জয়পুর, 9 অক্টোবর: ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজস্থানে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ 23 নভেম্বর নির্ধারিত বিধানসভা নির্বাচনের জন্য সোমবার বিজেপি 41 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে ৷ সেই তালিকায় নাম রয়েছে সাতজন সাংসদের ৷ রাজ্যবর্ধন সিং রাঠোর ঝটওয়ারা থেকে, দিয়া কুমারী বিদ্যাধর নগর থেকে, বাবা বালকনাথ তিজারা থেকে, হংসরাজ মীনা সাপোত্রা থেকে এবং কিরোড়ি লাল মীনা সওয়াই মাধোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
রাজস্থানের 200টি বিধানসভা আসনের জন্য 23 নভেম্বর হবে ভোটগ্রহণ ৷ ভোট গণনা 3 ডিসেম্বর । কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানে বিজেপি নেতাদের দাবি, এ বার মরুরাজ্যে শক্তিশালী ম্যান্ডেট নিয়ে জয়ী হবে গেরুয়া শিবির । তারা বলেছে যে, রাজ্যে তাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কাজ করেছেন, তার ফল আসন্ন বিধানসভা নির্বাচনে মিলবে বলে আশাপ্রকাশ করেছে বিজেপি ৷
নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরপরই বিরোধী দলের নেতা রাজেন্দ্র রাঠোর বলেন, বিজেপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত । তাঁর কথায়, "মিথ্যার ভিত্তিতে গঠিত কংগ্রেস সরকার এ বার শেষ হবে ৷" তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী জনগণের অর্থ দিয়ে নিজেকে মহিমান্বিত করা ছাড়া কিছুই করেননি ।
আরও পড়ুন: 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, দেখে নিন কবে কোথায় ভোট ?
বিরোধী দলের উপনেতা সতীশ পুনিয়া বলেছেন, মোদির মুখ এবং কাজ দলকে নির্বাচনে এগিয়ে দেবে । তাঁদের সংগঠন তৃণমূল স্তরে শক্তিশালী বলে জানান তিনি । পুনিয়ার দাবি, শক্তিশালী ম্যান্ডেট নিয়ে জয়ী হবে বিজেপি । তিনি বলেন, কংগ্রেসকে জনগণের অসন্তোষের সম্মুখীন হতে হবে ৷ তাঁর মতে, রাজস্থানে কংগ্রেসের বিরুদ্ধে প্রধান নির্বাচনী ইস্যুগুলির মধ্যে অন্যতম হল দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁস ৷
প্রসঙ্গত, আজই সাংবাদিক সম্মেলন করে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷