ETV Bharat / bharat

Rayagada Accident: নির্মীয়মান কালভার্ট ভেঙে রায়গড়ে চার শিশু-সহ মৃত 5 - নির্মীয়মান কালভার্ট ভেঙে পড়ে

Under Construction Culvert Collapses in Rayagada: সোমবার সকালে রায়গড়ে একটি নির্মীয়মান কালভার্ট ভেঙে পড়ে ৷ সেই সময় কালভার্টের নিচে কয়েকজন শিশু স্নান করছিল ৷ সেই সময় চার শিশুর মৃত্যু হয় ৷ আরও একজনও মারা গিয়েছে এই ঘটনায় ৷

Rayagada Accident
Rayagada Accident
author img

By

Published : Jul 31, 2023, 12:03 PM IST

Updated : Jul 31, 2023, 3:50 PM IST

রায়গড়, 31 জুলাই: নির্মীয়মান কালভার্ট ভেঙে মৃত্যু হল পাঁচজনের ৷ মৃতদের মধ্যে চারজন শিশু ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়ের উপরাসাজা গ্রামে ৷ এ দিন সকালে ওই কালভার্টের নিচে শিশুরা স্নান করছিল ৷ সেই সময়ই সেটি ভেঙে পড়ে ৷ মুহূর্তের মধ্যে মর্মান্তিক পরিণতি হয় ওই চার শিশুর ৷ মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি ৷ আশঙ্কা করা হচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারে ৷

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যান মৃত ও আহতদের পরিবারের সদস্য়রা ৷ তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন ৷ মৃতদেহ তুলে আনতেই পরিবারের অনেকে কান্নায় ভেঙে পড়েন ৷ তাঁরা জানিয়েছেন, কালভার্টের নিচে বৃষ্টির জলে শিশুরা স্নান করছিল ৷ সেই সময়ই দুর্ঘটনা ঘটে ৷ প্রবল বৃষ্টির জেরেই ওই কালভার্টের একাংশ ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে ৷

শোকের আবহেও ক্ষোভ ছড়িয়েছে এলাকায় ৷ গ্রামের চারজন শিশুর প্রাণহানি হওয়ায় সেই ক্ষোভের মাত্রা চড়া ৷ তাঁদের প্রশ্ন, বৃষ্টিতে কেন কালভার্ট ভাঙবে ? তাঁরা এই নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেছেন ৷ প্রশাসনের তরফে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ৷ কী কারণে কালভার্ট ভাঙল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে দুটি পৃথক দুর্ঘটনায় জলে ডুবে কমপক্ষে 7 জনের মৃত্যু

উল্লেখ্য, বৃষ্টিতে ধ্বস বা রাস্তা ভেঙে পড়ার ঘটনা নতুন নয় ৷ প্রায়ই এই ধরনের ঘটনা দেখা যায় ৷ সম্প্রতি উত্তর ভারতের প্রবল বর্ষণে এই ধরনের একাধিক ছবি ধরা পড়েছে ৷ ফলে বৃষ্টির মধ্যে ওই শিশুরা কেন কালভার্টের নিচে স্নান করতে গেল, বাড়ির লোকেরা কেন নিষেধ করলেন না, সেই প্রশ্নও উঠছে ৷ প্রশাসনের একাংশের বক্তব্য, বৃষ্টির সময় সাবধানতা অবলম্বনের জন্য সতর্কবার্তা বারবার দেওয়া হয় ৷ তার পরও মানুষ যে তা কানে তোলে না, তারই প্রমাণ মিলল এই ঘটনায় ৷

রায়গড়, 31 জুলাই: নির্মীয়মান কালভার্ট ভেঙে মৃত্যু হল পাঁচজনের ৷ মৃতদের মধ্যে চারজন শিশু ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়ের উপরাসাজা গ্রামে ৷ এ দিন সকালে ওই কালভার্টের নিচে শিশুরা স্নান করছিল ৷ সেই সময়ই সেটি ভেঙে পড়ে ৷ মুহূর্তের মধ্যে মর্মান্তিক পরিণতি হয় ওই চার শিশুর ৷ মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি ৷ আশঙ্কা করা হচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারে ৷

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যান মৃত ও আহতদের পরিবারের সদস্য়রা ৷ তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন ৷ মৃতদেহ তুলে আনতেই পরিবারের অনেকে কান্নায় ভেঙে পড়েন ৷ তাঁরা জানিয়েছেন, কালভার্টের নিচে বৃষ্টির জলে শিশুরা স্নান করছিল ৷ সেই সময়ই দুর্ঘটনা ঘটে ৷ প্রবল বৃষ্টির জেরেই ওই কালভার্টের একাংশ ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে ৷

শোকের আবহেও ক্ষোভ ছড়িয়েছে এলাকায় ৷ গ্রামের চারজন শিশুর প্রাণহানি হওয়ায় সেই ক্ষোভের মাত্রা চড়া ৷ তাঁদের প্রশ্ন, বৃষ্টিতে কেন কালভার্ট ভাঙবে ? তাঁরা এই নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেছেন ৷ প্রশাসনের তরফে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ৷ কী কারণে কালভার্ট ভাঙল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে দুটি পৃথক দুর্ঘটনায় জলে ডুবে কমপক্ষে 7 জনের মৃত্যু

উল্লেখ্য, বৃষ্টিতে ধ্বস বা রাস্তা ভেঙে পড়ার ঘটনা নতুন নয় ৷ প্রায়ই এই ধরনের ঘটনা দেখা যায় ৷ সম্প্রতি উত্তর ভারতের প্রবল বর্ষণে এই ধরনের একাধিক ছবি ধরা পড়েছে ৷ ফলে বৃষ্টির মধ্যে ওই শিশুরা কেন কালভার্টের নিচে স্নান করতে গেল, বাড়ির লোকেরা কেন নিষেধ করলেন না, সেই প্রশ্নও উঠছে ৷ প্রশাসনের একাংশের বক্তব্য, বৃষ্টির সময় সাবধানতা অবলম্বনের জন্য সতর্কবার্তা বারবার দেওয়া হয় ৷ তার পরও মানুষ যে তা কানে তোলে না, তারই প্রমাণ মিলল এই ঘটনায় ৷

Last Updated : Jul 31, 2023, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.