ETV Bharat / bharat

Banda Road Accident: বিদ্যুৎস্পৃষ্ট নাবালককে নিয়ে দ্রুতগতির বোলেরোর সঙ্গে ট্রাকের ধাক্কা ! মৃত 7 - Bolero hits a Truck in Banda

রাত সাড়ে ন'টা নাগাদ উত্তরপ্রদেশের বান্দায় একটি বোলেরো গাড়ি ট্রাককে সজোরে ধাক্কা মারে ৷ তাতে গাড়িটিতে থাকা 8 জনের মধ্যে 7 জনেরই মৃত্যু হয়েছে ৷ একজন আহতের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ গাড়িটিতে বিদ্যুৎস্পৃষ্ট এক নাবালক ছিল ৷

ETV Bharat
বান্দায় পথ দুর্ঘটনা
author img

By

Published : Jun 30, 2023, 1:48 PM IST

বান্দা, 30 জুন: ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হল ৷ বৃহস্পতিবার বান্দায় একটি দ্রুতগতিতে আসা বোলেরো পিছন দিক থেকে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকে ধাক্কা মারে ৷ বোলেরোটিতে 8 জন আরোহী ছিলেন ৷ তাঁদের মধ্যে মা-ছেলে-সহ 5 জন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 2 জন আরোহীর মৃত্যু হয় ৷ এছাড়া গুরুতর আহত এক যুবক এখন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

পথ দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ যে, ট্রাকের সঙ্গে ধাক্কায় বোলেরো গাড়িটির ছাদই উড়ে গিয়েছে ৷ গাড়ির ভিতরে বসে থাকা আরোহীরা আটকে পড়েন ৷ তাঁদের বের করে আনতে বোলেরোটিকে গ্যাস কাটার দিয়ে কাটতে হয়েছে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান ডিএম ও এএসপি ৷ ডিআইজিও জেলা হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির খোঁজখবর নেন ৷

বৃহস্পতিবার রাত সাড়ে 9টা নাগাদ বাবেরুর কোতোয়ালি এলাকার বান্দায় সড়ক দুর্ঘটনা ঘটে ৷ বোলেরো গাড়ির আরোহীরা কামাসিন থানা এলাকার তিলুসা গ্রামের 8 জন বাসিন্দা বাবেরুতে আসছিলেন ৷ সেই সময় হঠাৎ দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা মেরে তার মধ্যে ঢুকে পড়ে গাড়িটি ৷ পথচারীরা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পরে সিও বাবেরু পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ বোলেরোটিতে আটকে থাকা আরোহীদের গ্যাস কাটার দিয়ে কেটে বের করে আনা হয় ৷ এই পরিস্থিতিতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় ৷ বাকি আহত 3 জনকে অ্যাম্বুলেন্সে করে সিএইচসি বাবেরুতে পাঠানো হয় ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

সিএইচসিতে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, ডিএম দুর্গাশক্তি নাগপাল এবং এসপি অভিনন্দন ঘটনাটি জানতে পেরে সিএইচসিতে পৌঁছন ৷ সিএইচসি থেকে আনা আহত দু'জনের মধ্যে একজনের মৃত্যু হয় ৷ আহতদের মধ্যে একজনকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছেন চিকিৎসকরা ৷

তিলুসা গ্রামের বাসিন্দা কাল্লু নামের 15 বছর বয়সি একটি ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ৷ তার চিকিৎসার জন্য মা তাকে বেড়াতে গিয়ে সিএইচসি বাবেরুতে নিয়ে আসছিলেন ৷ তাঁদের সঙ্গে গ্রামেরই বোলেরো চালক হাসিম ও গ্রামের বাসিন্দা কাইফ, জাহিদ, জাহিল, সাকির ও মুসাহিদও ছিলেন ৷

আরও পড়ুন: মেয়ের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, লেকটাউনে নিহত কনের বাবা-সহ তিন

ডিএম ও এসপি জানিয়েছেন, তিলুসা এলাকার কয়েকজন বোলেরোতে বাবেরুর দিকে আসছিলেন ৷ বোলেরোটি 120 কিমি থেকে 130 কিমি গতিতে ছুটছিল ৷ এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে ৷ এই দুর্ঘটনায় বোলেরোতে আরোহী 8 জনের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত একজন চিকিৎসাধীন ৷

বান্দা, 30 জুন: ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হল ৷ বৃহস্পতিবার বান্দায় একটি দ্রুতগতিতে আসা বোলেরো পিছন দিক থেকে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকে ধাক্কা মারে ৷ বোলেরোটিতে 8 জন আরোহী ছিলেন ৷ তাঁদের মধ্যে মা-ছেলে-সহ 5 জন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 2 জন আরোহীর মৃত্যু হয় ৷ এছাড়া গুরুতর আহত এক যুবক এখন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

পথ দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ যে, ট্রাকের সঙ্গে ধাক্কায় বোলেরো গাড়িটির ছাদই উড়ে গিয়েছে ৷ গাড়ির ভিতরে বসে থাকা আরোহীরা আটকে পড়েন ৷ তাঁদের বের করে আনতে বোলেরোটিকে গ্যাস কাটার দিয়ে কাটতে হয়েছে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান ডিএম ও এএসপি ৷ ডিআইজিও জেলা হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির খোঁজখবর নেন ৷

বৃহস্পতিবার রাত সাড়ে 9টা নাগাদ বাবেরুর কোতোয়ালি এলাকার বান্দায় সড়ক দুর্ঘটনা ঘটে ৷ বোলেরো গাড়ির আরোহীরা কামাসিন থানা এলাকার তিলুসা গ্রামের 8 জন বাসিন্দা বাবেরুতে আসছিলেন ৷ সেই সময় হঠাৎ দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা মেরে তার মধ্যে ঢুকে পড়ে গাড়িটি ৷ পথচারীরা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পরে সিও বাবেরু পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ বোলেরোটিতে আটকে থাকা আরোহীদের গ্যাস কাটার দিয়ে কেটে বের করে আনা হয় ৷ এই পরিস্থিতিতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় ৷ বাকি আহত 3 জনকে অ্যাম্বুলেন্সে করে সিএইচসি বাবেরুতে পাঠানো হয় ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

সিএইচসিতে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, ডিএম দুর্গাশক্তি নাগপাল এবং এসপি অভিনন্দন ঘটনাটি জানতে পেরে সিএইচসিতে পৌঁছন ৷ সিএইচসি থেকে আনা আহত দু'জনের মধ্যে একজনের মৃত্যু হয় ৷ আহতদের মধ্যে একজনকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছেন চিকিৎসকরা ৷

তিলুসা গ্রামের বাসিন্দা কাল্লু নামের 15 বছর বয়সি একটি ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ৷ তার চিকিৎসার জন্য মা তাকে বেড়াতে গিয়ে সিএইচসি বাবেরুতে নিয়ে আসছিলেন ৷ তাঁদের সঙ্গে গ্রামেরই বোলেরো চালক হাসিম ও গ্রামের বাসিন্দা কাইফ, জাহিদ, জাহিল, সাকির ও মুসাহিদও ছিলেন ৷

আরও পড়ুন: মেয়ের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, লেকটাউনে নিহত কনের বাবা-সহ তিন

ডিএম ও এসপি জানিয়েছেন, তিলুসা এলাকার কয়েকজন বোলেরোতে বাবেরুর দিকে আসছিলেন ৷ বোলেরোটি 120 কিমি থেকে 130 কিমি গতিতে ছুটছিল ৷ এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে ৷ এই দুর্ঘটনায় বোলেরোতে আরোহী 8 জনের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত একজন চিকিৎসাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.