ETV Bharat / bharat

Army Vehicle Accident: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র - Army Vehicle Accident

ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর কনভয় । উত্তর সিকিমের জেমায় পিছল রাস্তায় মোড় ঘুরতে গিয়ে খাদে পড়ে গেল সেনাবাহিনীর কনভয় । দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 16 জন জওয়ান (Several Army jawans killed) । গুরুতর জখম 8 জন ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 23, 2022, 3:42 PM IST

Updated : Dec 23, 2022, 4:13 PM IST

জেমা (উত্তর সিকিম), 23 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর কনভয় (Several Army jawans killed) । উত্তর সিকিমের জেমায় পিছল রাস্তায় মোড় ঘুরতে গিয়ে খাদে পড়ে গেল সেনাবাহিনীর কনভয় (Army jawans killed as vehicle falls into gorge in Sikkim ) । দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 16 জন জওয়ান (16 Army personnel have lost their lives) । গুরুতর জখম 8 জন ।

সেনা সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আরও অন্তত 8 জন সেনা জওয়ান গুরুতর জখম হয়েছেন । 6 জন সেনা জওয়ানকে এয়ারলিফট করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচেনের কাছে জেমাতে সেনার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে । খাদ থেকে কয়েকশো ফুট পরে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় ট্রাকটি । যার ফলে ঘটনাস্থলেই 16 জন সেনার মৃত্যু হয় ।

Army Vehicle Accident
ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর কনভয়

ওই ট্রাকটি 3টি গাড়ির একটি কনভয়ের অংশ ছিল । যেটি সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে চলে গিয়েছিল । জেমা যাওয়ার পথে, একটি তীক্ষ্ণ বাঁক নিতে গেলে গাড়িটি খাদে পড়ে যায় । ইতিমধ্যে উদ্ধার অভিযান চালু করা হয়েছে । মৃতদের মধ্যে 3 জন জুনিয়র কমিশনড অফিসার এবং 13 জন সেনা রয়েছেন । সিকিম পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল, কেন্দ্রীয় বাহিনী ও বায়ুসেনা উদ্ধারের কাজ করছে । ইতিমধ্যে ঘটনাটি নিয়ে খোঁজখবর নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । পাশাপাশি ঘটনাস্থল ও হাসপাতালে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলেরও ।

Army Vehicle Accident
খাদ থেকে কয়েকশো ফুট পরে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় ট্রাকটি

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত । জাতি তাঁদের সেবা ও অঙ্গীকারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ । শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা । যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

  • 16 Army personnel have lost their lives, four injured in a road accident involving an Army truck at Zema, North Sikkim. The accident happened when the vehicle skidded down a steep slope while negotiating a sharp turn: Indian Army pic.twitter.com/qkulDm99Gp

    — ANI (@ANI) December 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য

জেমা (উত্তর সিকিম), 23 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর কনভয় (Several Army jawans killed) । উত্তর সিকিমের জেমায় পিছল রাস্তায় মোড় ঘুরতে গিয়ে খাদে পড়ে গেল সেনাবাহিনীর কনভয় (Army jawans killed as vehicle falls into gorge in Sikkim ) । দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 16 জন জওয়ান (16 Army personnel have lost their lives) । গুরুতর জখম 8 জন ।

সেনা সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আরও অন্তত 8 জন সেনা জওয়ান গুরুতর জখম হয়েছেন । 6 জন সেনা জওয়ানকে এয়ারলিফট করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচেনের কাছে জেমাতে সেনার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে । খাদ থেকে কয়েকশো ফুট পরে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় ট্রাকটি । যার ফলে ঘটনাস্থলেই 16 জন সেনার মৃত্যু হয় ।

Army Vehicle Accident
ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর কনভয়

ওই ট্রাকটি 3টি গাড়ির একটি কনভয়ের অংশ ছিল । যেটি সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে চলে গিয়েছিল । জেমা যাওয়ার পথে, একটি তীক্ষ্ণ বাঁক নিতে গেলে গাড়িটি খাদে পড়ে যায় । ইতিমধ্যে উদ্ধার অভিযান চালু করা হয়েছে । মৃতদের মধ্যে 3 জন জুনিয়র কমিশনড অফিসার এবং 13 জন সেনা রয়েছেন । সিকিম পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল, কেন্দ্রীয় বাহিনী ও বায়ুসেনা উদ্ধারের কাজ করছে । ইতিমধ্যে ঘটনাটি নিয়ে খোঁজখবর নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । পাশাপাশি ঘটনাস্থল ও হাসপাতালে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলেরও ।

Army Vehicle Accident
খাদ থেকে কয়েকশো ফুট পরে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় ট্রাকটি

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত । জাতি তাঁদের সেবা ও অঙ্গীকারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ । শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা । যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

  • 16 Army personnel have lost their lives, four injured in a road accident involving an Army truck at Zema, North Sikkim. The accident happened when the vehicle skidded down a steep slope while negotiating a sharp turn: Indian Army pic.twitter.com/qkulDm99Gp

    — ANI (@ANI) December 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চিন সীমান্তে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের সময় প্যারাট্রুপার জওয়ানের মৃত্য

Last Updated : Dec 23, 2022, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.