ETV Bharat / bharat

Massive Fire at Jindal Factory: বয়লার বিস্ফোরণের জেরেই বিপত্তি, নাসিক অগ্নিকাণ্ডে মৃত দুই; আহত কমপক্ষে 17 - নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় আগুন

নাসিকে রবিবার সকালে ইগতপুরী জেলার মুন্ধেগাঁওয়ে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য (Massive Fire Broke out at Jindal Factory) ৷ দুর্ঘটনায় মৃত 2 ৷ আহত 17 শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷

Massive Fire at Jindal Factory
কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত 2, আহত 17
author img

By

Published : Jan 1, 2023, 7:43 PM IST

Updated : Jan 1, 2023, 10:05 PM IST

নাসিক (মহারাষ্ট্র), 1 জানুয়ারি: নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কাড়ল 2 জনের । রবিবার সকাল 11.30 মিনিট নাগাদ নাসিকের ইগতপুরী জেলার মুন্ধেগাঁওয়ের (Mundhegaon) জিন্দাল গোষ্ঠীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Explosion at Nashik factory triggers massive fire) ৷ বিস্ফোরণের জেরে আহত কমপক্ষে 17 জন শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ কারখানার বয়লার বিস্ফোরণের জেরেই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, জিন্দাল গোষ্ঠীর এই কারখানায় পলিফ্লিম উৎপাদন হয় ৷ উৎপাদনের কাঁচামাল হিসেবে কারখানার মধ্যে 20,000 লিটার ডিজেল ট্যাংক মজুত ছিল ৷ বিস্ফোরণ জেরে আগুন লেগে যায় ডিজেলের ট্যাংকটিতেই ৷ নিমেষের মধ্যে আগুনের গ্রাস করে নেয় কারখানাটি ৷ প্রায় 1 কিমি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায় ।

স্থানীয় সূত্রে খবর, নতুন বছর উদযাপনের আনন্দে যখন মেতে উঠেছিলেন নাসিকের ওই কারখানার বাসিন্দারা, সেইসময়ে হঠাৎ কারখানার ভিতর থেকে আগুন বেরোতে দেখা যায় (Igatpuri district on Sunday morning) ৷ আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ ভিতরে প্রায় 250 জন কর্মী ছিলেন ৷ তাদের অধিকাংশই নিরাপদে কারখানার বাইরে বেরোতে সক্ষম হলেও (workers suspected trapped) কারখানার ভেতর আটকে পড়েন অনেকে । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ৷ গুরুতর আহত অবস্থায় 17 শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের ।

এই প্রসঙ্গেই মহারাষ্ট্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার জানান, কারখানার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে আগুন ছড়িয়ে পরে ৷ নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ উদ্ধারকার্যে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদরেও ৷ হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকারের পক্ষ থেকে করা হবে বলে ঘোষণা করেছেন তিনি ৷ সমস্ত বিষয়টির উপর নজর রাখছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীও ৷

আরও পড়ুন: কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কালেক্টর গঙ্গাথরণ ডি ও এস পি (রুরাল) সচিন পাতিল ৷ ইগতপুরী এবং নাসিক থেকে দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷

নাসিক (মহারাষ্ট্র), 1 জানুয়ারি: নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কাড়ল 2 জনের । রবিবার সকাল 11.30 মিনিট নাগাদ নাসিকের ইগতপুরী জেলার মুন্ধেগাঁওয়ের (Mundhegaon) জিন্দাল গোষ্ঠীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Explosion at Nashik factory triggers massive fire) ৷ বিস্ফোরণের জেরে আহত কমপক্ষে 17 জন শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ কারখানার বয়লার বিস্ফোরণের জেরেই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, জিন্দাল গোষ্ঠীর এই কারখানায় পলিফ্লিম উৎপাদন হয় ৷ উৎপাদনের কাঁচামাল হিসেবে কারখানার মধ্যে 20,000 লিটার ডিজেল ট্যাংক মজুত ছিল ৷ বিস্ফোরণ জেরে আগুন লেগে যায় ডিজেলের ট্যাংকটিতেই ৷ নিমেষের মধ্যে আগুনের গ্রাস করে নেয় কারখানাটি ৷ প্রায় 1 কিমি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায় ।

স্থানীয় সূত্রে খবর, নতুন বছর উদযাপনের আনন্দে যখন মেতে উঠেছিলেন নাসিকের ওই কারখানার বাসিন্দারা, সেইসময়ে হঠাৎ কারখানার ভিতর থেকে আগুন বেরোতে দেখা যায় (Igatpuri district on Sunday morning) ৷ আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ ভিতরে প্রায় 250 জন কর্মী ছিলেন ৷ তাদের অধিকাংশই নিরাপদে কারখানার বাইরে বেরোতে সক্ষম হলেও (workers suspected trapped) কারখানার ভেতর আটকে পড়েন অনেকে । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ৷ গুরুতর আহত অবস্থায় 17 শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের ।

এই প্রসঙ্গেই মহারাষ্ট্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার জানান, কারখানার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে আগুন ছড়িয়ে পরে ৷ নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ উদ্ধারকার্যে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদরেও ৷ হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকারের পক্ষ থেকে করা হবে বলে ঘোষণা করেছেন তিনি ৷ সমস্ত বিষয়টির উপর নজর রাখছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীও ৷

আরও পড়ুন: কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কালেক্টর গঙ্গাথরণ ডি ও এস পি (রুরাল) সচিন পাতিল ৷ ইগতপুরী এবং নাসিক থেকে দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷

Last Updated : Jan 1, 2023, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.