ETV Bharat / bharat

Illegal Sand Mining: বেআইনি বালি তোলা নিয়ে সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল 4 জনের - Firing in Bihar

বেআইনি বালি তোলা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ ৷ বিহারে প্রাণ গেল 4 জনের, আহত হয়েছেন 9 জন (Several dead in firing during Illegal Sand Mining) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 29, 2022, 3:50 PM IST

Updated : Sep 29, 2022, 6:55 PM IST

পটনা, 29 সেপ্টেম্বর: বেআইনি বালি তোলা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল 4 জনের, আহত হয়েছেন 9 জন ৷ ঘটনাটি ঘটেছে বিহারের পটনার বিহতা থানা এলাকার আমনাবাদ ঘাটে । বৃহস্পতিবার ভোররাতে বালি তোলা নিয়ে ঝামেলা শুরু হয় দুই গোষ্ঠীর (Several dead in firing during Illegal Sand Mining) ৷ বিহার পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালীন কয়েক রাউন্ড গুলি চলে ৷ তাতেই প্রাণ হারান 4 জন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত চার ব্যক্তির নাম শত্রুঘ্ন, হরেন্দ্র, লালদেব এবং বিমলেশ কুমার সিং ওরফে গোরেলাল (Firing in Bihar) ৷ প্রথম তিন জন পটনার মানের থানা এলাকার বাসিন্দা (Firing over Illegal Sand Mining) ৷ গোরেলাল ভোজপুর জেলার চান্ডি থানা এলাকার বাসিন্দা (Bihar firing took 4 lives) ।

বিহতা থানার ভারপ্রাপ্ত অফিসার শিবেন্দ্র কুমার সিং সংবাদমাধ্যমকে বলেন, "এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ৷ এখনও পর্যন্ত সোন নদীতে মৃতদেহের খোঁজ চলছে ।"

আরও পড়ুন: উধমপুরের বিস্ফোরণস্থল পরিদর্শনে এনআইএ

পটনা, 29 সেপ্টেম্বর: বেআইনি বালি তোলা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল 4 জনের, আহত হয়েছেন 9 জন ৷ ঘটনাটি ঘটেছে বিহারের পটনার বিহতা থানা এলাকার আমনাবাদ ঘাটে । বৃহস্পতিবার ভোররাতে বালি তোলা নিয়ে ঝামেলা শুরু হয় দুই গোষ্ঠীর (Several dead in firing during Illegal Sand Mining) ৷ বিহার পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালীন কয়েক রাউন্ড গুলি চলে ৷ তাতেই প্রাণ হারান 4 জন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত চার ব্যক্তির নাম শত্রুঘ্ন, হরেন্দ্র, লালদেব এবং বিমলেশ কুমার সিং ওরফে গোরেলাল (Firing in Bihar) ৷ প্রথম তিন জন পটনার মানের থানা এলাকার বাসিন্দা (Firing over Illegal Sand Mining) ৷ গোরেলাল ভোজপুর জেলার চান্ডি থানা এলাকার বাসিন্দা (Bihar firing took 4 lives) ।

বিহতা থানার ভারপ্রাপ্ত অফিসার শিবেন্দ্র কুমার সিং সংবাদমাধ্যমকে বলেন, "এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ৷ এখনও পর্যন্ত সোন নদীতে মৃতদেহের খোঁজ চলছে ।"

আরও পড়ুন: উধমপুরের বিস্ফোরণস্থল পরিদর্শনে এনআইএ

Last Updated : Sep 29, 2022, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.