ETV Bharat / bharat

Sensex Jumps Over 550 Points: বাজেট পেশের শুরুতেই সাড়ে পাঁচশো পয়েন্ট বাড়ল সেনসেক্স - বাজেট 2023

বাজেট পেশের শুরুতেই সাড়ে পাঁচশো পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex Jumps Over 550 Points) ৷ বেড়েছে নিফটিও ৷ শেয়ারর বৃদ্ধিতে লাভবান আইসিআইসিআই ব্যাংক, টেক মহিন্দ্রা, এশিয়ান পেন্টস, টাটা স্টিলের মতো সংস্থাগুলি ৷

Sensex Jumps Over 550 Points ETV BHARAT
Sensex Jumps Over 550 Points
author img

By

Published : Feb 1, 2023, 11:37 AM IST

Updated : Feb 1, 2023, 11:54 AM IST

মুম্বই, 1 ফেব্রুয়ারি: 2023-24 পূর্ণাঙ্গ বাজেট পেশের শুরুতেই উর্ধ্বমুখী শেয়ার বাজার ৷ এদিন বাজার খুলতেই দালাল স্ট্রিট সেনসেক্স 500 পয়েন্ট বেড়েছিল । বাজেট নিয়ে প্রত্যাশার কারণেই এই বৃদ্ধি বলে মনে করেন ৷ কিন্তু, বাজেট পেশ শুরু হতেই তা বাজারদর বৃদ্ধির পরিমাণ প্রায় 600 পয়েন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ এদিন বাজার খোলার পর এখনও পর্যন্ত শেয়ারদর 593 পয়েন্ট বেড়েছে ৷ তবে, পরবর্তী সময়ে তা কিছুটা কমে 535 পয়েন্ট হয় ৷ সকাল সাড়ে দশটা নাগাদ সেনসেক্স বেড়ে 60 হাজারের উপরে পৌঁছে যায় (Sensex Jumps Over 550 Points to Topple 60 Thousand Mark) ৷

আইসিআইসিআই ব্যাংক, টেক মাহিন্দ্রা, এশিয়ান পেন্টস, টাটা স্টিল, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাংক, টাইটান এবং এনটিপিসি-র শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৷ সেনসেক্সের পাশাপাশি নিফটিও 153.15 পয়েন্ট বেড়ে 17 হাজার 815.30 হয়েছে ৷ পাশাপাশি, এশিয়ার বাজারে ভারতীয় সংস্থার শেয়ার দর বেড়েছে ৷ সিওল, টোকিয়ো, সাংহাই এবং হংকংয়ে ভারতীয় সংস্থাগুলি বাজার উর্ধ্বমুখী রয়েছে ৷

তবে, আইটিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আলট্রা-টেক সিমেন্ট এবং লারসেন অ্যান্ড টারবোর বাজারদর দালাল স্ট্রিটের দৌড়ে পিছিয়ে পড়েছে ৷ উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার মঙ্গলবার বন্ধ হওয়ার আগে ইতিবাচক জায়গায় ছিল ৷ জিওজিট ফিন্যান্স সার্ভিসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, ‘‘যদি আজকের বাজেট বাণিজ্য ক্ষেত্রের জন্য় ইতিবাচক হয় এবং সেখানে কোনও অযাচিত চমক না-থাকে, তাহলে বাজারের যে কিছুটা অস্থিরতা রয়েছে ৷ তা পুরোপুরি সামলে নেওয়া যাবে ৷’’

আরও পড়ুন: 'আদানিদের বেনিয়ম' সিভিসি-কে লেখা 2019 সালের চিঠি পোস্ট মহুয়ার

উল্লেখ্য, মঙ্গলবার মুম্বইয়ের দালাল স্ট্রিট বন্ধ হওয়ার আগে শেয়ারদর 49.49 পয়েন্ট বেড়েছিল ৷ মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার আগদে সেনসেক্স 59 হাজার 550 পেয়েন্টে থামে ৷ সেখানে নিফটি 13.20 পয়েন্ট বেড়ে 17 হাজার 662 পয়েন্টে থামে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও গতকাল অনেকটাই কমেছিল ৷ 0.48 শতাংশ কমে প্রতি ব্যারল অপরিশোধিত তেলের দাম 84.49 মার্কিন ডলারে থামে ৷

মুম্বই, 1 ফেব্রুয়ারি: 2023-24 পূর্ণাঙ্গ বাজেট পেশের শুরুতেই উর্ধ্বমুখী শেয়ার বাজার ৷ এদিন বাজার খুলতেই দালাল স্ট্রিট সেনসেক্স 500 পয়েন্ট বেড়েছিল । বাজেট নিয়ে প্রত্যাশার কারণেই এই বৃদ্ধি বলে মনে করেন ৷ কিন্তু, বাজেট পেশ শুরু হতেই তা বাজারদর বৃদ্ধির পরিমাণ প্রায় 600 পয়েন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ এদিন বাজার খোলার পর এখনও পর্যন্ত শেয়ারদর 593 পয়েন্ট বেড়েছে ৷ তবে, পরবর্তী সময়ে তা কিছুটা কমে 535 পয়েন্ট হয় ৷ সকাল সাড়ে দশটা নাগাদ সেনসেক্স বেড়ে 60 হাজারের উপরে পৌঁছে যায় (Sensex Jumps Over 550 Points to Topple 60 Thousand Mark) ৷

আইসিআইসিআই ব্যাংক, টেক মাহিন্দ্রা, এশিয়ান পেন্টস, টাটা স্টিল, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাংক, টাইটান এবং এনটিপিসি-র শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৷ সেনসেক্সের পাশাপাশি নিফটিও 153.15 পয়েন্ট বেড়ে 17 হাজার 815.30 হয়েছে ৷ পাশাপাশি, এশিয়ার বাজারে ভারতীয় সংস্থার শেয়ার দর বেড়েছে ৷ সিওল, টোকিয়ো, সাংহাই এবং হংকংয়ে ভারতীয় সংস্থাগুলি বাজার উর্ধ্বমুখী রয়েছে ৷

তবে, আইটিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আলট্রা-টেক সিমেন্ট এবং লারসেন অ্যান্ড টারবোর বাজারদর দালাল স্ট্রিটের দৌড়ে পিছিয়ে পড়েছে ৷ উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার মঙ্গলবার বন্ধ হওয়ার আগে ইতিবাচক জায়গায় ছিল ৷ জিওজিট ফিন্যান্স সার্ভিসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, ‘‘যদি আজকের বাজেট বাণিজ্য ক্ষেত্রের জন্য় ইতিবাচক হয় এবং সেখানে কোনও অযাচিত চমক না-থাকে, তাহলে বাজারের যে কিছুটা অস্থিরতা রয়েছে ৷ তা পুরোপুরি সামলে নেওয়া যাবে ৷’’

আরও পড়ুন: 'আদানিদের বেনিয়ম' সিভিসি-কে লেখা 2019 সালের চিঠি পোস্ট মহুয়ার

উল্লেখ্য, মঙ্গলবার মুম্বইয়ের দালাল স্ট্রিট বন্ধ হওয়ার আগে শেয়ারদর 49.49 পয়েন্ট বেড়েছিল ৷ মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার আগদে সেনসেক্স 59 হাজার 550 পেয়েন্টে থামে ৷ সেখানে নিফটি 13.20 পয়েন্ট বেড়ে 17 হাজার 662 পয়েন্টে থামে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও গতকাল অনেকটাই কমেছিল ৷ 0.48 শতাংশ কমে প্রতি ব্যারল অপরিশোধিত তেলের দাম 84.49 মার্কিন ডলারে থামে ৷

Last Updated : Feb 1, 2023, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.