ETV Bharat / bharat

Bus Accident in Kullu: কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ! স্কুল পড়ুয়া-সহ 16 জনের মৃত্যুর আশঙ্কা - কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা

কুলুর সাইঞ্জ ভ্যালির জঙ্গলে রাস্তা থেকে খাদে পড়ে গেল বাস । দুর্ঘটনায় অন্তত 16 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে (Several died in bus accident in Kullu) ।

Bus accident
Bus accident
author img

By

Published : Jul 4, 2022, 10:21 AM IST

Updated : Jul 4, 2022, 10:47 AM IST

কুলু, 4 জুলাই: কুলুর সাইঞ্জ ভ্যালির জঙ্গলে ভয়াবহ দুর্ঘটনা । রাস্তা থেকে খাদে পড়ে গেল বাস । দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা । জানা গিয়েছে, বাসটি সেঞ্জ উপত্যকার শেনশার থেকে সাইঞ্জের দিকে আসছিল । জাংলা নামক গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Several died in bus accident in Kullu) ।

কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি খাদে পড়ে যায় । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল । আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

  • I received news about the private bus accident in Sainj valley of Kullu. The entire administration is present at the spot and the injured are being taken to the hospital. I pray to God to give peace to the departed souls and strength to bereaved families:Himachal CM Jairam Thakur pic.twitter.com/t9k5Mi1r63

    — ANI (@ANI) July 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ থেকে কেরল যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, আহত 21

হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, কুলুর সাইঞ্জ উপত্যকায় বেসরকারি বাস দুর্ঘটনার খবর পেয়েছি । প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ।

কুলু, 4 জুলাই: কুলুর সাইঞ্জ ভ্যালির জঙ্গলে ভয়াবহ দুর্ঘটনা । রাস্তা থেকে খাদে পড়ে গেল বাস । দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা । জানা গিয়েছে, বাসটি সেঞ্জ উপত্যকার শেনশার থেকে সাইঞ্জের দিকে আসছিল । জাংলা নামক গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Several died in bus accident in Kullu) ।

কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি খাদে পড়ে যায় । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল । আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

  • I received news about the private bus accident in Sainj valley of Kullu. The entire administration is present at the spot and the injured are being taken to the hospital. I pray to God to give peace to the departed souls and strength to bereaved families:Himachal CM Jairam Thakur pic.twitter.com/t9k5Mi1r63

    — ANI (@ANI) July 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ থেকে কেরল যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, আহত 21

হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, কুলুর সাইঞ্জ উপত্যকায় বেসরকারি বাস দুর্ঘটনার খবর পেয়েছি । প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ।

Last Updated : Jul 4, 2022, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.