পুনে, 4 জুন : স্পুটনিক ভি উৎপাদনে ড্রাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ডিসিজিআই)-এর প্রাথমিক ছাড়পত্র পেল আদর পুনাওয়ালার সেরাম ইন্সটিটিউট ৷ সূত্রের খবর, এরপর সেরাম ইন্সটিটউট ভ্যাকসিনটিকে পরীক্ষা, বিশ্লেষণ করে পুণের প্ল্যান্টে উৎপাদন করবে ৷
একটি সংবাদ মাধ্যমকে সেরামের ইন্সটিউটের মুখপাত্র বলেন, "স্পুটনিক ভি উৎপাদনে আমরা প্রাথমিক ছাড়পত্র পেয়েছি ৷ তবে নয়া ভ্যাকসিন উৎপাদন বাস্তবায়িত করতে এখনও কয়েক মাস সময় লাগবে ৷ ফলে এই পর্যায়ে আমাদের মনোযোগ থাকবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের উপর ৷"
আরও পড়ুন: স্পুটনিক-ভি তৈরি করতে সরকারের কাছে আবেদন সেরামের
ভারতে ড. রেড্ডি ল্যাবরেটরিতে উৎপাদিত হচ্ছে স্পুটনিক ভি ৷ গত 14 মে হায়দরাবাদে যার প্রথম ডোজ় দেওয়া হয় ৷ বিশ্বের 65টি দেশে দেওয়া হচ্ছে রাশিয়ার তৈরি করা এই করোনার প্রতিষেধকটি ৷ যদিও ইউএস হেল্থ অথরিটি ভ্যাকসিনটিকে এখনও অবধি অনুমোদন দেয়নি ৷ তবে প্রতিষেধক হিসেব স্পুটনিক ভি কার্যকারিতা সবচেয়ে বেশি 91.6 শতাংশ বলে দাবি করা হয়েছে ৷ ভারতে ব্যবহৃত কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের থেকে যা অনেকটাই বেশি ৷