কুলু, 4 জুলাই: কুলুর সাইঞ্জ ভ্যালির জঙ্গলে ভয়াবহ দুর্ঘটনা । রাস্তা থেকে খাদে পড়ে গেল বাস । দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা । জানা গিয়েছে, বাসটি সেঞ্জ উপত্যকার শেনশার থেকে সাইঞ্জের দিকে আসছিল । জাংলা নামক গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Several died in bus accident in Kullu) ।
কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি খাদে পড়ে যায় । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল । আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
-
I received news about the private bus accident in Sainj valley of Kullu. The entire administration is present at the spot and the injured are being taken to the hospital. I pray to God to give peace to the departed souls and strength to bereaved families:Himachal CM Jairam Thakur pic.twitter.com/t9k5Mi1r63
— ANI (@ANI) July 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I received news about the private bus accident in Sainj valley of Kullu. The entire administration is present at the spot and the injured are being taken to the hospital. I pray to God to give peace to the departed souls and strength to bereaved families:Himachal CM Jairam Thakur pic.twitter.com/t9k5Mi1r63
— ANI (@ANI) July 4, 2022I received news about the private bus accident in Sainj valley of Kullu. The entire administration is present at the spot and the injured are being taken to the hospital. I pray to God to give peace to the departed souls and strength to bereaved families:Himachal CM Jairam Thakur pic.twitter.com/t9k5Mi1r63
— ANI (@ANI) July 4, 2022
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ থেকে কেরল যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, আহত 21
হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, কুলুর সাইঞ্জ উপত্যকায় বেসরকারি বাস দুর্ঘটনার খবর পেয়েছি । প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ।