ETV Bharat / bharat

Road Accident in Latur : লাতুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 6 - Several Die in a Road Accident on Ambajogai Latur road

আম্বাজোগাই-লাতুর রোডের উপর লাতুর-ঔরঙ্গাবাদ গামী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ (Several Die in a Road Accident on Ambajogai Latur road) ৷ দুর্ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে ৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (Bus and Truck Collided Head-on in Ambajogai) ৷

Road Accident on Ambajogai Latur road in Maharashtra
Road Accident on Ambajogai Latur road in Maharashtra
author img

By

Published : Jan 9, 2022, 11:52 AM IST

লাতুর (মহারাষ্ট্র), 9 জানুয়ারি : মহারাষ্ট্রের বীর জেলার লাতুর-আম্বাজোগাই সড়কে দুর্ঘটনা (Several Die in a Road Accident on Ambajogai Latur road) ৷ একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় 10 জনকে আম্বাজোগাইয়ের সরস্বতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

বীর জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বদরপুরের কাছে আম্বাজোগাই-লাতুর রোডের উপর লাতুর-ঔরঙ্গাবাদ গামী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় (Bus and Truck Collided Head-on in Ambajogai) ৷ আজ সকাল সাড়ে 8টার ওই পথ দুর্ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম হয়েছেন 10 জন ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, আহতদের বাস থেকে বের করতে ক্রেন নিয়ে আসতে হয় ৷

আরও পড়ুন : মহারাষ্ট্র থেকে ফেরার পথে মৃত দাসপুরের ব্যক্তি

তবে, এই ঘটনায় মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে ৷ বাস ও ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে পুলিশ ৷ এই দুর্ঘটনার জেরে আম্বাজোগাই-লাতুর রোডে ব্যাপক যানজট তৈরি হয় ৷

লাতুর (মহারাষ্ট্র), 9 জানুয়ারি : মহারাষ্ট্রের বীর জেলার লাতুর-আম্বাজোগাই সড়কে দুর্ঘটনা (Several Die in a Road Accident on Ambajogai Latur road) ৷ একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় 10 জনকে আম্বাজোগাইয়ের সরস্বতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

বীর জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বদরপুরের কাছে আম্বাজোগাই-লাতুর রোডের উপর লাতুর-ঔরঙ্গাবাদ গামী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় (Bus and Truck Collided Head-on in Ambajogai) ৷ আজ সকাল সাড়ে 8টার ওই পথ দুর্ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম হয়েছেন 10 জন ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, আহতদের বাস থেকে বের করতে ক্রেন নিয়ে আসতে হয় ৷

আরও পড়ুন : মহারাষ্ট্র থেকে ফেরার পথে মৃত দাসপুরের ব্যক্তি

তবে, এই ঘটনায় মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে ৷ বাস ও ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে পুলিশ ৷ এই দুর্ঘটনার জেরে আম্বাজোগাই-লাতুর রোডে ব্যাপক যানজট তৈরি হয় ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.