বলে জানিয়েছেন চম্বলের আইজি ৷ তবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে ৷

গুলি চলার মুহূর্তের ভিডিয়ো

মোরেনা (মধ্যপ্রদেশ), 5 মে: একই পরিবারের 6 সদস্যকে গুলি করে হত্যা ৷ মোরেনা জেলার লেপা গ্রামের ঘটনায় গুলিবিদ্ধ আরও 3 জন । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি তাঁরা ৷ শুক্রবার সকালের এই নারকীয় অপরাধের পিছনে পুরনো শত্রুতা রয়েছে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ৷ পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ এই ঘটনায় মোট 8 জন জড়িত বলে জানা গিয়েছে ৷ পুলিশ তাঁদের চিহ্নিত করেছে ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আজ সকাল 10টার সময় মোরেনা জেলার পুলিশের হেড কোয়ার্টারের 50-60 কিলোমিটার দূরে অবস্থিত লেপা গ্রামে একটি পরিবারের উপর 8 জন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, 3 জন ঘটনাস্থলেই মারা যান ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে 3 জন মহিলা রয়েছে ৷ প্রাথমিকভাবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুলেটের ক্ষত এবং তার জেরে হওয়া রক্তক্ষরণের কারণেই সকলের মৃত্যু হয়েছে ৷

মধ্যপ্রদেশ পুলিশের চম্বল জোনের আইজি এস সাক্সেনা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, আহতরা হাসপাতালে ভরতি রয়েছেন ৷ পুলিশ তদন্তে নেমে মোট 8 জনকে চিহ্নিত করেছে ইতিমধ্যে ৷ তাঁদের বিরুদ্ধে এই গণহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুনের মামলা রুজু করা হয়েছে ৷ কী কারণে এই পরিবারের উপর হামলা চালানো হল ? পুলিশের ওই কর্তা জানিয়েছেন, মৃতদের সঙ্গে মূল অভিযুক্তের একটি পুরনো শত্রুতা রয়েছে ৷

আরও পড়ুন: দিল্লির সাকেত আদালতে মহিলাকে লক্ষ্য করে গুলি বহিষ্কৃত আইনজীবীর !

কিন্তু, কী সেই শত্রুতা ? জানা গিয়েছে, আজ যে পরিবারের উপর হামলা করা হয়েছে ৷ তাঁদের এক আত্মীয়ের বিরুদ্ধেও খুনের অভিযোগ রয়েছে ৷ সেই ব্যক্তি আজকের ঘটনায় অভিযুক্তদের পরিবারের কয়েকজন সদস্যকে হত্যা করেছিলেন ৷ সেই ঘটনার প্রতিশোধ নিতেই আজকের এই হামলা বলে জানিয়েছেন চম্বলের আইজি ৷ তবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে ৷

Last Updated : May 5, 2023, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.