ETV Bharat / bharat

Stampede at Vaishno Devi Shrine : বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত 12, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নতুন বছরের প্রথম দিনে দুর্ঘটনা মাতা বৈষ্ণো দেবী মন্দিরে ৷ মারা গিয়েছেন অন্ততপক্ষে 12 জন ৷ আহত অনেকে ৷ ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Stampede at Vaishno Devi Shrine) ৷

Stampede in Vaishno Devi Bhawan
পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল মাতা বৈষ্ণো দেবী ভবন
author img

By

Published : Jan 1, 2022, 6:35 AM IST

Updated : Jan 1, 2022, 9:14 AM IST

কাতরা, 1 জানুয়ারি : বছরের প্রথম দিনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল মাতা বৈষ্ণো দেবী মন্দিরে ৷ কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত 13 (Stampede at Mata Vaishno Devi Shrine) ৷ এই ঘটনার পর কয়েক ঘণ্টা কেটেছে ৷ ফের শুরু হয়েছে মাতা বৈষ্ণো দেবী মন্দিরে প্রবেশের রেজিস্ট্রেশন ৷

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং (J&K DGP Dilbagh Singh) জানিয়েছেন, 12 জন মারা গিয়েছেন ৷ 13 জন আহত হয়েছেন ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে প্রায় রাত 2.45 মিনিট নাগাদ ৷ উপস্থিত ভক্তদের মধ্যে তর্কাতর্কি বাধে, আর সেই সময় একে অপরকে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ায় পদপিষ্টের ঘটনা হয়েছে বলে অনুমান ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷

কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের (Community Health Centre) ব্লক স্বাস্থ্য আধিকারিক (Block Medical Officer) ডাঃ গোপাল দত্ত (Dr Gopal Dutt) জানিয়েছেন, কাতরার বৈষ্ণো দেবী মন্দিরে 12 জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ মৃতেরা দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং একজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ৷ আহতদের নারায়ণ হাসপাতালে (Narayana Hospital Katra) নিয়ে যাওয়া হয়েছে ৷ বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই (MoS Home Nityanand Rai) ৷

আরও পড়ুন : উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পদপিষ্ট একাধিক ভক্ত

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি লিখেছেন, "মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক ৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷"

  • Extremely saddened by the loss of lives due to a stampede at Mata Vaishno Devi Bhawan. Condolences to the bereaved families. May the injured recover soon. Spoke to JK LG Shri @manojsinha_ Ji, Ministers Shri @DrJitendraSingh Ji, @nityanandraibjp Ji and took stock of the situation.

    — Narendra Modi (@narendramodi) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুই করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ৷ তিনি জানিয়েছেন, "মাতা বৈষ্ণো দেবী ভবনে ভক্তদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷ শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷"

  • Very distressed to know that an unfortunate stampede claimed lives of devotees at Mata Vaishno Devi Bhavan. My heartfelt condolences to the bereaved families. I wish speedy recovery to those injured.

    — President of India (@rashtrapatibhvn) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah) ৷ তিনি লিখেছেন, "মাতা বৈষ্ণো দেবী মন্দিরের দুর্ঘটনা অত্যন্ত ব্যথিত হয়েছি ৷ এই বিষয়ে আমি জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহার সঙ্গে কথা বলেছি ৷ জখমদের চিকিৎসায় প্রশাসন সব সময় কাজ করে চলেছে ৷ এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷" কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) জানিয়েছেন, তিনি কাতরার উদ্দেশে রওনা দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী পুরো বিষয়টির উপর নজর রাখছেন ৷ তিনি আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ৷

  • माता वैष्णो देवी मंदिर में हुई दुखद दुर्घटना से हृदय अत्यंत व्यथित है। इस संबंध में मैंने J&K के उपराज्यपाल श्री मनोज सिन्हा जी से बात की है। प्रशासन घायलों को उपचार पहुँचाने के लिए निरंतर कार्यरत है। इस हादसे में जान गँवाने वाले लोगों के परिजनों के प्रति संवेदना व्यक्त करता हूँ।

    — Amit Shah (@AmitShah) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Uttarakhand Accident: উত্তরাখণ্ডে খাদে গাড়ি পড়ে মৃত বেড়ে 13, ক্ষতিপূরণ ঘোষণা মোদির

ইতিমধ্যে মৃত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে আরেকটি টুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, "বৈষ্ণো দেবী মন্দিরে মৃৃত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আহতদের জন্য 50 হাজার টাকা ৷"

  • An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives due to the stampede at Mata Vaishno Devi Bhawan. The injured would be given Rs. 50,000: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন বছরে পুজো দিতে ত্রিকুটা পাহাড়ের (Trikuta hills) উপর বৈষ্ণো দেবী মন্দিরের গর্ভগৃহের বাইরে বহু মানুষ ভিড় করেন ৷ সেই সময় উচ্চ-আধিকারিক আর মন্দিরের বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷ কিন্তু উপচে পড়া মানুষের ধাক্কায় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করছেন আধিকারিকেরা ৷

ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (J&K LG Manoj Sinha) ৷ তিনি জানিয়েছেন, প্রত্যেক মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হবে ৷ আর আহতদের দেওয়া হবে 2 লক্ষ টাকা করে ৷

কাতরা, 1 জানুয়ারি : বছরের প্রথম দিনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল মাতা বৈষ্ণো দেবী মন্দিরে ৷ কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত 13 (Stampede at Mata Vaishno Devi Shrine) ৷ এই ঘটনার পর কয়েক ঘণ্টা কেটেছে ৷ ফের শুরু হয়েছে মাতা বৈষ্ণো দেবী মন্দিরে প্রবেশের রেজিস্ট্রেশন ৷

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং (J&K DGP Dilbagh Singh) জানিয়েছেন, 12 জন মারা গিয়েছেন ৷ 13 জন আহত হয়েছেন ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে প্রায় রাত 2.45 মিনিট নাগাদ ৷ উপস্থিত ভক্তদের মধ্যে তর্কাতর্কি বাধে, আর সেই সময় একে অপরকে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ায় পদপিষ্টের ঘটনা হয়েছে বলে অনুমান ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷

কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের (Community Health Centre) ব্লক স্বাস্থ্য আধিকারিক (Block Medical Officer) ডাঃ গোপাল দত্ত (Dr Gopal Dutt) জানিয়েছেন, কাতরার বৈষ্ণো দেবী মন্দিরে 12 জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ মৃতেরা দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং একজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ৷ আহতদের নারায়ণ হাসপাতালে (Narayana Hospital Katra) নিয়ে যাওয়া হয়েছে ৷ বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই (MoS Home Nityanand Rai) ৷

আরও পড়ুন : উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পদপিষ্ট একাধিক ভক্ত

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি লিখেছেন, "মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক ৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷"

  • Extremely saddened by the loss of lives due to a stampede at Mata Vaishno Devi Bhawan. Condolences to the bereaved families. May the injured recover soon. Spoke to JK LG Shri @manojsinha_ Ji, Ministers Shri @DrJitendraSingh Ji, @nityanandraibjp Ji and took stock of the situation.

    — Narendra Modi (@narendramodi) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুই করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ৷ তিনি জানিয়েছেন, "মাতা বৈষ্ণো দেবী ভবনে ভক্তদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷ শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷"

  • Very distressed to know that an unfortunate stampede claimed lives of devotees at Mata Vaishno Devi Bhavan. My heartfelt condolences to the bereaved families. I wish speedy recovery to those injured.

    — President of India (@rashtrapatibhvn) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah) ৷ তিনি লিখেছেন, "মাতা বৈষ্ণো দেবী মন্দিরের দুর্ঘটনা অত্যন্ত ব্যথিত হয়েছি ৷ এই বিষয়ে আমি জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহার সঙ্গে কথা বলেছি ৷ জখমদের চিকিৎসায় প্রশাসন সব সময় কাজ করে চলেছে ৷ এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷" কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) জানিয়েছেন, তিনি কাতরার উদ্দেশে রওনা দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী পুরো বিষয়টির উপর নজর রাখছেন ৷ তিনি আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ৷

  • माता वैष्णो देवी मंदिर में हुई दुखद दुर्घटना से हृदय अत्यंत व्यथित है। इस संबंध में मैंने J&K के उपराज्यपाल श्री मनोज सिन्हा जी से बात की है। प्रशासन घायलों को उपचार पहुँचाने के लिए निरंतर कार्यरत है। इस हादसे में जान गँवाने वाले लोगों के परिजनों के प्रति संवेदना व्यक्त करता हूँ।

    — Amit Shah (@AmitShah) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Uttarakhand Accident: উত্তরাখণ্ডে খাদে গাড়ি পড়ে মৃত বেড়ে 13, ক্ষতিপূরণ ঘোষণা মোদির

ইতিমধ্যে মৃত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে আরেকটি টুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, "বৈষ্ণো দেবী মন্দিরে মৃৃত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আহতদের জন্য 50 হাজার টাকা ৷"

  • An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives due to the stampede at Mata Vaishno Devi Bhawan. The injured would be given Rs. 50,000: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নতুন বছরে পুজো দিতে ত্রিকুটা পাহাড়ের (Trikuta hills) উপর বৈষ্ণো দেবী মন্দিরের গর্ভগৃহের বাইরে বহু মানুষ ভিড় করেন ৷ সেই সময় উচ্চ-আধিকারিক আর মন্দিরের বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷ কিন্তু উপচে পড়া মানুষের ধাক্কায় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করছেন আধিকারিকেরা ৷

ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (J&K LG Manoj Sinha) ৷ তিনি জানিয়েছেন, প্রত্যেক মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হবে ৷ আর আহতদের দেওয়া হবে 2 লক্ষ টাকা করে ৷

Last Updated : Jan 1, 2022, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.