ETV Bharat / bharat

দাউ দাউ করে জ্বলছে বহুতল, দিল্লিতে দু'ই মহিলা-সহ মৃত 6 - Delhi

Fire breaks out in house in Delhi: দিল্লির উত্তর-পশ্চিমে একটি বাড়িতে বিধ্বংসী আগুন ৷ প্রথম তলায় প্রথমে আগুন, পরে তা ছড়িয়ে পড়ে।

ETV Bharat
দিল্লিতে ভয়াবহ আগুনে মৃত 6
author img

By PTI

Published : Jan 19, 2024, 7:17 AM IST

Updated : Jan 19, 2024, 7:37 AM IST

নয়াদিল্লি, 19 জানুয়ারি: রাজধানীর বুকে ফের অগ্নিকাণ্ড। বহুতলে আগুন লেগে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির পিতামপুরায় ৷ দিল্লির ডিসিপি জিতেন্দ্র মীনা বলেন, "দমকলবাহিনী ছ'জনকে বাইরে বের করে আনে ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই তাঁদের মৃত্যু হয় ৷ পরে হাসপাতালে তাঁদের বলে ঘোষণা করা হয় ৷ মৃতদের মধ্যে 4 জন মহিলা এবং 2 জন পুরুষ ৷ সবাই ওই বাড়ির ভাড়াটে ছিল ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷" তবে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে ৷

দমকলবাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 8টা নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে ৷ পিতামপুরার জেডপি ব্লকের 37 নম্বর প্লট থেকে ফোন করা হয় ৷ তড়িঘড়ি 8টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ স্থানীয় পুলিশের সাহায্যে সাতজনকে উদ্ধার করা হয় ৷ আগুনে পুড়ে যাওয়া ব্য়ক্তিদের বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে 4 জন মহিলা-সহ 6 জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ৷ এক ঘণ্টার মধ্যে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয় ৷ তারপর কুলিং অপারেশন শুরু হয় ৷

  • VIDEO | “We received information about a fire in a house around 8:15 pm (Thursday). Six people, including four females and 2 males, were rescued from the house but they were declared dead later in the hospital. The reason behind the fire is not yet clear,” says North-West Delhi… pic.twitter.com/9uGxYR0f3U

    — Press Trust of India (@PTI_News) January 18, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথমে ওই বহুতলের প্রথম তলায় আগুন লাগে ৷ সেখান থেকে ধোঁয়া তিন তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতরা দু'টি আলাদা পরিবারের ৷ তাঁদের বয়স 25 বছর থেকে 60 বছরের মধ্যে ৷ ওই বহুতলের নীচের তলটি পার্কিং এলাকা হিসেবে ব্যবহার করা হয় ৷ বাকি তলাগুলিতে লোকজন বাস করত ৷ তদন্ত শুরু হয়েছে ৷ সব দিক খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. পরপর ধাক্কা অটো-বাইকে, মৃত দুই শিশু-সহ 5; বেপরোয়া ভ্যানে আগুন স্থানীয়দের
  2. বাংলাদেশে ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই চারটি বগি, মৃত 2 শিশু-সহ 4
  3. মহারাষ্ট্রে গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত 6 শ্রমিক
Last Updated : Jan 19, 2024, 7:37 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.